Hridoye Sylhet

Hridoye Sylhet www.hridoyesylhet.com
""সত্য প্রকাশে আপোষহীন""
https://youtube.com/
(2)

কিছুক্ষণ আগে সিলেটের লালাবাজার সংলগ্ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন দপ্তরের সামনে সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কারের মধ্যে মুখো...
16/07/2025

কিছুক্ষণ আগে সিলেটের লালাবাজার সংলগ্ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন দপ্তরের সামনে সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সং*ঘ*র্ষ হয়েছে।
বিস্তারিত আসছে ----

15/07/2025

শহীদ জিয়া কে অবমাননাকারীদের কে সহজে ছেড়ে দিবে না বিএনপি ---এড এমরান আহমদ চৌধুরী।

15/07/2025

জামাত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়----!
বৃষ্টির মধ্যে সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের মিছিল ----
#সেচ্ছাসেবকদল #জামায়াত #শিবির

15/07/2025

আল্লাহ সহায়----!
গ্যাস লাইনে আ*গু*ন,বড় ধরনের বিপদ থেকে রক্ষা।
#আগুন #গ্যাস #পাইপলাইন

15/07/2025

তশিবা কে নিয়ে ক*ঠো*র সমালোচনা সিলেটি তরুণীর----!
🎯 বললেন তুমি কি নিজেকে কনকচাপা মনে করো।
#তশিবা #কানাডা

ছি\ন\তা\ই\য়ে\র অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে ফাঁ*সা*তে গিয়ে অভিযোগকারী নিজেই গ্রেফতার----বিস্তারিত দেখুন ⤵️আজ ১৪ জুলাই ২০২৫ খ্...
14/07/2025

ছি\ন\তা\ই\য়ে\র অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে ফাঁ*সা*তে গিয়ে অভিযোগকারী নিজেই গ্রেফতার----

বিস্তারিত দেখুন ⤵️

আজ ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানা এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে রিপন মিয়া (৩৩), পিতা-মৃত আব্দুল হক, মাতা-রাহেলা বেগম, স্থায়ী ঠিকানা তিমিরপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ বর্তমান ঠিকানা উত্তর জাহানপুর, শাহপরাণ (রহঃ), সিলেট ছিনতাইয়ের অভিযোগ করেন।

তিনি দাবি করেন, টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে শাহপরাণ থানার ডিউটিরত অফিসার পিএসআই মেহেদী আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। রিপনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আশপাশে অনুসন্ধান চালিয়ে একটি গ্যারেজের সামনে সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে খুঁজে পায়। অভিযোগকারী রিপন জুনেদকে দেখে আক্রমণ করে ও বেধড়ক মারধর শুরু করলে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে উভয়কে থানায় নিয়ে আসেন। অভিযোগকারী রিপন মিয়া থানায় এসে জুনেদ মিয়া, আফজল এবং আরও ২/৩ জনের বিরুদ্ধে লিখিত ছিনতাইয়ের অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগকারী রিপন মিয়ার বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, রিপন ও আফজল উক্ত স্থানে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এবং পাওনা টাকা নিয়ে হাতাহাতির একপর্যায়ে উক্ত স্থানের সিকিউরিটি গার্ড জুনেদ তাদের সেখান থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে রিপন ৯৯৯-এ মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন, কোনো ছিনতাই হয়নি এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই তিনি এই অভিযোগ করেন। পুলিশ নিশ্চিত হয় ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছিল। ফলস্বরূপ, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মা*রা গেলেন মহিলা দল নেত্রী----!   #স্লোগান  #মিছিল      বিস্তারিত ⤵️...পাবনার ঈশ্বরদীতে বি...
14/07/2025

স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মা*রা গেলেন মহিলা দল নেত্রী----!
#স্লোগান #মিছিল
বিস্তারিত ⤵️...

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।

14/07/2025

তুমি কে আমি কে রাজাকার, রাজাকার----!
ঢাকার রাজপথে আবারো সেই অ-গ্নি-ঝ-রা স্লোগান, অগ্নিকন্যাদের।
🎯 চলছে জুলাই উইমেন্স ডে উদযাপন।
#জুলাই #মিছিল #রাজাকার #স্লোগান #উইমেন্সডে

‎সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে পে/ট্রো/ল ঢেলে আ*গুন, মৃ/ত সন্তান প্রসব!! ‎‎সিলেটের কানাইঘাট উপজেলায় ‘পারিবারিক ক*লহে...
14/07/2025

‎সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে পে/ট্রো/ল ঢেলে আ*গুন, মৃ/ত সন্তান প্রসব!!

‎সিলেটের কানাইঘাট উপজেলায় ‘পারিবারিক ক*লহের জে*রে’ নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর শরীরে পে/ট্রো/ল ঢেলে আ*গুন দেওয়ার অ*ভিযোগ উঠেছে স্বামী বি*রুদ্ধে।
‎‎ঘ*টনার একদিন পর রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই নারী মৃ/ত সন্তান প্রসব করেন বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।

14/07/2025

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষ*ড়*য*ন্ত্রে*র প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর ছাত্রদলের বি-ক্ষো*ভ মিছিল..
#ছাত্রদল #বিক্ষোভ #মিছিল

🚫 রাগ খুবই মা*রা*ত্ম*ক জিনিস 🚫কুষ্টিয়া কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেল...
14/07/2025

🚫 রাগ খুবই মা*রা*ত্ম*ক জিনিস 🚫
কুষ্টিয়া কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি!
একপর্যায়ে ছেলের দিকে কাচি ছুরে মারে বাবা। মুহুর্তেই কাচিটি ছেলে মাথায় গেথে যায়। দ্রুত নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটির পর অবশেষে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো মাথা থেকে কাচি বেড় করা হয়নি, রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন এর কাচি বেড় করতে দেড় লাখ টাকা লাগতে পারে এবং ঝুঁকি রয়েছে! ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগল প্রায়! আসুন রাগকে কন্ট্রোল করতে শিখি।
ঘটনাটি ঘটেছে কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়ন এর ধলনগর গ্রামের ক্যানেল পাড়ায়।

বি:দ্র:- রাগের মাথায় কোন কিছুই ভালোনা।

13/07/2025

এখনো র*-ক্ত পড়ের, আমরা গরিব করি বিচার পাইতাম নায় নি-----!
🎯 চা দিতে দেরি হওয়ায় হোটেল শ্রমিক কে খু--ন।
#বিচার #হত্যা #চা #সিলেট #খুন

Address

Rajnagar

Alerts

Be the first to know and let us send you an email when Hridoye Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoye Sylhet:

Share