kptisha vlog

kptisha vlog hello please follow me

রাতের খাবার।
14/08/2025

রাতের খাবার।

সব রকম পাস্তা একসাথে করে রান্না করলাম।
14/08/2025

সব রকম পাস্তা একসাথে করে রান্না করলাম।

13/08/2025

যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ ঠিক না রাখলে কোন সম্পর্কই সু সম্পর্ক থাকে না।

11/08/2025

সারাদিন আমার কত কত কথা মনে পড়ে। মনে হয় এটা নিয়ে ভিডিও বানাবো। এটা দিয়ে ভিডিও বানাবো। ওইটা লিখব কিন্তু যখন সারাদিন পর ভিডিও বানাইতে যাই। তখন সবগুলো ভুলে যাই। কার কার এমন হয় আমার মত

10/08/2025

কিছু মানুষ আছে যারা অন্যকে জ্ঞান দিতে খুব ভালো পারে। কিন্তু সেই জ্ঞানগুলো নিজের বেলাতে কাজে লাগায় না।

10/08/2025

নিজের হাতে বানানো অনেক মজার পুডিং। 😋

09/08/2025

কিছু মানুষ আছে যারা ঘন্টায় ঘন্টায় রূপ বদলায়। তারা দুনিয়ার সবার কাছেই ভালো হতে চাই। তারা মনে করে তাদের কোন ভুল হতেই পারে না। এখন একজনের কাছে একটা কথা বলে ভালো হতে চাই আবার একটু পরে আর একজনের কাছে গিয়ে অন্যরকম কথা বলে ভালো হতে চাই। তারা সব সময় অন্যকে খারাপ বানিয়ে নিজে ভালো হতে চাই। নিজের প্রশংসা নিজেই করতে থাকে। অন্যরা কি ভাবলো কি বলল সেটা তারা দেখতেই চায়না। এরকম মানুষদের আমি মোটেও পছন্দ করি না। সবার তালে তাল মিলানো মানুষদের আমি অপছন্দ করি। নিজেকে পৃথিবীর সবার কাছেই ভালো হতে হবে এরকম কোন দায় আমাদের আছে কি।আমার তো মনে হয় একদম না। একটা মানুষ পৃথিবীর সবার কাছে কখনোই ভালো হতে পারে না। ভালো হওয়ার দরকারও নাই। আমি নিজে কি রকম সেটা তো আমি নিজেই জানি, অন্যের কাছে ভালো হওয়ার কোন দরকার নাই।

07/08/2025

মেয়েদের কাজ নাই বললে চলে না।

07/08/2025

অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না।অন্যের ক্ষতি করলে নিজেরই বেশি ক্ষতি হয়।

06/08/2025

কিছু কিছু মানুষ আছে যারা সব সময় কথায় কথায় অন্যকে ছোট করে। অন্যকে ছোট করে নিজে বড় হতে চাই। কিন্তু তারা জানেও না যে অন্যকে ছোট করতে গিয়ে তারা নিজেই ছোট হয়ে যায়।

05/08/2025

যে অন্যায় করে আর যে অন্যায়ের সাথে থাকে দুজনে সমান অপরাধী। দুজনেই পাপীদের তালিকায় পরে।

05/08/2025

কোরআন কবরের আলো। যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরআন পড়ো। একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো দেবে।

Address

Rajshahi
Rajshahi
6270

Website

Alerts

Be the first to know and let us send you an email when kptisha vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kptisha vlog:

Share