Hefazate İslam Bangladesh

Hefazate İslam Bangladesh হেফাজতে ইসলাম বাংলাদেশ

27/01/2025

কষ্টের মধ্যেও মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অভ্যর্থনা অনুষ্ঠানে যাওয়া যে বাংলাদেশ প্রেমিক যে কারো জন্য লজ্জার বিষয় এটা ভারতীয় হাইকমিশনসহ যারা গেছে সবাই বুঝছে। জেনে বুঝেও গেছে।

জাতীয় পার্টির জিএম কাদের আর রুহুল আমীন হাওলাদার কিংবা শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির আমীর খসরু, রুমিন ফারহানা, মঈন খান বা গণ অধিকার পরিষদের নুরুল হক নুর- যারা গেছে তাদের একজনও নিজেদের সোশ্যাল মিডিয়ায় এটা শেয়ার করে নি। একদম চুপ। বিএনপির অফিসিয়াল পেইজগুলোতেও এটা নিয়ে কোন সংবাদ নেই। এমনকি ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেইজেও শুধুমাত্র মঞ্চে ওয়াহিদ উদ্দিন মাহমুদের একটা ছবি শেয়ার করেছে। বাকি অতিথিদের ছবিতো দূরের কথা নাম পর্যন্ত প্রকাশ করে নি। পেছন থেকে এমন একটা ছবি শেয়ার করেছে যাতে অতিথিদের চেহারা বুঝা না যায়, অর্থাৎ আমন্ত্রিত অতিথিদের লুকানোর একটা স্পষ্ট বন্দোবস্ত করা হয়েছিলো।

আমার দেশ পত্রিকায় না ছাপলে হয়তো দিল্লীর এই দালালদের নাম আমরা জানতেও পারতাম না। অভ্যর্থনা অনুষ্ঠানের একদিন পরেও দিল্লীপন্থী প্রথম আলো বা ডেইলি স্টারের অনলাইন পোর্টালে পর্যন্ত এ সংক্রান্ত কোনো নিউজ নেই।

এই যে দিল্লীর দাসত্ব করতে হলে চুপিসারে করতে হচ্ছে, এটাও ছাত্র-জনতার একধরনের বিজয়। ভারতের নির্লজ্জ সেবাদাসীদের হাত থেকে আমরা যদি লজ্জাশীল দাসদের হাতে পড়ি, সেটাও তো একটা অর্জন!

04/11/2024

৫ আগস্ট আন্দোলন ছিল দেশ বাঁচাতে।
৫ নভেম্বর আন্দোলন হবে ঈমান বাঁচাতে।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপিত ৫ দফা দাবি। এই ন্যায্য দাবিগুলো আমরা সর্বত্র ছড়িয়ে দিই। আগামীর জুমুআর খুতুবায় দেশবাসীর সা...
02/10/2024

আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপিত ৫ দফা দাবি।
এই ন্যায্য দাবিগুলো আমরা সর্বত্র ছড়িয়ে দিই। আগামীর জুমুআর খুতুবায় দেশবাসীর সামনে তুলে ধরি ইনশাআল্লাহ।

টিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজতে ইসলাম বাংলাদেশ হোমরাজনীতিটিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজতবাংলা ট্রিবিউন রিপোর্ট  ০১ অক্ট...
01/10/2024

টিআইবির ভাষা ফ্যাসিবাদী:
হেফাজতে ইসলাম বাংলাদেশ

হোমরাজনীতি
টিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজত
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৭:১০

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো

পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিবৃতিতে তারা বলেন, ইসলামি জনমতকে ‘মৌলবাদ’ বলা ফ্যাসিবাদী আচরণ বৈ কিছু নয়। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে, তারা ইসলামি জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তাদের বক্তব্যে উগ্র সেক্যুলার ফ্যাসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলেও আমরা তা দেখেছি। ওয়ার অন টেরর-এর ইসলামবিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনও তারা বের হতে পারেননি। আমরা কিন্তু ভুলে যাইনি, সাম্রাজ্যবাদের দালালিস্বরূপ শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের ওপর সওয়ার হয়ে তারাই একসময় আলেম সমাজ ও ইসলামপন্থিদের দমন-পীড়নের মন্ত্রণা দিতো।
যেখানে হাসিনার শাসনামলজুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামায়ে কেরাম সর্বোচ্চ সোচ্চার ছিলেন, সেখানে নতুন বাংলাদেশে শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনও আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য। কিন্তু তা নিয়ে সেক্যুলারদের কোনও আলাপ বা প্রশ্ন নেই।

সেক্যুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবিসহ কিছু এনজিও এ দেশে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, বলেন হেফাজতের দুই নেতা।

তারা আরও বলেন, এ দেশে পশ্চিমা প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের ফান্ড পেয়ে থাকে। সে কারণে বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ ঢুকিয়ে জাতীয় পাঠ্যপুস্তক দূষিত করতে তৎপর। কিন্তু এক্ষেত্রে ইসলামি জনমত তাদের জন্য বড় বাধা।

❝ ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস আমরা মানিনা এবং তা বাস্তবায়ন করতেও দিবোনা ইনশাআল্লাহ ❞➡️ আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বু...
13/02/2024

❝ ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস আমরা মানিনা এবং তা বাস্তবায়ন করতেও দিবোনা ইনশাআল্লাহ ❞
➡️ আমীরে হেফাজত
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিযাহুল্লাহ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংবাদ সম্মেলন চলছে।
13/02/2024

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংবাদ সম্মেলন চলছে।

08/02/2024

সংগ্রামী সালাম!
যাত্রাবাড়ির সংগ্রামী ছাত্র ভাইদের।

04/02/2024

বিশেষ ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামীকালের সংবাদ সম্মেলনটি আগামী ১৩ ফেব্রুয়ারি'২৪ অনুষ্ঠিত হবে।

আগামীকাল (৫ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী ও ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণবশত হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই সংবাদ সম্মেলন আজ পিছানো হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি'২৪, মঙ্গলবার, বেলা ১১ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
মুফতী কিফায়াতুল্লাহ আজহারী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ

সব রাজনৈতিক দলের চাটুকদার কিন্তু সব জাগায় লাঞ্ছিত অপমানিত অনেকে সাদ গ্রুপে ডুকেছে কারন ওখানে ধান্দা ভাল ৷
04/02/2024

সব রাজনৈতিক দলের চাটুকদার কিন্তু সব জাগায় লাঞ্ছিত অপমানিত অনেকে সাদ গ্রুপে ডুকেছে কারন ওখানে ধান্দা ভাল ৷

03/02/2024

–তুমি হকের সিংহ হতে না পারলেও

~অন্তত বাতিলের কুকুর হয়ো না!!

03/02/2024

আহ্! কিছু কু*চ*ক্রী মহলের কারণে আবারো কারাবন্দী হিসেবেই রয়ে গেলেন মুহতারাম জসিম উদ্দীন রা*হ*মা*নী!

লোকে লোকারণ্য বিশ্ব ইজতেমা ২০২৪ আমরা আছি আপনিও আসুন৷
03/02/2024

লোকে লোকারণ্য বিশ্ব ইজতেমা ২০২৪
আমরা আছি আপনিও আসুন৷

Address

Rajshahi Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hefazate İslam Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share