Nusrat fariya00

Nusrat fariya00 কখনো যেন আমার মাঝে অহংকার না আসে

আলহামদুলিল্লাহ
02/08/2025

আলহামদুলিল্লাহ

ঘুড়তে গেছিলাম বেলদি
01/08/2025

ঘুড়তে গেছিলাম বেলদি

31/07/2025

আমার কাছে সুদর্শন পুরুষ মানে..."

সে শুধু রূপে নয়, রুচিতেও সুন্দর।
তার চোখে থাকে শ্রদ্ধা, কথায় থাকে ভদ্রতা।
সে গায়ের রঙ, উচ্চতা বা পোশাকে নয়—
সে মানুষ, তার আচরণে, মনোভাবেই সুদর্শন

আমার ড্রেসটি নিতে ইনবক্স করো
30/07/2025

আমার ড্রেসটি নিতে ইনবক্স করো

গাইছ আমাকে কেমন লাগছে?
30/07/2025

গাইছ আমাকে কেমন লাগছে?

29/07/2025

কেউ চলে চুপিচুপি, কেউ আবার জোরে হাঁটে,
জীবনের পথ আলাদা সবার, তবু শেষ একই রাতে।
কারো কাঁধে দায়ের ভার, কারো চোখে জলের রেখা,
তবু সবাই চলে যায় এগিয়ে, ভুল করে, আবার শেখা।

শিশিরভেজা ভোরে যেমন নতুন সূর্য হাসে,
তেমনি জীবনও দেয় সুযোগ, যদি আশা ভালোবাসে।
হার মানা নয় শেষ কথা, থেমে থাকাও নয় ঠিক,
যতক্ষণ প্রাণ আছে বুকেতে, ততক্ষণই তুমি শক্তিশালী এক বীর।

জীবন চলবে আপন ছন্দে, আমরা শুধু যাত্রী,
ভালোবাসা আর সাহস নিয়ে করেই ফেলি যাত্রা যাত্রীর মতই।

আমি বদলা নেই না ঘৃণায়, নিই উন্নতিতে।
29/07/2025

আমি বদলা নেই না ঘৃণায়, নিই উন্নতিতে।

28/07/2025

পথটা সহজ ছিল না মোটেই,
তবুও পা ফেলেছি প্রতিদিন, নিশ্চুপে, ক্ষণে ক্ষণে।
কখনো ছেঁড়া জুতো, কখনো ভেজা চোখ,
কিন্তু থেমে যাইনি—চলেছি, জীবনের টানে।

কারো ভালোবাসা পাইনি, পেয়েছি অবহেলা,
তবু হৃদয়টাকে রেখেছি জোড়া, ভেঙে পড়িনি একেলা।
দিন গেছে, রাত গেছে, গেছে বহু চেনা মুখ,
জীবনযাত্রা শিখিয়েছে—নিজেকে গড়তে হয় একা সুখ।

আকাশের তারা সবাই দেখে,
কেউ দেখে না কুয়াশা ঢাকা দীর্ঘ রাত।
তেমনি জীবনেও অনেক কষ্ট লুকিয়ে থাকে
যা কেবল অনুভবে, ভাষায় নয় প্রকাশ্য পাত।

তাই বলি বন্ধু, চলার নামই জীবন,
থেমে গেলে হার;
ভালোবাসো নিজের গল্পটাকে,
তবেই জয় হবে বারংবার।

আমি শান্ত, ভদ্র, নীরব পথিক,কারও দুঃখে করি না বিস্মিত চোখে দৃষ্টিক্ষেপ।শব্দ নয়, কাজে করি আপন পরিচয়,ভদ্রতায় লুকিয়ে থাক...
28/07/2025

আমি শান্ত, ভদ্র, নীরব পথিক,
কারও দুঃখে করি না বিস্মিত চোখে দৃষ্টিক্ষেপ।
শব্দ নয়, কাজে করি আপন পরিচয়,
ভদ্রতায় লুকিয়ে থাকে আমার শক্তির আবয়।

চিৎকার নয়, নীরবতা আমার ভাষা,
ভদ্রতা নয় দুর্বলতা, সাহসেরই আশ্বাসা।
আমি যে নরম, তাই বলে ভাঙি না,
আমি সহ্য করি, ভুলে তবে যাই না।

27/07/2025

জীবন এক নদীর মতো, বহে চলে চুপচাপ,
কেউ দেখে না ভিতরের ঢেউ, শুধু দেখে তার ওপার।
চলার মাঝে হারিয়ে যায় কত আশা, কত ব্যথা,
তবুও থেমে যায় না জীবন, খুঁজে ফেরে নতুন পথ।

রোদ্দুর আসে, আসে বৃষ্টি, আসে ঝড়ের দাপট,
সব পেরিয়ে এগিয়ে চলে, বুকে পাথর রেখে স্বপ্নরথ।
কখনো ক্লান্ত, কখনো বিমর্ষ, কখনো হাসির ঢেউ,
জীবনযাত্রা এমনই এক পথ—অচেনা, অথচ খুব চেনা সে।

প্রতিদিনই কিছু শেখায়, কিছু ভুলে যেতে বলে,
কিছু রেখে যায় হৃদয়ে, কিছু হারিয়ে যায় কুয়াশা ছলে।
এই তো জীবন, এই তো তার রীতি—
বেঁচে থাকার নামই জীবন, আর জীবন মানেই গীতিময় গীতি।

Address

Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat fariya00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category