11/06/2025
বিবাহ বন্ধকরে রাখার যাদুর লক্ষণসমূহ⚠️
১ কোনো কারণ ছাড়াই প্রায় ঠান্ডা সর্দি অসুস্থতা লেগে থাকা।শরীরের তাপমাত্রার স্বাভাবিক থাকার পরেও জ্বর জ্বর ভাব থাকা কিন্তু ডাক্তারের কাছে গেলে জ্বর ধরা না পরা
২ মানুষিক অস্থিরতা, বুকের মাঝে এক ধরণের সংকীর্ণ ভাব তৈরি হওয়া, বিশেষত আসর এবং মাগরীবের পরে এবং এটি মধ্যরাত পর্যন্ত স্থায়ী হওয়া।
৩। প্রায়ই পেটে ব্যথা অনুভব করা বিশেষ করে নাভির চারপাশে, এবং পেটের ভেতর গর্জন করা, পেটের ভেতরে বলের মতো কিছু নড়াচড়া করা ।
৪। ঘুমের মধ্যে প্রায়ই ভয় পাওয়া,ঘুমোতে না পারা,ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করা, কোন কারণ ছাড়া রাতে বার বার ঘুম ভেঙ্গে যাওয়া।
৫। ঘুম থেকে ওঠার পরেও দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হওয়া।সারারাত ঘুমিয়ে সকালে উঠে মনে হচ্ছে রাতে ঘুমাইনি।
৬। যত ভালো প্রস্তাবই হোক, কোনোটাই মনমতো না হওয়া এবং বিয়ের কথা শুনতেই মেজাজ খারাপ করা।
৭। বিয়ের প্রস্তাবদাতাকে অযথাই সন্দেহ ও ঘৃণার চোখে দেখা।বিয়ের প্রস্তাব দিলে মনে চরম ভয় ও আতঙ্ক বোধ করা।
৮।অকারণেই মন খারাপ হওয়া, সর্বদা আজে-বাজে চিন্তা মাথায় আসা।
৯। প্রায়শই মাথা ব্যথা থাকা এবং ঔষধেও ভাল না হওয়া।মাথা ব্যথা আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত স্থায়ী হওয়া।
১০। সামান্য কিছুতেই রেগে যাওয়া, কখনো ঘরের জিনিসপত্র ভাংচুর করা।
১১। মেরুদণ্ডের নিচের দিকে হাড়ে প্রায়শই ব্যথা হওয়া।
১২। দিব্যি সুস্থ থাকা অবস্থায় বিয়ের কথাবার্তা শুরু হলেই অসুস্থ হয়ে যাওয়া কোনো ধরণের সমস্যা না থাকা সত্বেও বিয়ের ব্যাপারে আগ্রহ না থাকা।
১৩।প্রস্তাব আসার পূর্বে পূর্ণ আগ্রহ থাকা সত্তেও প্রস্তাব আসলেই বিয়ের আগ্রহ হারিয়ে ফেলা, বিয়ের কথাবার্তা শুরু হলেই চেহারা-স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া।
১৪। স্বপ্নে খাওয়া দাওয়া করা বা স্বপ্নে খাবার দেখা।
১৫। স্বপ্নে শারীরিকভাবে নির্যাতিত হওয়া।ঘুম হতে উঠার পরে সমস্যা শরীর ব্যথা হয়ে থাকা, শরীর নীল রঙের দাগ বা আচড় দেখা।
১৬। হঠাৎ কোনো কারণ ছাড়াই মেজাজ এবং মানুসিকতা বিষণ্ণতা ভুগেন স্পষ্ট কারণ ছাড়াই একা একা কান্না করা।
১৭। কেউ বিয়ের প্রস্তাব দেয় এবং দেখতে আসে তার সাথে বসে তবে সে বিচ্ছিন্ন এবং ঘৃণা বোধ করে। এবং এক জায়গায় স্থির থাকতে না চাওয়া।
১৮। প্রথম প্রথম বিয়ের প্রস্তাব আসলেও পরবর্তীতে আর বিয়ের প্রস্তাব না আসা।
১৯। দেখতে শুনতে ভাল,পারিবারিক দিক দিয়ে সব ভালো, দেখে যাবার পর আর কোন কথাবার্তা না বলা।
২০। মেয়ে-ছেলে দেখতে মাশা-আল্লাহ কিন্তু যখন বিয়ে আলোচনা শুরু হয় তখনি অসুস্থ হয়ে পড়ে।
২১। বিয়ের আলোচনা ছাড়া সাভাবিক অবস্থায় খুবি সুন্দরী দেখায় যখন দেখতে আসে ছেলে পক্ষ তখন মেকাপ দিয়েও চেহারা সুন্দর হয় না আরো কালো হয়ে যায়।
২২। ছেলে পক্ষ দেখার পর বিয়ে হবে হবে করেও বেঙ্গে যায় এমন হয় যে দেখতে আসার কথা কিন্তু অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে যায় পরে ফোন করে বলে দেয় আর আসবে না।
২৩। চেহারা দিন দিন নষ্ট হয়ে যাওয়া আর কেমন যেনো বিশ্রী দেখতে হয়ে যাওয়া।
২৪। বিয়ের কথা শুরু হলেই মেয়ের মুখে এলার্জি উঠে যায় চেহারায় কালচে ভাব চলে আসে এমন অবস্থায় কেউ পছন্দ করতে চায় না।
২৫। নামাজে দাড়ালেই যতো অশ্লীল চিন্তা-ভাবনা আছে সব মাথায় ঘুরপাক খায় নামাযে মন বসে না।
এগুলোর পাশাপাশি জ্বিনগত সমস্যা অন্যান্য লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা হতে পারে যাদুর জন্য নিয়োজিত জ্বিন আর যদি আশিক জ্বিনের সমস্যা হয় আরও ভিন্ন কিছু সমস্যা প্রকাশ পাবে।
বিয়ের ক্ষেত্রে যদি আটকে যাদু করে তাহলে বেশিরভাগ ছড়িয়ে ছিটিয়ে থাকার যাদুটাই করে আর সাথে খাদেম জ্বিন থাকেই! ছড়িয়ে ছিটিয়ে বলতে কাপড়ে, ঘরে, বাহিরে, ছিটিয়ে রাখে কখনো বাড়ির চারপাশে পুতে রাখে।
উপরোল্লিখিত লক্ষণ গুলো আপনার মধ্য দু একটি লক্ষণ হঠাৎ প্রকাশ পেলেই যাদু করা হয়েছে ভাবা ঠিক না, কারণ এগুলোর মধ্য থেকে কিছু কিছু লক্ষণ বিভিন্ন শারীরিক বা মানসিক রোগের কারনেও হতে পারে। এজন্য প্রাথমিকভাবে আপনি ডাক্তারের পরামর্শ নিন।
৪-৫ বাঅধিকাংশ লক্ষণ যদি আপনার মাঝে প্রকাশ পায় এবং ডাক্তারি চিকিৎসায় কোন সমস্যা খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনার প্যরানরমাল সমস্যা , জ্বিন -নজর -হাসাদ -যাদু সমস্যা থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।
এই ক্ষেত্রে অভিজ্ঞ কোনো রাকীর নিকটে রুকইয়া ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট গ্রহণ করুন ডায়াগনসিস করলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে মূল সমস্যা কোত্থেকে হচ্ছে।