Daily Job News

Daily Job News কি ভাবছেন? মরবেন না? মরতেই হবে! তাই প্রস্তুত হয়ে যান!
(14)

15/07/2025

বাংলাদেশের ট্রাফিক পুলিশ এমন হলে কি হতো?

15/07/2025

আফ্রি'কার রাস্তায় সিগন্যাল না মানলে যা করা হয়!

আলহামদুলিল্লাহ!  এবার হয়ত ইউটিউব থেকেও কিছু আশা করা যায়!
14/07/2025

আলহামদুলিল্লাহ! এবার হয়ত ইউটিউব থেকেও কিছু আশা করা যায়!

13/07/2025

লাস্টে এটা কি বললাম😁😁

13/07/2025

মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করবেন কোন মাছের কান আগে ক|-ট-তে হয়?
না পারলে বুঝবেন ঐ মাইয়া শুধু খায় আর ঘুমায় সংসারের কিছু বুঝে না🙂🥱

আপনার কি আছে! কি থাকতে হবে! এত চিন্তা করে ছোট্ট জীবনের সময়টুকু নস্ট করবেন না! যতটুকু আছে ততটুকু দিয়েই জীবন উপভোগ করুন!
13/07/2025

আপনার কি আছে! কি থাকতে হবে! এত চিন্তা করে ছোট্ট জীবনের সময়টুকু নস্ট করবেন না! যতটুকু আছে ততটুকু দিয়েই জীবন উপভোগ করুন!

ঘটনার নাম: হযরত উমর (রাঃ) ও একজন বৃদ্ধা নারীর ঘটনাঘটনা:হযরত উমর (রাঃ) যখন খলিফা ছিলেন, তখন তিনি নিয়মিত ছদ্মবেশে শহর পরিদ...
13/07/2025

ঘটনার নাম: হযরত উমর (রাঃ) ও একজন বৃদ্ধা নারীর ঘটনা

ঘটনা:

হযরত উমর (রাঃ) যখন খলিফা ছিলেন, তখন তিনি নিয়মিত ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হতেন, যেন তিনি নিজের চোখে দেখতে পারেন প্রজারা কেমন আছে। এক রাতে তিনি তার খাদেম আসলামকে সঙ্গে নিয়ে মদীনার এক কোণায় এক কুঁড়ে ঘরের সামনে দাঁড়ান। ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার আওয়াজ ভেসে আসে।

উমর (রাঃ) এগিয়ে গিয়ে দেখতে পান, এক বৃদ্ধা নারী চুলায় খালি হাঁড়ি বসিয়ে তার শিশুদের শান্ত রাখার চেষ্টা করছেন। তিনি তাদের বলছেন:
"সবর করো, একটু পরেই রান্না হবে।"

আসলে হাঁড়িতে কিছুই ছিল না। নারীটি শিশুদের ক্ষুধা ভুলানোর চেষ্টা করছিল।

উমর (রাঃ) নারীর কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করেন। তিনি না চিনে বলেন,
"আমার শিশুদের ক্ষুধা লেগেছে। আমার ঘরে কিছুই নেই। উমর (রাঃ) যদি প্রকৃত খলিফা হতেন, তাহলে এমন হত না!"

হযরত উমর (রাঃ) সাথে সাথেই বাজারে গেলেন, নিজের কাঁধে একটি বস্তা তুলে আনলেন যাতে ছিল খাবার, আটা, ঘি ইত্যাদি। খাদেম আসলাম বললেন,
"আমার কাঁধে দিন, আমি নিয়ে যাই।"

উমর (রাঃ) বললেন:
"কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? আজ আমিই এই দায় বহন করবো।"

তিনি নিজে রান্না করে শিশুদের খাইয়ে দেন এবং বৃদ্ধা নারীর কোনো অভাব আছে কি না, তা জেনে সাহায্যও করেন।

শিক্ষা:

নেতৃত্বের দায়িত্ব মানেই মানুষের জন্য দায়বদ্ধতা।

দয়ালুতা, ন্যায়বিচার ও দায়িত্ববোধ মুসলিম চরিত্রের অংশ।

ক্ষুধার্তকে সাহায্য করা ইমানের নিদর্শন।

🌿 ঘটনা: তৌফিকের প্রতিদান 🌿একজন গরিব কৃষক ছিল। নাম তার তৌফিক। প্রতিদিন সকালে সে ফজরের নামাজ আদায় করত, কষ্ট করে জমিতে কাজ ...
13/07/2025

🌿 ঘটনা: তৌফিকের প্রতিদান 🌿

একজন গরিব কৃষক ছিল। নাম তার তৌফিক। প্রতিদিন সকালে সে ফজরের নামাজ আদায় করত, কষ্ট করে জমিতে কাজ করত এবং এক পয়সা করে সঞ্চয় করত।

একদিন তার পাড়ার এক বড়লোক তাকে বলল,
– “তুই তো নামাজ পড়ে সময় নষ্ট করিস! এই সময়ে কাজ করলেই না হয় ধন-সম্পদে বড় হতি!”

তৌফিক হেসে বলল,
– “আমার রিজিক তো আল্লাহ দেন, আমি চেষ্টা করি আর নামাজ পড়ে তাঁর কাছে দোয়া করি।”

অনেক বছর কেটে গেল। একদিন সেই বড়লোকের ব্যবসা ডুবে গেল। সে ঋণে জর্জরিত হয়ে পড়ে। তখন সে দেখল, সেই গরিব তৌফিক আজ একজন সফল খামারি, তার জমি, গরু ও শান্তিপূর্ণ জীবন।

বড়লোক জিজ্ঞেস করল,
– “তুই এত দূর কীভাবে এলি?”

তৌফিক বলল,
– “আল্লাহর উপর ভরসা করে, নামাজ ছাড়িনি, আর ধৈর্য রেখেছি। আল্লাহ আমার জন্য দরজা খুলে দিয়েছেন।”

---

✨ শিক্ষণীয়:

🔹 নামাজ ও সবর (ধৈর্য) জীবনের সফলতার চাবিকাঠি।
🔹 রিজিক আসে আল্লাহর কাছ থেকেই, মানুষ শুধু মাধ্যম।
🔹 সত্যিকারের বিশ্বাস ও পরিশ্রম কখনো বিফলে যায় না।

13/07/2025

কোন পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত?

শুভ সকাল!
13/07/2025

শুভ সকাল!

12/07/2025

প্রাউডলি বলছি মাত্র ২ সাবজেক্টে ফেল করেছি😊

12/07/2025

৫ মিনিট সময় লাগবে না! এন সি পি কে হুশিয়ারি দিলেন ইশরাক!

Address

Banani Model Town

Telephone

+8801733273004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Job News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Job News:

Share