
01/06/2025
চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ঘরোয়া উপায় -
(১)কালোজিরা নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার খুব ভালো ফল দেয়।
(২) অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার থাকে যা খুশকির সমস্যা দূর করে। এটি ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়, ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয় এবং চুল দ্রুত বেড়ে ওঠে।
(৩) আমলকি :- আমলকি খুশকি দূর করে, চুল পড়া কমায়, চুলে কালোভাব আনে। মাথার চুলকানি থেকে রক্ষা পেতে আমলকির রস দারুন কাজ করে।
(৪)পেঁয়াজ এর রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন | নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে।
(৫)মেথি চুলকে খুশকিমুক্ত, ঘন ও লম্বা করতে সাহায্য করে। চুলের অকালপক্বতা রোধে, চুল পড়া রোধে, নতুন চুল গজাতে সহায়তা করে।
নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং আঁচড়ানো। কিন্তু অতিরিক্ত আঁচড়ানো চুল পড়া বাড়িয়ে দেয়।