22/04/2025
রাজধানীর তেজগাও-এ কোহিনূর কেমিক্যাল কোম্পানির এক হিন্দু স্টাফ মহানবীকে নিয়ে কটূক্তি করেছে। বিষয়টি নিয়ে ঐ এলাকার পরিবেশ বেশ উত্তপ্ত। এ ঘটনার প্রতিবাদে সকল কর্মকর্তা-কর্মচারি রাস্তায় নেমে এসেছে।
কোহিনূর কেমিক্যাল কোম্পানির একটা সাবান আছে, নাম – তিব্বত ৫৭০ বল সাবান ।
মহানবী ৫৭০ খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছেন,
তাই ৫৭০ সংখ্যাকে স্মরনীয় রাখতে তারা সাবানের নামকরণ করে তিব্বত ৫৭০ বল সাবান।
সেই কোম্পানিতে আজকে মহানবীর বিরুদ্ধে বলেছে এক হি ন্দু স্ট্যাফ,
স্বাভাবিকভাবে তারা সেই ভালোবাসার চেতনা থেকেই মাঠে নেমেছে।
আপনারা যদি বিভিন্ন সংবাদ সূত্র খেয়াল করেন, তবে দেখবেন-
সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কটূক্তির ঘটনা ঘটে, যার সিংহভাগই করে হি ন্দুরা। এটা যে তারা বেখেয়ালে করে বিষয়টি এমন না। বরং এ উপমহাদেশে হি ন্দুত্ববাদী জাগরনের যে ঘটনা ঘটেছে, তার অংশ হিসেবেই করে। আপনি ভারতীয় ফেসবুক পেইজগুলোতে ঢুকে দেখুন, সেখানে ইসলাম ধর্মের বিরুদ্ধে নিয়ে কি ধরনের জঘন্য ভাষা চর্চা হচ্ছে।
এর কারণ- হিন্দুত্ববাদীদের একত্র হওয়ার সূত্র হচ্ছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো। মানে তারা সবাই মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো কেন্দ্র করে একত্রিত হয়। এছাড়া তাদের একত্র হওয়ার আর কোন চেতনা নাই। কারণ তারা অসংখ্য জাত-পাত ও ভিন্ন দেব-দেবীর পূজা অর্চনায় বিশ্বাসী, নিজস্ব এক হওয়ার মত কোন চেতনা নাই। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে বলতে হবে- এই চেতনায় তারা একত্র। মূলত বাংলাদেশের হিন্দুরাও তার অংশ। আর সে কারণে মাঝে মাঝে মুখ ফস্কে তাদের মনের কথা বের হয়ে আসে, আর তখনই ঘটে বিপত্তি।
আমি কয়েকদিন আগেও বলেছিলাম, ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, তার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে হি ন্দুদের বয়কট করুন। হি ন্দু বয়কটের অংশ হিসেবে বাংলাদেশে হি ন্দু ধর্মাবলম্বীদের চাকুরী থেকে বাদ দিন। আজকে সাত রাস্তা-তিব্বতে হি ন্দু স্টাফের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এটা হওয়া উচিত হি ন্দু কমকর্তা ও কর্মচারিদের বহিস্কারের জন্য আন্দোলন। এবং এই আন্দোলন শুধু কোহিনুর কেমিকেলে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং বাংলাদেশের সকল কল-কারখানা ও অফিসে ছড়িয়ে দিতে হবে।