Sumu's creation

Sumu's creation Assalamualaikum ��

আমার AI লাগেনা আমার এমনিতেই একটা জীবন্ত পুতুল আছে।মাশাআল্লাহ ❤️🫶
27/07/2025

আমার AI লাগেনা আমার এমনিতেই একটা জীবন্ত পুতুল আছে।মাশাআল্লাহ ❤️🫶

১.সন্তানকে পাওয়া যাচ্ছিলো না। তাকে খুঁজতে এসে মা মারা যান। ২. এক মা তার দুই সন্তানের মধ্যে মেয়েকে খুঁজে পান।ছেলেকে পাননি...
21/07/2025

১.সন্তানকে পাওয়া যাচ্ছিলো না। তাকে খুঁজতে এসে মা মারা যান।

২. এক মা তার দুই সন্তানের মধ্যে মেয়েকে খুঁজে পান।ছেলেকে পাননি। ( এখন পেয়েছেন কিনা সেই আপডেট জানা যায় নাই)

৩. একই পরিবারের তিন সন্তান নিহত। তাদের জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে।

৪.এখনও নিজের সন্তানের সন্ধান না পেয়ে মেডিকেল মর্গে খোঁজ নিচ্ছে বহু পরিবার।

৫.এক মা সংবাদ মাধ্যমের সামনে বলেন, তিনি তার সন্তানকে খুঁজতে এসে দেখেন তার সামনে একটা দেহ রাখা হইছে যেটা পুঁড়ে প্লাস্টিকের মতো হয়ে গেছে। দেখে বোঝা সম্ভব না এটা কার সন্তান!

৬. এক শিক্ষিকা বাচ্চাদের বাঁচাতে গিয়ে প্রথমে গুরুতর আহত হন। তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন।

৭. দূর্ঘটনার পর সাহায্যকারীরা সাহায্য নিয়ে আসলে সেনাবাহিনী তাদের কাছ থেকে হতাহতের সংখ্যা লুকায়। এবং তাদের মেরে রক্তাক্ত করে।

৮.মিডিয়া কোনো সঠিক তথ্য প্রচার করছে না।

৯.লাশ নিয়ে ব্যাপক রাজনীতি হচ্ছে।

১০.যারা বেঁচে গেলো তারা আজন্ম ট্রমাটাইজড হয়ে থাকবে।

১১.কাল এইচএসসি পরীক্ষা আছে। দেশে এতো বড় একটা দূর্ঘটনা ঘটার পরও বোর্ড কতৃপক্ষ এখনো কোনো নোটিশ প্রকাশ করে নি।হয়তো চায় শিক্ষার্থীরা এই মানসিক অবস্থা নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করুক।

১২. নিউজে দেখাচ্ছে, ডাক্তার এসে জানাচ্ছেন যাদেরকেই আনা হচ্ছে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম।

১৩.এক এইচএসসি পরীক্ষার্থীর মা ঘটনাস্থলে মারা গেছেন। যেহেতু এইচএসসি পরীক্ষা স্থগীত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই শিক্ষার্থী মায়ের জানাযায় শরীক হবে নাকি পরীক্ষায় বসবে সে জানে না।

আপাতত এই হচ্ছে অবস্থা!

21/07/2025

ব্লাড লাগলে এই নাম্বার গুলোতে ফোন দেন
O+ Blood List

1. Tanvir Ahmed
01631665655
63/West Rayerbag, Shonir Akhra, Jatrabari-1362
blood group- O+

2. Salman Talukder
01994079475
South jatrabari
Blood group- O+

3. Mohammad Shabid Hossain
01983487885
Bangshal, Dhaka
Blood group- O+

4. Mohammad Habibur Rahman
01642420346
Mitford Dhaka 1100
Blood group- O+

5. Sumit sarkar
01711106763
322/E,East Rampura, Dhaka
Blood group-O+

6. Name: Dibbo Biswas
Number: 01712258702
Address: 31/4, Banasree, Rampura, Dhaka
Blood Group: O+

7. Name: Gazi Md Ashikul Islam
Birth Date: 11-02-2001
Phone No: 01571328328
Address: Narayanganj
Blood Group: O+

8. Name:-Snigdha
DOB:-23 September 2003
Location :-bashabo dhaka
Phone number :-
Blood group:-O+

9. Name:- Rafsan
Location:- Banasree, Rampura, Dhaka
Phone number:- 01767705457
Blood group:- O+

10. Name : Nabil Alam Khan Ratul
Phone Number:01787553604
Location: Mogda Dhaka
Blood group:- O+

11. Name:- Rafiu Khan Srabon
Location:- Purana Paltan Line
Phone number:- 01609798118
Blood group:- O positive

12. Name: protiva parvez
Birth date: 3/1/2002
Phone: 01992182162
Address: 73/1, siddeswari circular road, Dhaka
Blood group: O+

13. Nafis Ahnaf
Address: Dhaka,Mohammadpur
01704091234
Blood Group : O+

বড়োলোকি খাবার খাওয়ার ফল😜
19/07/2025

বড়োলোকি খাবার খাওয়ার ফল😜

17/06/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

22/05/2025

আগে খেতো এখন খাওয়া ভুলে গেছে🫡🤣

ছোটোবেলায় আলাদা করে কখনও ঘুমানোর দোয়া/ঘুমানোর সময় অন্যান্য যেসব সূরা পরে  মানুষ ঘুমায় সেগুলো শিখতে হয়নি। কারন আমার দাদী ...
08/05/2025

ছোটোবেলায় আলাদা করে কখনও ঘুমানোর দোয়া/ঘুমানোর সময় অন্যান্য যেসব সূরা পরে মানুষ ঘুমায় সেগুলো শিখতে হয়নি। কারন আমার দাদী ছিলো। প্রতিদিন এইসব দোয়া পড়ে ঘুমাতো আর সেটা শব্দ করে পড়তো।আমার / আমার ভাই বোনদের সবার সেভাবেই মুখস্থ হইছে। এখন আমি প্রতিদিন ওইগুলা পড়ার সময় দাদী(বুয়া) কে মিস করি খুব। এইসব সূরা পড়ার সাথে সাথে আরও একটা জিনিস ও সে বলতো'"কেমনে থাকমু ওই অন্ধকার কবরে"। কবরকে খুবই ভয় পেতো।আর আমি ভয় পেতাম তাকে হারানোর।অথচ তার কবরে যাওয়ার ৩ বছর হতে চললো। এখন কিভাবে থাকে বুয়া? আমি গিয়ে যদি কবরের পাশে কথা বলি সে কি শুনতে পাবে?! যখন বুয়ার জ্বর আসতো /অন্যান্য অসুস্থতা হতো রাতে সে আমার কোলের মধ্যে থাকতে চাইতো। বলতো" আমারে একটু জড়াইয়া ধর দাদো হেলে আমার শীত কম লাগে""। গোসলের টাইমে ডাক দিতো "দাদো আয় একটু গোসল করাইয়া দে " কত সুন্দর গোসল করাইয়া দিতাম। এখন কে গোসল করায় তোমারে বুয়া? আমি তোমার লগে অনেক সময় অনেক রাগ করছি। তুমি আরেকবার আইতে পারো না? আমি তোমারে অনেক ভালোপামু।আও বুয়া।কতদিন তোমার কবরের কাছে যাইতে পারি না। বুয়া আমার দোষ না আমি যাইতে চাই কিন্তু একটা সমস্যার কারনে পারি না। তুমি কি প্রজাপতি হয়ে আসো আমার কাছে? আমি শুনছি মরার পর নাকি মৃত মানুষের পরান আসে কাছের মানুষগো দেখতে। তুমি কি আসো আমাগো দেখতে? জানো প্রজাপতি দেখলেই মনে হয় এই আমার বুয়া 😊

07/05/2025

আম চুরি করে বাচ্চাদের সাথে খেলাম🫡🫤

প্রথম সন্তান মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়া ভালো। এটা আমি এখন মনে প্রানে বিশ্বাস করি।কারন আমি পরিবারের বড় সন্তান। আমি মেয়ে। জ...
06/05/2025

প্রথম সন্তান মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়া ভালো। এটা আমি এখন মনে প্রানে বিশ্বাস করি।কারন আমি পরিবারের বড় সন্তান। আমি মেয়ে। জন্মের পর আসে পাশে টুকটাক অনেক শুনছি মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়া ভালো। কিন্তু আমার আব্বু বলতো,, আল্লাহ র অনেক বড় একটা নেয়ামত মেয়ে। আল্লাহ যার উপর বেশি খুশি হয় তাকে প্রথম কন্যা সন্তান দেয়;।আব্বু র এসব কথা শুনলে অনেক খুশি হতাম। আর সেই মেয়েই কিনা এখন মেয়ে হয়ে কষ্ট পায়।কারন আব্বুর অবস্থা এখন খুবই খারাপ। নতুন বাসা করলো আর তা করতে অনেক ধার দেনা হয়েছে। সেটা নিয়ে মানুষের কত কথা। কত টেনশন নিচ্ছে আব্বু আম্মু। আর আমি এদিকে তাদের জন্য কিছুই করতে পারছি না। এই বয়সি একটা ছেলে থাকলে কত ভালো হতো। আমি চাই আমার পরিবারের মানুষ গুলোকে হাসিখুশি, টেনশন ফ্রী থাকুক।আল্লাহ কবে মুখ তুলে তাকাবে?! আল্লাহহ আমাকে কিছু করার তৌফিক দিক।❤️🌼

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্ব...
02/05/2025

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।
ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্বামীর অধিকার।
কেউ কারোটা দেখি না! এভাবেই চলছে সংসার..

Address

Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Sumu's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumu's creation:

Share

Category