রাজৈর বাসী।

রাজৈর বাসী। আল্লাহ সর্বশক্তিমান।

ঢাকা মেডিকেল মর্গে মাদারীপুরের একটি অজ্ঞাত নারীর মরদেহ ❗ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি নারীর মরদেহ রাখা আছে। তা...
21/06/2025

ঢাকা মেডিকেল মর্গে মাদারীপুরের একটি অজ্ঞাত নারীর মরদেহ ❗

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি নারীর মরদেহ রাখা আছে। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) থেকে নিম্নোক্ত ঠিকানাটি পাওয়া গেছে:

👉 নাম: রোজিনা আক্তার
👉 পিতার নাম: ইচকান সেখ
👉 মাতার নাম: মহর
👉 স্বামীর নাম: নজরুল মিয়া
👉 জেলা: মাদারীপুর
👉 উপজেলা: রাজৈর
👉 ইউনিয়ন: ইশিবপুর
👉 মৌজা: উত্তর গোয়ালদী

মাদারীপুর জেলার কেউ যদি এই নারী বা তার পরিবারের খোঁজ জানেন, ঠিকানাটি চিনে থাকেন কিংবা যোগাযোগ করতে পারেন—তবে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন।

একটি পরিবার তাদের প্রিয়জনকে চিনে পাওয়ার সুযোগ পেতে পারে—আপনার একটি তথ্য অনেক মূল্যবান হতে পারে।

📞 যোগাযোগের জন্য ইনবক্স করুন অথবা মন্তব্য করুন।

#ঢাকামেডিকেল #মর্গে_মরদেহ #ঠিকানারসন্ধান #মাদারীপুর #রাজৈর #ইশিবপুর #উত্তরগোয়ালদী #মানবিকআহ্বান #সাহায্যচাই #পরিচয়প্রয়োজন

আলহামদুলিল্লাহ, লিবিয়ার সাগরে কবিরাজপুরের ৯জন সহ মাদারীপুরের মোট নি'খোঁজ হওয়া ৩৪জন বেচে আছে (মাল্টায়)Copy post
18/06/2025

আলহামদুলিল্লাহ, লিবিয়ার সাগরে কবিরাজপুরের ৯জন সহ মাদারীপুরের মোট নি'খোঁজ হওয়া ৩৪জন বেচে আছে (মাল্টায়)
Copy post

লিবিয়ার ভূমসাগরে ভয়াবহ নৌকাডুবে মাদারীপুরের কবিরাজপুর এলাকার ৯ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায় দুট...
18/06/2025

লিবিয়ার ভূমসাগরে ভয়াবহ নৌকাডুবে মাদারীপুরের কবিরাজপুর এলাকার ৯ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় দুটি বোডে থাকা মোট ৮০ জন যাত্রীর মধ্যে মাত্র ৪ জনের খোঁজ পাওয়া গেছে, বাকি ৭৬ জনই নিখোঁজ রয়েছে।

গ্রাম উত্তর গোয়ালদী ইউনিয়ন ইশিবপুর থানা রাজৈর জেলা মাদারীপুর নাম মোহাম্মদ শাহজাহান মুন্সী ঈদের দিন রাত্রে ইন্তেকাল করে...
09/06/2025

গ্রাম উত্তর গোয়ালদী ইউনিয়ন ইশিবপুর থানা রাজৈর জেলা মাদারীপুর নাম মোহাম্মদ শাহজাহান মুন্সী ঈদের দিন রাত্রে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ঢাকা টু খুলনা মহাসড়কে শিবরামপুর  বাসের ধাক্কায় এই ছেলেটা  গুরুতর আহত হলে পথচারীরা তাকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে...
05/06/2025

ঢাকা টু খুলনা মহাসড়কে শিবরামপুর বাসের ধাক্কায় এই ছেলেটা গুরুতর আহত হলে পথচারীরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে কিন্তু আজ চিকিৎসাধীন অবস্থায় ছেলেটা মা/রা যায়। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে । তাহার পরিচয় পাওয়া যায়নি। পোষ্ট টি শেয়ার করে তাহার পরিজনের নিকট পৌছে দিন।
#শেয়ার করুন।

 #শেয়ার করে অজ্ঞান লোকটিকে পরিজনের কাছে পৌঁছাতে সাহায্য করুন,,, #টেকেরহাট টু ফরিদপুর লোকাল বাসে এই ব্যাক্তি মলম পার্টির ...
04/06/2025

#শেয়ার করে অজ্ঞান লোকটিকে পরিজনের কাছে পৌঁছাতে সাহায্য করুন,,,
#টেকেরহাট টু ফরিদপুর লোকাল বাসে এই ব্যাক্তি মলম পার্টির খপ্পরে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ'জ্ঞান অবস্থায় আছে । মেডিসিন ওয়ার্ডের ২য় তলায় ভর্তি আছে এখনো তাহার পরিচয় পাওয়া যায়নি। পোষ্ট টি শেয়ার করে তাহার পরিজনের নিকট পৌঁছাতে সাহায্য করুন,,,

একসাথে তিন বান্ধবী নিখোঁজ।শিবচরের কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী নিখোঁজ। সকালে বাড়ি থেকে স্কুল ড্...
18/05/2025

একসাথে তিন বান্ধবী নিখোঁজ।
শিবচরের কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী নিখোঁজ। সকালে বাড়ি থেকে স্কুল ড্রেস পরে বের হয়েছিল কিন্তু শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত তারা বাড়ি ফিরে আসে নি।

🇮🇹 ইতালি প্রবাসী বাংলাদেশিদের অনেকদিনের দাবি জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করার সুযোগ এসেছে। বাংলাদেশ দূতাবাস রোম ইতা...
16/05/2025

🇮🇹 ইতালি প্রবাসী বাংলাদেশিদের অনেকদিনের দাবি জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করার সুযোগ এসেছে।
বাংলাদেশ দূতাবাস রোম ইতালি গতকাল ১৫ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী একটি ঘোষণায় জানিয়ে দিয়েছেন যাদের জাতীয় পরিচয়পত্র (NID) নেই, তারা শুধুমাত্র জন্মনিবন্ধন ব্যবহার করেই পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী সংশোধনযোগ্য তথ্য:
#নিজের_নাম
#পিতার_নাম
#মাতার_নাম
#জন্মতারিখ (সর্বোচ্চ ৮ বছরের মধ্যে পরিবর্তনযোগ্য)
তবে এই সুযোগ ৩০ জুন ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এই সুযোগ নিতে হলে আবেদনকারীর অবশ্যই বৈধ বিদেশি আইডি থাকতে হবে, যেমন: ইতালির পেরমেসসো দি সজোর্ণ (Permesso di Soggiorno) অথবা কার্তা দি ইদেন্তিতা (Carta d'identita)
শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে!

মাদারীপুরে বজ্রপাতে ২ শ্রমিক নিহতবৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন...
15/05/2025

মাদারীপুরে বজ্রপাতে ২ শ্রমিক নিহত
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫)। তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অপরজন হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন।

একটি হারানো বিজ্ঞপ্তি, রাজৈর গোপালগঞ্জ নিবাসী অফিজল ফকির এর ছোট ছেলে রায়হান ফকির কে, রাজৈর গোপালগঞ্জ মাদরাসায়ে আসহাবে সু...
14/05/2025

একটি হারানো বিজ্ঞপ্তি,
রাজৈর গোপালগঞ্জ নিবাসী অফিজল ফকির এর ছোট ছেলে রায়হান ফকির কে, রাজৈর গোপালগঞ্জ মাদরাসায়ে আসহাবে সুফফা থেকে পাওয়া যাচ্ছে না...যদি কেউ তাকে দেখে থাকেন, বা খোঁজ পেয়ে থাকেন তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন!

ঠিকানা: রাজৈর, গোপালগঞ্জ..
নাম্বার : 01818195906..

Address

Rajoir

Telephone

+393509443151

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজৈর বাসী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share