13/04/2025
আগামী ২৩ মে আরো বড় পরিসরে বড় আয়োজন হতে যাচ্ছে। আপনিও আপনার বায়োডাটা প্রেরণ করতে পারেন।
লাবণ্য এওয়ার্ডস ২০২৫
যে সকল ক্যাটাগরি/ শাখায় এওয়ার্ডস প্রদান করা হবেঃ
১. প্রবাসী ক্যাটাগরি/ শাখাঃ
(ক) রেমিট্যান্স যোদ্ধাঃ যারা বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠান
(খ) যারা প্রবাসে থেকে দেশে মানবিক সহয়তা কার্যক্রম পরিচালনা করেন বা কার্যক্রমের সাথে যুক্ত আছেন।
(গ) যারা প্রবাসে প্রবাসী বাংলাদেশিদের সহয়তা, সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন/থাকেন।
(ঘ) যারা প্রবাসে থেকে বিভিন্ন সফলতার মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করেছেন/ করে চলেছেন।
(ঙ) দেশে অবস্থান করা প্রবাসীর পরিবার যাঁরা দেশে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
২.উদ্যোক্তা ক্যাটাগরি/শাখাঃ
(ক) সফল উদ্যোক্তাঃ যাঁরা উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন করেছেন।
(খ) নতুন উদ্যোক্তাঃ যারা উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করেছেন।
(গ) গ্রামীণ উদ্যোক্তাঃ যাঁরা গ্রামীণ প্রেক্ষাপটে গ্রামীণ ঐতিহ্য নিয়ে কাজ করছেন।
(ঘ) যে সকল সংগঠন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন।
৩. ব্যবসা ক্যাটাগরি/শাখাঃ
(ক) শিল্প ব্যবসায়ীঃ শিল্প কলকারখানার মালিক/ পরিচালক।
(খ) মাঝারি ব্যবসায়ীঃ সফল ব্যবসায়ী।
(গ) ক্ষুদ্র ব্যবসায়ীঃ সফল ব্যবসায়ী।
৪. সমাজ সেবা ক্যাটাগরি/শাখাঃ
(ক) সমাজ উন্নয়ন, পরিবর্তন কিম্বা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ব্যক্তি।
(খ) সামাজিক কর্মকান্ডে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান/ সংস্থা।
৫. মিডিয়া ক্যাটাগরি/শাখাঃ
(ক) অভিনেতাঃ সফল/ জনপ্রিয়/ প্রতিশ্রুতিশীল অভিনেতা।
(খ) অভিনেত্রীঃ সফল/ জনপ্রিয়/ প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।
(গ) পরিচালকঃ সফল/ জনপ্রিয়/ প্রতিশ্রুতিশীল পরিচালক।
(ঘ) প্রযোজকঃ সফল প্রযোজক।
(ঙ) নাট্যকারঃ সফল/ জনপ্রিয়/ প্রতিশ্রুতিশীল নাট্যকার।
(চ) প্রযোজনা সংস্থাঃ সফল প্রযোজনা প্রতিষ্ঠান/ সংস্থা।
(ছ) মিডিয়া জার্নালিস্ট ১. টেলিভিশন ২. পত্রিকা ৩. অনলাইন।
(জ) কবি/ সাহিত্যিকঃ সফল/জনপ্রিয়/প্রতিশ্রুতিশীল কবি/ সাহিত্যিক।
(ঝ) কন্ঠশিল্পীঃ জনপ্রিয়/প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী।
(ঞ) নৃত্যশিল্পীঃ জনপ্রিয়/ প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী।
(ণ) উপস্থাপনাঃ জনপ্রিয় /সফল/ প্রতিশ্রুতিশীল
( ট) মডেলঃ রেম্প মডেল/টিভিসি মডেল/ ওসিসি মডেল / ডিজিটাল মডেল/ প্রিন্ট মিডিয়া মডেল।
৬. সেলিব্রেটি ক্যাটাগরী/ শাখাঃ
(ক) বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটি।
৭.ব্লগার/ ইনফ্লুয়েন্সার ক্যাটাগরী/ শাখাঃ
( ক) জনপ্রিয় / সফল / প্রতিশ্রুতিশীল ব্লগার/ইনফ্লুয়েন্সার।
৮. শিক্ষা ক্যাটাগরী/ শাখাঃ
(ক) শিক্ষক মহোদয়।
(খ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
(গ) শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করা ব্যক্তি।
(ঘ) শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান।
৯. খেলাধুলাঃ
( ক) বিভিন্ন খেলার সফল/ জনপ্রিয় / প্রতিশ্রুতিশীল খেলোয়াড়।
১০. মেকআপ শিল্পীঃ
(ক) সফল/ জনপ্রিয় / প্রতিশ্রুতিশীল মেকআপ শিল্পী।
(খ) সফল/ জনপ্রিয় / প্রতিশ্রুতিশীল মেকআপ ট্রেনার।
বিস্তারিত জানতে/ অনুসন্ধানঃ মোবাইল / হোয়াটসঅ্যাপ
০১৭৯২৩০৪৯৬৮
০১৭৯২৩০৭৫৮৩
লাবণ্য মিডিয়া হাউজ
৪৯/১/ বি, ৩য় তলা, পুরানা পল্টন বটতলা মসজিদ, পল্টন লাইন, ঢাকা। ইমেইল [email protected]
আয়োজনেঃ লাবণ্য মিডিয়া হাউজ, উদ্যোক্তার হাট, প্রবাসী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।