17/06/2025
কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।
এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।
শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"