
13/12/2023
নগরের নতুন বই–
আলাপে আসাদ চৌধুরী
লেখক : মাহবুব মুহম্মদ
ধরন : আড্ডা-সাক্ষাৎকার
প্রকাশক : নগর
মূল্য : ২৩০
প্রকাশকাল : ডিসেম্বর ২০২৩
*
বই প্রসঙ্গে-
মাহবুব মুহম্মদের সঙ্গে আলাপচারিতায় আমরা পরিচিত হই অন্য এক আসাদ চৌধুরীর সঙ্গে। তার বৈচিত্রময় ও বিস্তৃত চিন্তার জগত পরিভ্রমণে জানতে পারি এই অঞ্চলের ভাষা-মানচিত্র ও মানুষের ইতিহাস।
সীমাবদ্ধ সময়ে অনুচ্চারিত কথাগুলোর অকপট প্রকাশে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাক্ষাৎকারটি। পক্ষ-প্রতিপক্ষ নিয়েই সময়ের দলিল হয়ে উঠেছে এই আলাপচারিতা।