Nusrat fariya00

Nusrat fariya00 কখনো যেন আমার মাঝে অহংকার না আসে

12/10/2025

🕌 হুজুর হলেই কেন ৩টা বিয়ে করতে হবে?
ইসলাম কখনো বলেনি “হুজুর মানেই তিনটা বিয়ে করতেই হবে।”
বিয়ের সংখ্যা নয়, ন্যায় আর দায়িত্বই আসল কথা।
যে ন্যায় করতে পারবে না, তার জন্য একটাই যথেষ্ট —
কারণ ইসলাম অনুমতি দেয়, চাপ দেয় না ❤️

#হুজুরদেরতিনটাবিয়ে #ইসলাম #ন্যায় #বিবাহ #ইসলামিকচিন্তা #সত্যকথা #ধর্মীয়পোস্ট #চিন্তাভাবনা #বাস্তবতা

07/10/2025

মেঘ শুধু বৃষ্টি আনে না, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখে।

📖 শেখা মানে শুধু বই পড়া নয়—প্রকৃতি থেকেও শেখা যায় অনেক কিছু!

06/10/2025

Hlw 🤭
"Hello" বললে সিরিয়াস শোনায়,
কিন্তু "Hlw" বললেই মিষ্টি একটা ভ vibe চলে আসে! 💫
তাহলে শুরু হবে নাকি নতুন আলাপ?

06/10/2025

পাহাড়ের কোলে চায়নাদের জীবনযাপন যেন ছবির মতো সুন্দর 🏞️🍃
নেই কৃত্রিমতা, শুধু খোলা মেলা স্বপ্ন আর শান্তি।

05/10/2025

অবজেক্টিভ সত্য: বাস্তবের সঙ্গে সম্পর্কিত, যেটি সকলের জন্য একই থাকে।
উদাহরণ: ২ + ২ = ৪

02/10/2025

😔 ভাল্লাগে না...

কখনো কখনো মনটা এতটাই ক্লান্ত হয়ে যায় যে কিছুই ভালো লাগে না।
চেনা মানুষগুলোও দূরের মতো মনে হয়,
আশেপাশের সবকিছুই একঘেয়ে লাগে।

01/10/2025

🤔 “নায়ক সাকিব? নাকি শুধু বিতর্কের পোস্টার বয়?”

05/09/2025

এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই সবসময় অভিযোগ করত—
“আমার ভাগ্য খারাপ, আমি কিছুই পারি না।”
সে সারাদিন শুধু অন্যের দোষ খুঁজত।

কিন্তু ছোট ভাই ছিল ভিন্ন।
সে ছোটখাটো কাজ করত, ভুল করলে শিখত, আবার চেষ্টা করত। লোকজন হাসলেও সে থামত না।

একদিন গ্রামে একটা প্রতিযোগিতা হলো—কাকে দিয়ে সবচেয়ে বড় মাঠে চাষ করানো যায়। বড় ভাই বলল—
“আমাকে সুযোগ দাও, আমি জন্মগত চাষি।”
কিন্তু মাঠে গিয়ে সে হাল ছেড়ে দিল।

ছোট ভাই চুপচাপ চেষ্টা করতে লাগল। প্রথমে তার লাঙল ভেঙে গেল, কিন্তু সে মেরামত করে আবার চালাল। হাত কেটে গেল, তবুও থামল না। শেষে সে পুরো মাঠে ফসল ফলাল।

গ্রামের লোকজন অবাক হয়ে বলল—
“যে হাল ছাড়ে না, সাফল্য একদিন তার হাতেই আসে।”

👉 শিক্ষা:
ভাগ্য নয়, ধৈর্য আর চেষ্টা মানুষকে সফল করে। 🌟

05/09/2025

জীবনে সমস্যার যেন শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসে। অনেক সময় মনে হয় সবকিছু থেমে গেছে, কোথায় যাব, কার কাছে বলব বুঝে উঠতে পারি না। 😔
তবুও মনে করি, আল্লাহ যে সমস্যাই দেন, তার সাথে সমাধানও দিয়ে দেন। শুধু ধৈর্য ধরে সেই পথ খুঁজে নিতে হয়।
আজকাল কষ্টগুলো মনে একটু ভারি লাগছে, তাই ভাবলাম শেয়ার করি… 💭
আপনাদের কারও কি এমন অভিজ্ঞতা হয়েছে, যখন সমস্যার ভেতর থেকেও নিজের জন্য আলোর পথ খুঁজে পেয়েছেন? 🌸

17/08/2025

ভালোবাসা মানে সব সময় পাশে থাকা নয় ❤️

ভালোবাসা সব সময় একসাথে থাকার গল্প না,
কখনও কখনও ভালোবাসা মানে—
চুপচাপ দূর থেকে কার জন্য দোয়া করা।

যে মানুষটা আজ আর পাশে নেই,
তাকে দোষ দেওয়া সহজ…
কিন্তু কোনো এক কোণায় এখনো যদি তার জন্য মঙ্গল কামনা করি—
তবে সেটা হয়তো ভালোবাসারই আরেক রূপ।

সব সম্পর্ক বেঁচে থাকে না,
তবু কিছু অনুভূতি চিরকাল বেঁচে থাকে…

#ভালোবাসা #নিরবভালোবাসা #মনকথা

15/08/2025

একাকীত্বকে সঙ্গী করে এগিয়ে চলা 🌙

একাকীত্ব ভয়াবহ?
না, সবসময় না।

একাকীত্ব আমাকে চিনিয়েছে নিজেকে।
চুপ করে বসে থেকেছি — তখনই শুনেছি নিজের মনের কথা।

আজকাল কারো সাথে থাকাটা জরুরি না,
বরং নিজেকে বোঝা, সময় দেওয়া, নিজের অনুভূতিকে শ্রদ্ধা করা —
এসবই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আমি একা হতে শিখছি — ভাঙার জন্য নয়,
নিজেকে নতুন করে গড়ার জন্য।

#একাকীত্ব #নিজেকে_গড়ি #নির্জন_পথে_আলো

14/08/2025

আঘাত আসবে, আমি রক্ত ঝরাবো না— আগুন হবো 🔥

জীবন যদি কাঁটা ছুঁড়ে মারে, আমি ফুল হয়ে যাব না।
আমি আগুন হবো।
যারা ভাবছিল আমার ভাঙা মনটাই আমার শেষ —
তারা ভুল বুঝেছে।

আমি এবার নিজের ভেতরের শক্তি জাগাচ্ছি।
দেখিয়ে দেব,
আমি শুধু অনুভূতির মানুষ নই,
আমি একজন যোদ্ধাও।

#আত্মবিশ্বাস #যুদ্ধের_আগুন #নিজেকে_প্রমাণ

Address

Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat fariya00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category