স্বপ্ন

স্বপ্ন “Modesty • Iman • Motivation 🌼 | Islam is not just religion, it’s a way of life ✨”

13/08/2025
🖤🖤
13/08/2025

🖤🖤

25/07/2025

IT'S FRIDAY.
May Allah Remove all your pain and accept all your silent prayers.🖤

অপেক্ষায় আছি, ন্যায়বিচারের!!!এবিএম খাইরুল হক — এক সময়কার প্রধান বিচারপতি। ইতিহাস তাকে মনে রাখবে, কিন্তু গৌরবের জন্য ন...
24/07/2025

অপেক্ষায় আছি, ন্যায়বিচারের!!!

এবিএম খাইরুল হক — এক সময়কার প্রধান বিচারপতি। ইতিহাস তাকে মনে রাখবে, কিন্তু গৌরবের জন্য নয়, বরং দুঃখ আর ধ্বংসের সাক্ষী হিসেবে।

ফ্যাসিবাদের ছায়াতলে বসে তিনি বিচারপতির চেয়ারকে কলঙ্কিত করেছিলেন। দায়িত্বের মর্যাদা বুঝে ওঠেননি, বিচার বিভাগীয় আমানত রক্ষা করেননি। তার হঠকারী রায়ের মাধ্যমে গুম, খুন, লুণ্ঠনের রাস্তা উন্মুক্ত হয়ে গিয়েছিল; রাজনৈতিক অপশক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল এক নির্মম ‘লাইসেন্স’।

এমন ক্ষমতা কোনো বিচারপতি দেশের ইতিহাসে আর কোনোদিন ব্যবহার করেননি — এমন আত্মঘাতীভাবে।

আজ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। যদিও দেরিতে, তবুও এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটিই যথেষ্ট নয়।

এই জাতি আজ সঠিক বিচার চায় — প্রতিশোধ নয়, পক্ষপাতহীন বিচার। কারণ, ন্যায়বিচারই পারে ইতিহাসে একটি শিক্ষা ছেড়ে যেতে।

আমরা চাই, তিনি যেন সেই ন্যায়বিচারে উপযুক্ত শাস্তি পান — যেন ভবিষ্যতের কেউ আর জাতির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়।

আশায় রইলাম — ইতিহাস একদিন ঠিকই হিসেব চুকাবে।

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে জয়জয়কার! 🇧🇩🔥লিটন দাসের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ...
23/07/2025

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে জয়জয়কার! 🇧🇩🔥

লিটন দাসের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে। তার ঠাণ্ডা মাথার কৌশল, খেলোয়াড়দের প্রতি আস্থা এবং দৃঢ় মানসিকতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

এই জয় শুধু পরিসংখ্যান নয়—এটা আত্মবিশ্বাস, পরিশ্রম আর একটি জাতির স্বপ্নের প্রতিফলন।
আশা করছি, লিটনের অধিনায়কত্বে বাংলাদেশ দল সামনে আরও অনেক জয় ছিনিয়ে আনবে,
দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে সামনে, গর্বিত করবে পুরো জাতিকে।

চলো বাংলাদেশ, এগিয়ে চল! 🇧🇩🏏

জীবনের চেয়ে বড় কিছু নয়!!!মাননীয় কর্তৃপক্ষ,আসসালামু আলাইকুম।আমি জানি না এই চিঠির ঠিকানায় পৌঁছাবে কিনা। শুধু জানি, প্রতিটি...
22/07/2025

জীবনের চেয়ে বড় কিছু নয়!!!

মাননীয় কর্তৃপক্ষ,

আসসালামু আলাইকুম।
আমি জানি না এই চিঠির ঠিকানায় পৌঁছাবে কিনা। শুধু জানি, প্রতিটি দুর্ঘটনার পর একটি প্রশ্ন ভেতরে কাঁদে— “এটা কি এড়ানো যেত না?” প্রতিটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরে, প্রতিটি তরুণ পাইলটের প্রাণ ঝরে যাওয়ায়, আমি ভাবি— আমাদের দেশে কি নিরাপদ পাইলট প্রশিক্ষণের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে?

আমরা যদি সাহস করি, তবে এমন প্রযুক্তি এখনই আমাদের নাগালে— AI-driven flight simulators, advanced safety protocols, global-standard training modules। শুধু দরকার দৃষ্টি ও দৃঢ়তা। আমি চাই, বাংলাদেশ একদিন এমন একটি দেশ হবে যেখানে “ট্রেইনিং” মানেই হবে “সেফটি ফার্স্ট।”

উত্তরার মাইলস্টোন স্কুলে আজ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা শুধু একটা শিক্ষাপ্রতিষ্ঠান নয়—পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে। ...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে আজ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা শুধু একটা শিক্ষাপ্রতিষ্ঠান নয়—পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে। যারা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল, আজ তারা আর নেই—এটা শুধু মর্মান্তিক নয়, ভয়ানক।

আজকের দিনটা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। বিমান বিধ্বস্ত হয়ে একটি স্কুলের প্রাণহানির মতো ভয়ানক দৃশ্য—কোনো অভিভাবক, কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী আর কোনোদিন ভুলতে পারবে না।

শিশুরা নিরাপদ থাকবে—এই তো আমাদের চাওয়া। কিন্তু এখন, সেই নিরাপদ আশ্রয়স্থলই যদি প্রাণ কেড়ে নেয়, তাহলে আমাদের দায় এড়ানোর উপায় কী? এই ঘটনায় আমি স্তব্ধ, শোকাহত। এমন মৃত্যু কোনো শিশুর প্রাপ্য নয়, কোনো পরিবারেরও নয়।

প্রশাসনের প্রতি আহ্বান—এই ঘটনার দায়-দায়িত্ব স্পষ্ট করতে হবে। যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় এমন একটি জনবহুল এলাকায় কীভাবে এমন ভুল হতে পারে? তদন্ত যেন নিরপেক্ষ হয়, দায়ীদের বিচার হোক।

আমরা স্বপ্ন পরিবারের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। নিহত শিশুদের পরিবার যেন এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠতে পারেন, সেই দোয়া করছি। মহান আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন এবং
আত্মার শান্তি কামনা করছি সেই শিশুদের জন্য, আর প্রার্থনা করছি আহতদের দ্রুত সুস্থতার জন্য। এ শোক জাতির—এই কান্না থামার নয়।

আমরা একা নই—আমরা একসাথে শোক পালন করছি, একসাথে বিচার চাইছি, একসাথে নিরাপদ ভবিষ্যতের প্রার্থনা করছি।

অর্থের কাছে সবাই নতজানু, এই অর্থই সকল ক্ষমতার মূল উৎস। কাকে বিশ্বাস করবো, সবাই তো টাকার আর ক্ষমতার গোলাম। এই দেশ নিয়ে আর...
21/09/2024

অর্থের কাছে সবাই নতজানু, এই অর্থই সকল ক্ষমতার মূল উৎস। কাকে বিশ্বাস করবো, সবাই তো টাকার আর ক্ষমতার গোলাম। এই দেশ নিয়ে আর স্বপ্ন দেখি না, দেখবো না।

29/08/2024

হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

- আল বাকারা, ২০১

25/08/2024

আমরা কি এমন স্বাধীনতা চেয়েছি?

#র
#ডাকাত
#সনাতনী
#সুশীল
#আনসার_বাহিনী

আর কি কি রূপ নিবে কে জানে???🙄🙄
#বহুরূপী_লীগ😅😅😅

Address

Rajarbag

Telephone

+8801711025594

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন:

Share