
30/06/2025
দুই যুগ পর ঘটা করে বিএনপির সম্মেলন
রাজনগর বিএনপির সভাপতি সেলুন সম্পাদক আব্বাস
রাজনগর (মৌলভীবাজার):
দীর্ঘ দুই যুগ পর ঘটা করে কউন্সিল করেছে রাজনগর উপজেলা বিএনপির। বিভিন্ন সময় পূনর্গন করলেও ২০০৩ সালের পর এবার বৃহৎ আয়োজনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন করলেন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নিতাকর্মীদের মাঝে উচ্ছাস ছিল তুঙ্গে। কয়েকবার তারিখ পিছালেও ভাঠা পড়েনি নেতাকর্মীদের দৌড়ঝাপে।
মনোনীত ও ৮ ইউনিয়নের কমিটির ৫৬৮জন সদস্য ভোটরা ছিলেন। চারটি বুথে নেয়া হয় ভোট। সভাপতি পদে স্বর্বোচ্ছ ৩৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড প্রবাসী নূরুল ইসলাম সেলুন। ১৬৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক সভাপতি মো. জিতু মিয়া।
সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী। তার প্রতিদ্বন্দ্বি এনামুল হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৬টি ভোট ও মো. ফজলুল হক নিরু পেয়েছেন ৬০ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সহসভাপতি মো. কবির মিয়া। এ পদে সাবেক সভাপতি এমএ হাকিম বকস ২০৯ ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি।
সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনসুরনগর ইউনিয়নের জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনসুর তরফদার রাজিব পেয়েছেন ২০১ ভোট।
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুপক চন্দ্র দেব। ২৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন আব্দুল কাইয়ূম বকুল। নষ্ট ভোটের সংখ্যা ছিল ৫৪টি।
এদিকে দীর্ঘদিন পর উপজেলা বিএনপির কমিটি হলেও অনেক ত্যাগী নেতারা স্থান পাবেন কি না এ নিয়ে শুরু হয়েছে ধুয়াশা। ২০২০ সালে অর্ধশত নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলেও তাদেরকে দলে ফিরিয়ে নেয়ার ব্যাপারে দৃশ্যমান কোন পক্ষেপ নেয়া হয়নি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী।
পূর্ণাঙ্গ কমিটিতে দলের সিনিয়র ও বাদপড়া নেতাদের স্থান দেয়ার দাবী জানিয়েছেন অনেকেই। আগামি জাতীয় নির্বাচনে দলের এসব নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবেন বলে তারা মনে করছেন।