Suraj sk

Suraj sk हैलो दोस्तो....

हमारा वीडियो अच्छा लगे तो लाइक कमेंट ,शेयर करें । और फोलो करना ना भूलें ..
(2)

01/09/2025

🚫 *সতর্ক থাকুন! এটা সম্পূর্ণ ভুয়া (Fake) অফার!* 🚫

❌❌❌❌❌❌❌
অনেকেই দেখছেন যে “ *5000* takas *ঈদে-মিলাদুন্নবী* উদযাপন উপহার” নামে বিভিন্ন লিংক শেয়ার করা হচ্ছে।
👉 এগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক ওয়েবসাইট।
👉 এমন লিংকে গেলে আপনার ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর বা ব্যাংক সংক্রান্ত তথ্য চুরি হয়ে যেতে পারে।
👉 *কেউই আসলেই আপনাকে 5000 টাকা দিবে না।*

✅ তাই দয়া করে এসব লিংকে প্রবেশ করবেন না।
✅ শেয়ার করবেন না এবং অন্যদেরকেও সতর্ক করুন।
✅ প্রতারণার শিকার না হয়ে সত্যিকার খুশি উদযাপন করুন ইসলামি ভাবগাম্ভীর্যের সাথে।

আসল ঈদে মিলাদুন্নবীর খুশি হলো রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ মেনে চলা ও দরুদ পাঠ করা — ভুয়া টাকা অফারের পেছনে দৌড়ানো নয়।

27/08/2025

Jasne Eid Miladun Nabi fans Asif Sk

21/08/2025

হটাত করে সবার ফোনের ডাইলপাড় চেঞ্জ হয়ে গেলো 😂😂😂

Emni....🥰🥰
04/08/2025

Emni....🥰🥰

28/07/2025

আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

10/05/2025

বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না।

27/04/2025

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় কামবেক হচ্ছে, মন খারাপের পর নিজেকে নিজে আবার খুশি করা।🌸🖤

26/04/2025

মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই। সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়।

23/04/2025

সব গুণ সবার মধ্যে থাকে না
কেউ সুন্দর আবার কেও বিশ্বস্ত "
🖤

22/04/2025

পৃথিবীর কি অদ্ভুত নিয়ম..!
যে অল্পে খুশি, সে অল্পটুকুও পাই না 💔

20/04/2025

কে বলেছে move on করা যায় না, জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তন কেন পুরো অতীত টাকেই ভুলে যাওয়া যায়!❤️

Address

Mothabari, Malda Station Road
Rajshahi Division
732207

Telephone

+919064114091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suraj sk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suraj sk:

Share