আমাদের রাজনগর

আমাদের রাজনগর রাজনগর উপজেলার সর্বশেষ সংবাদ নিয়ে থা?

দুই যুগ পর ঘটা করে বিএনপির সম্মেলনরাজনগর বিএনপির সভাপতি সেলুন সম্পাদক আব্বাসরাজনগর (মৌলভীবাজার): দীর্ঘ দুই যুগ পর ঘটা কর...
30/06/2025

দুই যুগ পর ঘটা করে বিএনপির সম্মেলন
রাজনগর বিএনপির সভাপতি সেলুন সম্পাদক আব্বাস

রাজনগর (মৌলভীবাজার):
দীর্ঘ দুই যুগ পর ঘটা করে কউন্সিল করেছে রাজনগর উপজেলা বিএনপির। বিভিন্ন সময় পূনর্গন করলেও ২০০৩ সালের পর এবার বৃহৎ আয়োজনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন করলেন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নিতাকর্মীদের মাঝে উচ্ছাস ছিল তুঙ্গে। কয়েকবার তারিখ পিছালেও ভাঠা পড়েনি নেতাকর্মীদের দৌড়ঝাপে।

মনোনীত ও ৮ ইউনিয়নের কমিটির ৫৬৮জন সদস্য ভোটরা ছিলেন। চারটি বুথে নেয়া হয় ভোট। সভাপতি পদে স্বর্বোচ্ছ ৩৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড প্রবাসী নূরুল ইসলাম সেলুন। ১৬৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক সভাপতি মো. জিতু মিয়া।
সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী। তার প্রতিদ্বন্দ্বি এনামুল হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৬টি ভোট ও মো. ফজলুল হক নিরু পেয়েছেন ৬০ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সহসভাপতি মো. কবির মিয়া। এ পদে সাবেক সভাপতি এমএ হাকিম বকস ২০৯ ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি।

সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনসুরনগর ইউনিয়নের জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনসুর তরফদার রাজিব পেয়েছেন ২০১ ভোট।

এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুপক চন্দ্র দেব। ২৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন আব্দুল কাইয়ূম বকুল। নষ্ট ভোটের সংখ্যা ছিল ৫৪টি।

এদিকে দীর্ঘদিন পর উপজেলা বিএনপির কমিটি হলেও অনেক ত্যাগী নেতারা স্থান পাবেন কি না এ নিয়ে শুরু হয়েছে ধুয়াশা। ২০২০ সালে অর্ধশত নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলেও তাদেরকে দলে ফিরিয়ে নেয়ার ব্যাপারে দৃশ্যমান কোন পক্ষেপ নেয়া হয়নি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী।

পূর্ণাঙ্গ কমিটিতে দলের সিনিয়র ও বাদপড়া নেতাদের স্থান দেয়ার দাবী জানিয়েছেন অনেকেই। আগামি জাতীয় নির্বাচনে দলের এসব নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবেন বলে তারা মনে করছেন।

রাজনগর বিএনপির সম্মেলন প্রস্তুতি পরিদর্শন....রাত পোহালেই দীর্ঘ প্রতীক্ষিত সম্মেলন। তবে এবার ব্যতিক্রম বটে। সভাপতি, সিনিয়...
27/06/2025

রাজনগর বিএনপির সম্মেলন প্রস্তুতি পরিদর্শন....

রাত পোহালেই দীর্ঘ প্রতীক্ষিত সম্মেলন। তবে এবার ব্যতিক্রম বটে। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সম্পাদক, যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে।

তৃণমূলের নেতাকর্মীদের ভোটে এবার নির্বাচিত হবেন উপজেলা বিএনপির নেতৃত্ব।

27/06/2025

আগামিকাল শনিবার দীর্ঘ দুই দশক পর রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল

কলেজ ছাত্র মান্না পাশি উত্তরভাগ চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলার আসামী। রাজনগর থান...
16/05/2025

কলেজ ছাত্র মান্না পাশি উত্তরভাগ চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলার আসামী।

রাজনগর থানায় মামলা হলেও পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারে নি!!

16/05/2025

মৌলভীবাজারের রাজনগরে গাজাসহ একজনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ  উপ...

19/10/2024

ছিনতাইকারী ভাবলনা- আমার মুবাইলটা কতোটা গুরুত্বপূর্ণ!
ঠুস করে নিয়ে গেল.......

রাজনগরে খেলাফত মজলিসের কর্মি সম্মেলন অনুষ্ঠিত রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে খেলাফত মজলিসের কর্মি স...
26/09/2024

রাজনগরে খেলাফত মজলিসের কর্মি সম্মেলন অনুষ্ঠিত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে খেলাফত মজলিসের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় স্থানীয় কমিউনিটি সেন্টারে এ কর্মি সম্মেলনের আয়োজন করা হয়। খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ওলীদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। কর্মি সম্মেলনের পড়ধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শাহ আশিকুর রহমান, মৌলভীবাজার খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের সভাপতি আল মামুন আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে ছিলেন জেলা সহ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, রাজনগর উপজেলা যুব মজলিসের আহ্বায়ক জমসেদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ ইবাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশ কে ধ্বংসকরে চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামি সরকার এই দেশের রন্দ্রে রন্দ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। তাই বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন।

23/08/2024

রাজনগরের ময়নার দোকান মাছ ধরার সময় তিলয়ে যাওয়া হৃদয়ক এখনো পাওয়া যায়নি

রাজনগরের বন্যা দূর্গতদের ত্রাণ বিতরণ ও ডুবে যয়াওয়া খাদ্যগোদাম পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার...
23/08/2024

রাজনগরের বন্যা দূর্গতদের ত্রাণ বিতরণ ও ডুবে যয়াওয়া খাদ্যগোদাম পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার...

21/06/2024

রাজনগর উপজেলার উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অদ্য ২১ জুন ২০২৪ উত্তরভাগ ইউনিয়নের কামালপুর ইউনিয়নের কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমদ বিলালের পক্ষ থেকে ৩০০রও বেশি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়...

25/04/2024
08/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান নিজের প্রথম নির্বাচনেই ব....

Address

Prees Club, Central Road
Rajnagar
3240

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের রাজনগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের রাজনগর:

Share