Taza Khobor - তাজা খবর

Taza Khobor - তাজা খবর সত্য ও সুন্দরের প্রত্যাশায়! .

06/10/2022

❤️

06/10/2022

'Teacher teaches all other profession' Cary on dear ❤️

06/10/2022

কথা বলার সক্ষমতা হলো মানুষকে দেয়া মহান আল্লাহ তা'আলার অনন্য নিয়ামত। তবে কথা যতো কম বলা যায়, ততোই মঙ্গল। কারণ বাচালতা কিংবা অনর্থক বেশি কথা বলা, আমাদের কথার গুরুত্বকে কমিয়ে দেয়। তাছাড়া প্রয়োজনের তুলনায় বেশি কথা বলা কিংবা অসংলগ্ন কথার কারণে প্রায়শই ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় জীবনে নানা জটিলতার সম্মুখীন হতে হয়।

তাই অনর্থক বেশী কথা বলা, অযাচিত কথা বলে কাউকে ছোট করা, কিংবা কথায় দাম্ভিকতা প্রকাশ পেলো কিনা তা সচেতনভাবে খেয়াল করা জরুরী। এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারা মানেই মুক্তির পথে অগ্রগামী হওয়া। তা না হলে কাল কিয়ামতে শাফায়াতকারী প্রিয় রাসূলই (ﷺ) তাকে কাছে ঘেঁষতে দেবে না। অতএব কথাবার্তা হোক পরিমিত ও সংযত।

Collected
Mizanur Rahman Azhari

24/09/2022

রুহের হায়!!

অভিশাপ না দিলেও 'রুহের হায়' বলে একটা কথা আছে যাকে 'Revenge of nature' বলে। পবিত্র কোরআন এর ভাষায় যেটাকে "কিফারাহ্” বলে। এই সম্পর্কে বেশ কয়েকবার কোরআন-এ বলা আছে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।

প্রত্যেক মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়। কেউ আগে পায় আর কেউ হয়তো বা কয়দিন পরে। কিন্তু, সে শাস্তি পাবেই। সময়মতো হয়তো আমরা বুঝে উঠতে পারিনা কোন কাজের শাস্তি পাচ্ছি।

কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করে আর কাউকে ছোট করে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভুলে না এবং ক্ষমাও করে না। এমনকি এই মূহুর্তে আপনি যার সাথে অন্যায় করে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবেনা। কিন্তু, তার ওই কষ্ট থেকে আসা অভিশাপ আপনাকে ছাড়বেনা।

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারোর একার না। দ্বিমুখিতা, অহংকারিতা, স্বার্থপরতা কখনো শান্তি বয়ে আনেনা, আনতে পারেনা।

(সংগৃহীত)

23/09/2022

মুসলিম হয়েও যারা জাহান্নামে যাবে......

১. জালিম প্রতিবেশী।
[মুসলিম, হাদিস : ৬৬]

২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
[বুখারিঃ ৫৫২৫]

৩. যে হারাম খাবার খায়।
[বায়হাকিঃ ৫৫২০]

৪. অশ্লীলভাষী ও উগ্র মেজাজি।
[আবু দাউদঃ ৪১৬৮]

৫. পিতা মাতার অবাধ্য সন্তান।
[মুসতাদরাকে হাকেমঃ ২২৬]

৬. দাইয়ুস- যিনি নিজের অধিনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না।
[মুসতাদরাকে হাকেম, হাদিস : ২২৬]

৭. পুরুষের বেশ ধারণকারী নারী।
[মুসতাদরাকে হাকেমঃ ২২৬]

৮. অন্যের সম্পদ আত্মসাৎকারী।
[মুসলিমঃ ১৯৬]

৯. উপকার করে খোঁটাদানকারী।
[সুনানে নাসায়ি, হাদিসঃ ৫৫৭৭]

১০. নেশাদারবস্তু পানকারী।
[সুনানে নাসায়ি, হাদিসঃ ৫৫৭৭]

১১. প্রতারণাকারী শাসক।
[বুখারিঃ ৬৬১৮]

১২. চোগলখোর।
[মুসলিমঃ ১৫১]

১৩. নিজ পিতা ছাড়া অন্যকে নিজের বাবা পরিচয়দাতা।
[বুখারিঃ ৬২৬৯]

১৪. দাম্ভিক ও অহংকারকারী।
[মুসলিমঃ ১৩১]

১৫. রাসুল (সা.)-এর অবাধ্যতাকারী।
[বুখারিঃ ৬৭৩৭]

১৬. পার্থিব উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী।
[আবু দাউদঃ ৩১৭৯]

১৭. অকারণে তালাক কামনাকারী নারী।
[তিরমিজিঃ ১১০৮]

১৮. লৌকিকতা প্রদর্শনকারী শহীদ, কারি, দানশীল ব্যক্তি।
[মুসলিমঃ ৩৫২৭]

১৯. উত্তরাধিকারদের হক বঞ্চিতকারী।
[ইবনে মাজাহঃ ২৬৯৪]

22/09/2022

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে সে। মহান আল্লাহ তাঁকে কবুল করুন। তাকরিম এবং তাঁর পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।

জায়গা মত বসতে পারলে,  কুকুর কে ও বাগের মত লাগে!
22/09/2022

জায়গা মত বসতে পারলে, কুকুর কে ও বাগের মত লাগে!

Taskin Ahmed ❤️
19/09/2022

Taskin Ahmed ❤️

Success come out from failure!
19/09/2022

Success come out from failure!

10/09/2022

শুভ সকাল 😍

Who is the most popular leader in Bangladesh? Give your opinion till 11.59 PM
09/09/2022

Who is the most popular leader in Bangladesh?

Give your opinion till 11.59 PM

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন😮‍💨
09/09/2022

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন😮‍💨

Address

Rajarbag

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801941455435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taza Khobor - তাজা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category