Al-Huda আলহামদুলিল্লাহ

14/06/2025

রিজিক নষ্টের জাদুতে আক্রান্তদের-অতিরিক্ত অলসতা,কর্মের সময় ঘুম আসা,পারিবারিক অশান্তি,ইবাদতে অনিহার লক্ষ্মণ প্রকাশ পায়।

বিবাহ বন্ধকরে রাখার যাদুর লক্ষণসমূহ⚠️১ কোনো কারণ ছাড়াই প্রায় ঠান্ডা সর্দি অসুস্থতা লেগে থাকা।শরীরের তাপমাত্রার স্বাভাবিক...
11/06/2025

বিবাহ বন্ধকরে রাখার যাদুর লক্ষণসমূহ⚠️

১ কোনো কারণ ছাড়াই প্রায় ঠান্ডা সর্দি অসুস্থতা লেগে থাকা।শরীরের তাপমাত্রার স্বাভাবিক থাকার পরেও জ্বর জ্বর ভাব থাকা কিন্তু ডাক্তারের কাছে গেলে জ্বর ধরা না পরা

২ মানুষিক অস্থিরতা, বুকের মাঝে এক ধরণের সংকীর্ণ ভাব তৈরি হওয়া, বিশেষত আসর এবং মাগরীবের পরে এবং এটি মধ্যরাত পর্যন্ত স্থায়ী হওয়া।

৩। প্রায়ই পেটে ব্যথা অনুভব করা বিশেষ করে নাভির চারপাশে, এবং পেটের ভেতর গর্জন করা, পেটের ভেতরে বলের মতো কিছু নড়াচড়া করা ।

৪। ঘুমের মধ্যে প্রায়ই ভয় পাওয়া,ঘুমোতে না পারা,ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করা, কোন কারণ ছাড়া রাতে বার বার ঘুম ভেঙ্গে যাওয়া।

৫। ঘুম থেকে ওঠার পরেও দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হওয়া।সারারাত ঘুমিয়ে সকালে উঠে মনে হচ্ছে রাতে ঘুমাইনি।

৬। যত ভালো প্রস্তাবই হোক, কোনোটাই মনমতো না হওয়া এবং বিয়ের কথা শুনতেই মেজাজ খারাপ করা।

৭। বিয়ের প্রস্তাবদাতাকে অযথাই সন্দেহ ও ঘৃণার চোখে দেখা।বিয়ের প্রস্তাব দিলে মনে চরম ভয় ও আতঙ্ক বোধ করা।

৮।অকারণেই মন খারাপ হওয়া, সর্বদা আজে-বাজে চিন্তা মাথায় আসা।

৯। প্রায়শই মাথা ব্যথা থাকা এবং ঔষধেও ভাল না হওয়া।মাথা ব্যথা আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত স্থায়ী হওয়া।

১০। সামান্য কিছুতেই রেগে যাওয়া, কখনো ঘরের জিনিসপত্র ভাংচুর করা।

১১। মেরুদণ্ডের নিচের দিকে হাড়ে প্রায়শই ব্যথা হওয়া।

১২। দিব্যি সুস্থ থাকা অবস্থায় বিয়ের কথাবার্তা শুরু হলেই অসুস্থ হয়ে যাওয়া কোনো ধরণের সমস্যা না থাকা সত্বেও বিয়ের ব্যাপারে আগ্রহ না থাকা।

১৩।প্রস্তাব আসার পূর্বে পূর্ণ আগ্রহ থাকা সত্তেও প্রস্তাব আসলেই বিয়ের আগ্রহ হারিয়ে ফেলা, বিয়ের কথাবার্তা শুরু হলেই চেহারা-স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া।

১৪। স্বপ্নে খাওয়া দাওয়া করা বা স্বপ্নে খাবার দেখা।

১৫। স্বপ্নে শারীরিকভাবে নির্যাতিত হওয়া।ঘুম হতে উঠার পরে সমস্যা শরীর ব্যথা হয়ে থাকা, শরীর নীল রঙের দাগ বা আচড় দেখা।

১৬। হঠাৎ কোনো কারণ ছাড়াই মেজাজ এবং মানুসিকতা বিষণ্ণতা ভুগেন স্পষ্ট কারণ ছাড়াই একা একা কান্না করা।

১৭। কেউ বিয়ের প্রস্তাব দেয় এবং দেখতে আসে তার সাথে বসে তবে সে বিচ্ছিন্ন এবং ঘৃণা বোধ করে। এবং এক জায়গায় স্থির থাকতে না চাওয়া।

১৮। প্রথম প্রথম বিয়ের প্রস্তাব আসলেও পরবর্তীতে আর বিয়ের প্রস্তাব না আসা।

১৯। দেখতে শুনতে ভাল,পারিবারিক দিক দিয়ে সব ভালো, দেখে যাবার পর আর কোন কথাবার্তা না বলা।

২০। মেয়ে-ছেলে দেখতে মাশা-আল্লাহ কিন্তু যখন বিয়ে আলোচনা শুরু হয় তখনি অসুস্থ হয়ে পড়ে।

২১। বিয়ের আলোচনা ছাড়া সাভাবিক অবস্থায় খুবি সুন্দরী দেখায় যখন দেখতে আসে ছেলে পক্ষ তখন মেকাপ দিয়েও চেহারা সুন্দর হয় না আরো কালো হয়ে যায়।

২২। ছেলে পক্ষ দেখার পর বিয়ে হবে হবে করেও বেঙ্গে যায় এমন হয় যে দেখতে আসার কথা কিন্তু অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে যায় পরে ফোন করে বলে দেয় আর আসবে না।

২৩। চেহারা দিন দিন নষ্ট হয়ে যাওয়া আর কেমন যেনো বিশ্রী দেখতে হয়ে যাওয়া।

২৪। বিয়ের কথা শুরু হলেই মেয়ের মুখে এলার্জি উঠে যায় চেহারায় কালচে ভাব চলে আসে এমন অবস্থায় কেউ পছন্দ করতে চায় না।

২৫। নামাজে দাড়ালেই যতো অশ্লীল চিন্তা-ভাবনা আছে সব মাথায় ঘুরপাক খায় নামাযে মন বসে না।

এগুলোর পাশাপাশি জ্বিনগত সমস্যা অন্যান্য লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা হতে পারে যাদুর জন্য নিয়োজিত জ্বিন আর যদি আশিক জ্বিনের সমস্যা হয় আরও ভিন্ন কিছু সমস্যা প্রকাশ পাবে।

বিয়ের ক্ষেত্রে যদি আটকে যাদু করে তাহলে বেশিরভাগ ছড়িয়ে ছিটিয়ে থাকার যাদুটাই করে আর সাথে খাদেম জ্বিন থাকেই! ছড়িয়ে ছিটিয়ে বলতে কাপড়ে, ঘরে, বাহিরে, ছিটিয়ে রাখে কখনো বাড়ির চারপাশে পুতে রাখে।

উপরোল্লিখিত লক্ষণ গুলো আপনার মধ্য দু একটি লক্ষণ হঠাৎ প্রকাশ পেলেই যাদু করা হয়েছে ভাবা ঠিক না, কারণ এগুলোর মধ্য থেকে কিছু কিছু লক্ষণ বিভিন্ন শারীরিক বা মানসিক রোগের কারনেও হতে পারে। এজন্য প্রাথমিকভাবে আপনি ডাক্তারের পরামর্শ নিন।
৪-৫ বাঅধিকাংশ লক্ষণ যদি আপনার মাঝে প্রকাশ পায় এবং ডাক্তারি চিকিৎসায় কোন সমস্যা খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনার প্যরানরমাল সমস্যা , জ্বিন -নজর -হাসাদ -যাদু সমস্যা থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

এই ক্ষেত্রে অভিজ্ঞ কোনো রাকীর নিকটে রুকইয়া ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট গ্রহণ করুন ডায়াগনসিস করলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে মূল সমস্যা কোত্থেকে হচ্ছে।

07/05/2025

এমনভাবে রুকইয়াহ করুন যেন শাইত্বনের সব ষড়যন্ত্র এবং আক্রমণ ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের মতো ধ্বংস হয়ে যায়।

04/05/2025

আশিক জ্বীনে আক্রান্ত পেসেন্টদের সবচেয়ে অপছন্দের হয় তাদের হাজবেন্ড ও সন্তান।

04/05/2025

বাড়ি থেকে চলে যেতে ইচ্ছে করা—শক্তিশালী বদনজর কিংবা سحر النفور তথা বিতৃষ্ণা তৈরিকারী যাদুতে আক্রান্তের লক্ষণ। আপনার মধ্যে কি ইদানিং এমন অনুভূতি প্রকাশ পাচ্ছে?

24/02/2025

অতিরিক্ত রেগে যাচ্ছেন কি? তাহলে এই গাইডলাইনটি আপনার জন্য 👉


— সবর্দা ওযু অবস্থায় থাকার অভ্যেস করুন। শুরুতে কঠিন মনে হলেও ধীরে ধীরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

— রাগ ক্ষোভের অনুভূতি তৈরি হলে বেশি বেশি আ'উযুবিল্লাহি মিনাশ-শাইত্বনির রজীম পাঠ করতে থাকুন।

— প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ১৫ মিনিট করে রাগ সৃষ্টিকারী নজর-হাসাদ ধ্বংসের নিয়াতে সূরা আল-ইমরানের ১৩৪ নাম্বার আয়াত দিয়ে নিজেই রুকইয়াহ করুন।

— নিজের মুখমণ্ডল এবং হাত ধোয়া পানি দিয়ে মাঝে মাঝে গোসল করুন। আপনি নিজেই নিজের নজরে আক্রান্ত হলে এটি উপকারী হবে ইনশাআল্লাহ।

17/02/2025

" যাদুর ভিক্টিম পারিবারিক, আত্নীয় স্বজন,পাড়াপ্রতিবেশি, ও কর্মক্ষেত্রে ঘৃণার পাত্র হয়ে থাকে "

জ্বীন, যাদু এবং বদ নজরের সমস্যার জন্য ক্বুর’আন পড়া পানি তৈরি করতে নিচের ধাপসমূহ অনুসরণ করুন -- উযূ করুন।- মনে মনে নিয়্যা...
06/02/2025

জ্বীন, যাদু এবং বদ নজরের সমস্যার জন্য ক্বুর’আন পড়া পানি তৈরি করতে নিচের ধাপসমূহ অনুসরণ করুন -

- উযূ করুন।

- মনে মনে নিয়্যাত করুন যে, আল্লাহ তা’আলা যাতে জ্বীন, যাদু এবং বদ নজর থেকে আপনাকে শিফা বা আরোগ্য দান করেন।

- আ’উযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রজীম ও বিসমিল্লাহির রহমানির রহীম বলুন।

- সূরা ফাতিহা পড়ে পানিতে থুথুমিশ্রিত ফুঁ দিন।

- সূরা বাক্বারাহ এর ২৫৫ নং আয়াত (আয়াতুল কুরসী) পড়ে পানিতে থুথুমিশ্রিত ফুঁ দিন।

- সূরা আ’রাফ এর ১১৭-১২২ নং আয়াতগুলো পড়ে পানিতে থুথুমিশ্রিত ফুঁ দিন।

- সূরা ইউনূস এর ৮১-৮২ নং আয়াতগুলো পড়ে পানিতে থুথুমিশ্রিত ফুঁ দিন।

- সূরা ত্ব-হা এর ৬৯ নং আয়াত পড়ে পানিতে থুথুমিশ্রিত ফুঁ দিন।

- সূরা ইখলাছ, সূরা ফালাক্ব, সূরা নাস পড়ে পানিতে থুথুমিশ্রিত ফুঁ দিন।

06/02/2025

একজন মানুষেকে যাদুদিয়ে ক্ষতি করতে কয়েক হাজার টাকা যায়। আর ভিক্টিম যাদু নষ্ট করতে লাখ লাখ টাকা চলে যায়।

04/02/2025

🎧৷ আয়াতে শেফা ( রোগ মুক্তির রুকইয়াহ)

☞ সুরা তাওবার ১৪ নম্বর আয়াত।
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ

উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন।

অর্থ : এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।

☞ সুরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত।

وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন।

অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

☞ ছুরা নাহলের ৬৯ নম্বর আয়াত।

يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ

উচ্চারণ : ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।

অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

☞ সুরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত।

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতিুল লিলমু’মিনি-ন।

অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।

☞ সুরা আশ-শেফা ৮০ নম্বর আয়াত।

– وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

উচ্চারণ : ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।

অর্থ : এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন)

☞ সুরা হা-মীম এর ৪৪ নম্বর আয়াত।

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ

উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।

অর্থ : (বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার)

প্রত্যেকটি আয়াতেই কোরআনে মুমিনদের জন্য ‘শেফা’, ‘রহমত’ প্রভৃতির কথা উল্লেখিত হয়েছে। বুজুর্গ, সৎ-নিষ্ঠাবান আলেমরা তাদের অভিজ্ঞতা থেকে বলে থাকেন, কোনও একটি পানিভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো পড়ে দম করে পানি পান করলে আল্লাহ তায়ালা সহজেই রোগ থেকে মুক্তি দেবেন।

04/02/2025

জ্বীন জাদুর রোগীদের রাতে ঘুমে সমস্যা হয় বেশি! কারণ শাই*তন শাই*তনি শুরু করে রাতে বেশি।

আপনার চুল দিয়ে কেউ যাদু করছে না তো!রিজিকে বাধা! দেশের বাহির থেকে এক ভাই যোগাযোগ করছেন তার সমস্যা হলো তার পরিবার কেউ তাকে...
03/12/2024

আপনার চুল দিয়ে কেউ যাদু করছে না তো!

রিজিকে বাধা! দেশের বাহির থেকে এক ভাই যোগাযোগ করছেন তার সমস্যা হলো তার পরিবার কেউ তাকে দেখতে পারেন না!
তার রিজিকে অনেক বাধা,কোন কাজ করতে পারেন না শরীর প্রচণ্ড ক্লান্ত থাকে আমাদের এখানে অনলাইনের মাধ‍্যমে চিকিৎসকা নেওয়ার কথা বললেন!
বতর্মান সময় অনেকের কমন সমস্যা যে রিজিকে বাধা এগুলোর জন্য বেশি বেশি রুকইয়াহ এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে! কেননা সব কিছুর মালিক মহান রব তার থেকে আমাদের কবুল করে আনতে হবেন!!

ইবনে আব্বাস রা. এবং আয়েশা রা. বলেন, “এক ইহুদি বালক রাসুল (ﷺ) এর বিভিন্ন খেদমত করত।
পরবর্তীতে ইহুদিরা সেই বালককে ডেকে নিয়ে ❝রাসুল❞ (ﷺ) এর মাথার চুল এবং চিরুনির কয়েকটি দাঁত তার মাধ্যমে সংগ্রহ করে। অতঃপর লাবিদ ইবনে আসাম নামক এক ইহুদি ব্যক্তি উক্ত আসবাবপত্রে জাদু প্রয়োগ করে।
এই ঘটনার পরিপেক্ষিতেই সুরা ফালাক এবং নাস নাজিল করা হয়।” [তাফসিরুল বাগাভি: ৫৪৭/৪] .

সুতরাং, এসব বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। যেখানে নবীজি(ﷺ) নিজেই যাদুগ্রস্ত হয়ে পড়েছেন, সেখানে আমাদেরকে জাদু করা তো আরও সহজ।
তাই সর্বদা মাথার চুল, নখ এবং ব্যবহৃত জিনিসপত্র যেখানে-সেখানে ফেলে রেখে শত্রুকে সহায়তা করবেন না।
কথায় আছে, ঘরের শত্রু বিভীষণ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।

Address

Noakhali
Rajshahi Division

Telephone

+8801609758489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Huda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share