ZAKIGONJER DAK

ZAKIGONJER DAK Zakigonjer Dak Is a popular online news portal in Sylhet Division.

নিখোঁজ এর ১০ দিন পর লাশের সন্ধান মিললো ভারতে দশ দিন নিখোঁজ থাকার পর ভারত থেকে ফিরে এলো আব্দুল মালিকের (৫৫) নিথর দেহ। আর ...
20/07/2025

নিখোঁজ এর ১০ দিন পর লাশের সন্ধান মিললো ভারতে

দশ দিন নিখোঁজ থাকার পর ভারত থেকে ফিরে এলো আব্দুল মালিকের (৫৫) নিথর দেহ। আর সেই সাথে সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিরাসী বাড়িতে নেমে এলো শোকের ছায়া।

মৃত ইবরাহিম আলীর চতুর্থ সন্তান আব্দুল মালিক ছিলেন সহজ-সরল ও সদাহাস্য এক মানুষ। তাঁর নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সকল জায়গায় খোঁজ চালিয়েও পরিবারের সদস্যরা কোনো খোঁজ পাননি। একপর্যায়ে তাঁদের আশা প্রায় নিভে যেতে বসে।

ঠিক সেই সময় ভারতের আসাম রাজ্যের একটি হাসপাতালে থাকা অজ্ঞাত পরিচয়ের এক মরদেহের খবর আসে। খবর পেয়ে পরিবার নতুন করে আশা ও শঙ্কায় কেঁপে ওঠে। পরিচয় শনাক্তের পর নিশ্চিত হওয়া যায়, সেটি নিখোঁজ আব্দুল মালিকেরই মরদেহ।

ভারতের করিমগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি এবং পুলিশের আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে শনিবার (১৯ জুলাই) রাতে মরদেহটি দেশে আনা হয়। প্রিয় মানুষের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী-সন্তান ও স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে মৌলভীচক গ্রামের আকাশ-বাতাস।

প্রতিবেশীরা বলছেন, আব্দুল মালিক ছিলেন অত্যন্ত নরম স্বভাবের ও হাস্যোজ্জ্বল মানুষ। এমন করুণ বিদায় তাঁরা কল্পনাও করেননি।

শনিবার রাত ১টায় স্থানীয় হাজীগঞ্জ শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মামা মাওলানা হোসাইন আহমদ জানাজার ইমামতি করেন। গভীর রাতেও জানাজায় অংশ নিতে শত শত মানুষ উপস্থিত হন। জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।

20/07/2025

এলাকাবাসীর প্রতিরোধে দরজা ভাঙার কাটার ফেলে ডাকাতরা পালিয়েছে

#জকিগঞ্জ #ডাকাত #তাড়া #এলাকাবাসী

জকিগঞ্জের মলিক আহমদ এর লাশ দিলো ভারতীয় বিএসএফ বিগত কয়দিন আগে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে উদ্...
19/07/2025

জকিগঞ্জের মলিক আহমদ এর লাশ দিলো ভারতীয় বিএসএফ

বিগত কয়দিন আগে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে উদ্ধার হওয়া অপরিচিত মৃতদেহের পরিচয় পাওয়া গেছে।

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন এর মৌলভীরচক গ্রামের মিরাশি বাড়ীর বাসিন্দা মলিক আহমদ গত ৬ দিন আগে নিখুজ হন। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় ভারতের একটি হাসপাতালে তার মৃতদেহটি আছে। আজ শনিবার সেই মৃতদেহটিকে করিমগঞ্জ পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে বাংলাদেশের হাতে সমজে দেওয়া হয়।

তথ্যসূত্র:: করিমগঞ্জ টুডে।

19/07/2025

একাদশ শ্রেণির ভর্তিতে যে সকল সুবিধা থাকবে সিলেট উইমেন্স মডেল কলেজে

জকিগঞ্জে নেতার নির্দেশে দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে সেলাই মেশিন দিলেন রাদী জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ এলা...
18/07/2025

জকিগঞ্জে নেতার নির্দেশে দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে সেলাই মেশিন দিলেন রাদী

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ এলাকার একটি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার দিয়েছেন আশরাফুজ্জামান রাদী। শুক্রবার (১৮ জুলাই) পরিবারটির বাড়িতে গিয়ে উপহারটি পৌঁছে দেন তিনি।

আশরাফুজ্জামান রাদী জানান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর নির্দেশে সেলাই মেশিনটি প্রদান করা হয়েছে। পরিবারটি যেন এই সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারে—এটাই ছিল মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ শরিফ, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা মোস্তাক আহমদ, আবু তাহের এবং পৌর ছাত্রদল নেতা সাইফুর রহমান সান।

স্থানীয়রা বলেন, সিদ্দিকুর রহমান পাপলু সবসময় জকিগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি প্রচারবিমুখভাবে মানুষের পাশে দাঁড়ান, যা একজন সত্যিকারের জনদায়িত্বশীল নেতৃত্বের পরিচয়। অনেকেই মনে করেন, ভবিষ্যতে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে জকিগঞ্জবাসী সর্বোচ্চ উপকৃত হবে।

এই মানবিক সহায়তা এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে এবং পাপলুর নেতৃত্বে জকিগঞ্জে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে অনেকে মনে করছেন।

#জকিগঞ্জ

মাছ বিক্রি করা হলো না জকিগঞ্জের জামুল মিয়ারজকিগঞ্জের শরিফগঞ্জ পিল্লাকান্দী গ্রামের মৎস্য  ব্যবসায়ী জামুল মিয়া  (৫০) শুক...
18/07/2025

মাছ বিক্রি করা হলো না জকিগঞ্জের জামুল মিয়ার

জকিগঞ্জের শরিফগঞ্জ পিল্লাকান্দী গ্রামের মৎস্য ব্যবসায়ী জামুল মিয়া (৫০) শুক্রবার বিকালে বাঘপাড়ার একটি পিসারী থেকে মাছ কিনে বাবুর বাজার মাছ বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যানা জায় শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় বাবুর বাজার মাছ বিক্রি করতে যাওয়ার পথে সুলতানপুর ইউনিয়ন এর সামনের যাত্রী ছাওনির পাশে টমটম গাড়ির সামনে একটি মহিষ সামনে এসে পড়লে মহিষ কে বাচাতে গিয়ে টমটম গাড়িটি উলটে যায় এতে ঘটনা স্থলে গাড়িতে থাকা ৩ জন আহত হন। আহতদেরকে তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালে নেওয়ার পর জামলু মিয়া ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা শনিবার সকাল ১১টায় বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আজ ১৮ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ দিন মেয়াদে ১ জিবি ডাটা সবাইকে ফ্রি দিচ্ছে সকল অপারেটর  #জকিগঞ্জ  #জুলাই  #গণঅভ্যুত্থান...
18/07/2025

আজ ১৮ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ দিন মেয়াদে ১ জিবি ডাটা সবাইকে ফ্রি দিচ্ছে সকল অপারেটর

#জকিগঞ্জ #জুলাই #গণঅভ্যুত্থান #এমবি #ফ্রি

এবার সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনে মাওলানা রেজাউল করিম কে বাংলাদেশ খেলাফত মজলিসের  প্রার্থী ঘোষণা
17/07/2025

এবার সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনে মাওলানা রেজাউল করিম কে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

17/07/2025

জকিগঞ্জে জামায়াতের বড় শোডাউন

#জকিগঞ্জ #জামায়াত #জামাতশিবির #সমাবেশ #শোডাউন

17/07/2025

ঢাকায় সমাবেশ এর প্রচারণায় জকিগঞ্জে জামায়াতের মিছিল অনুষ্ঠিত

16/07/2025

চারখাই গ্রিডের মেইনলাইনে ফল্ড থাকার কারনে ৪ ঘন্টা থেকে বিদ্যুৎ নেই জকিগঞ্জে। বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম। কখন বিদ্যুৎ আসবে নেই কোন সদ্বোত্তর।

16/07/2025

জকিগঞ্জে তাৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

#জকিগঞ্জ #বৈষম্য #ছাত্র #আন্দোলন #বিক্ষোভ

Address

Rajnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZAKIGONJER DAK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share