Sumu's creation

Sumu's creation Assalamualaikum ��

17/06/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

22/05/2025

আগে খেতো এখন খাওয়া ভুলে গেছে🫡🤣

ছোটোবেলায় আলাদা করে কখনও ঘুমানোর দোয়া/ঘুমানোর সময় অন্যান্য যেসব সূরা পরে  মানুষ ঘুমায় সেগুলো শিখতে হয়নি। কারন আমার দাদী ...
08/05/2025

ছোটোবেলায় আলাদা করে কখনও ঘুমানোর দোয়া/ঘুমানোর সময় অন্যান্য যেসব সূরা পরে মানুষ ঘুমায় সেগুলো শিখতে হয়নি। কারন আমার দাদী ছিলো। প্রতিদিন এইসব দোয়া পড়ে ঘুমাতো আর সেটা শব্দ করে পড়তো।আমার / আমার ভাই বোনদের সবার সেভাবেই মুখস্থ হইছে। এখন আমি প্রতিদিন ওইগুলা পড়ার সময় দাদী(বুয়া) কে মিস করি খুব। এইসব সূরা পড়ার সাথে সাথে আরও একটা জিনিস ও সে বলতো'"কেমনে থাকমু ওই অন্ধকার কবরে"। কবরকে খুবই ভয় পেতো।আর আমি ভয় পেতাম তাকে হারানোর।অথচ তার কবরে যাওয়ার ৩ বছর হতে চললো। এখন কিভাবে থাকে বুয়া? আমি গিয়ে যদি কবরের পাশে কথা বলি সে কি শুনতে পাবে?! যখন বুয়ার জ্বর আসতো /অন্যান্য অসুস্থতা হতো রাতে সে আমার কোলের মধ্যে থাকতে চাইতো। বলতো" আমারে একটু জড়াইয়া ধর দাদো হেলে আমার শীত কম লাগে""। গোসলের টাইমে ডাক দিতো "দাদো আয় একটু গোসল করাইয়া দে " কত সুন্দর গোসল করাইয়া দিতাম। এখন কে গোসল করায় তোমারে বুয়া? আমি তোমার লগে অনেক সময় অনেক রাগ করছি। তুমি আরেকবার আইতে পারো না? আমি তোমারে অনেক ভালোপামু।আও বুয়া।কতদিন তোমার কবরের কাছে যাইতে পারি না। বুয়া আমার দোষ না আমি যাইতে চাই কিন্তু একটা সমস্যার কারনে পারি না। তুমি কি প্রজাপতি হয়ে আসো আমার কাছে? আমি শুনছি মরার পর নাকি মৃত মানুষের পরান আসে কাছের মানুষগো দেখতে। তুমি কি আসো আমাগো দেখতে? জানো প্রজাপতি দেখলেই মনে হয় এই আমার বুয়া 😊

07/05/2025

আম চুরি করে বাচ্চাদের সাথে খেলাম🫡🫤

প্রথম সন্তান মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়া ভালো। এটা আমি এখন মনে প্রানে বিশ্বাস করি।কারন আমি পরিবারের বড় সন্তান। আমি মেয়ে। জ...
06/05/2025

প্রথম সন্তান মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়া ভালো। এটা আমি এখন মনে প্রানে বিশ্বাস করি।কারন আমি পরিবারের বড় সন্তান। আমি মেয়ে। জন্মের পর আসে পাশে টুকটাক অনেক শুনছি মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়া ভালো। কিন্তু আমার আব্বু বলতো,, আল্লাহ র অনেক বড় একটা নেয়ামত মেয়ে। আল্লাহ যার উপর বেশি খুশি হয় তাকে প্রথম কন্যা সন্তান দেয়;।আব্বু র এসব কথা শুনলে অনেক খুশি হতাম। আর সেই মেয়েই কিনা এখন মেয়ে হয়ে কষ্ট পায়।কারন আব্বুর অবস্থা এখন খুবই খারাপ। নতুন বাসা করলো আর তা করতে অনেক ধার দেনা হয়েছে। সেটা নিয়ে মানুষের কত কথা। কত টেনশন নিচ্ছে আব্বু আম্মু। আর আমি এদিকে তাদের জন্য কিছুই করতে পারছি না। এই বয়সি একটা ছেলে থাকলে কত ভালো হতো। আমি চাই আমার পরিবারের মানুষ গুলোকে হাসিখুশি, টেনশন ফ্রী থাকুক।আল্লাহ কবে মুখ তুলে তাকাবে?! আল্লাহহ আমাকে কিছু করার তৌফিক দিক।❤️🌼

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্ব...
02/05/2025

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।
ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্বামীর অধিকার।
কেউ কারোটা দেখি না! এভাবেই চলছে সংসার..

11/04/2025

চাচা হেনা কোথায়?🤣🤣

একমাত্র ফুলের সৌন্দর্য, যা আমাকে বারবার  প্রকৃতির কাছে নিয়ে যেতে বাধ্য করে!Good Morning ❤️😊
10/04/2025

একমাত্র ফুলের সৌন্দর্য, যা আমাকে বারবার প্রকৃতির কাছে নিয়ে যেতে বাধ্য করে!
Good Morning ❤️😊

পরিবারেরর যেকোনো কারো কাছেই বাচ্চাকে রাখতে দিলে। আর যখন রাখতে ইচ্ছে না করে  সবার এক বাক্য"বাবু কান্না করে ওর মনে হয় খুদা...
10/04/2025

পরিবারেরর যেকোনো কারো কাছেই বাচ্চাকে রাখতে দিলে। আর যখন রাখতে ইচ্ছে না করে সবার এক বাক্য"বাবু কান্না করে ওর মনে হয় খুদা পাইছে"😁🥴

এখনও সূর্যমুখীর সাথে ছবি তোলোনি কে কে?😜
10/04/2025

এখনও সূর্যমুখীর সাথে ছবি তোলোনি কে কে?😜

Address

Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Sumu's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumu's creation:

Share

Category