Rj Rana Ahamed

Rj Rana Ahamed Let the beginning be in the name of Allah, my dream is very big so I want to go far with your love and supporti.

আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,যারা মুসলিম হয়ে হ্যাপি নিউ'য়ার পালন করছা, তাদের'কেই বলছি হ্যাপি নিউ'য়ার ...
01/01/2026

আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
যারা মুসলিম হয়ে হ্যাপি নিউ'য়ার পালন করছা, তাদের'কেই বলছি হ্যাপি নিউ'য়ার তোদের পিছন দিয়ে ভোরে দিয়া দরকার।

বেগম খালেদা জিয়ার কথা ভুইলা গেলেন?
শহীদ ওসমান হাদীর কথা ভুইলা গেলেন?
কয়দিন আগে যে ভুমিকম্প হইলো ঐটাও ভুইলা গেলেন?

আবার বইলেন আল্লাহ গজব দিওনা। 💔🙂

31/12/2025

আমাদের মধ্যে আজ যোগাযোগ নেই, হয়তো কোনোদিন আর হবেও না। আসলেসময়ের প্রয়োজনে যোগাযোেগ বিচ্ছিন্ন হতেইপারে, পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়। সম্পর্কটাও হয়তো একসময় ছিন্ন হয়ে যায়, কিন্তু মনের গভীরে জমা থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়। মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো তো আর মুছে ফেলা যায় না। সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে-হয়তো কোনো না পাওয়া অপেক্ষায়, নয়তো সারাজীবনের এক নীরব অপেক্ষায়। জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে, আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটব। কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত আর যন্ত্রণার হবে, তা কোনোদিন কল্পনাও করিনি। প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ জানি ওটাই হবে আমাদের শেষ দেখা। আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত, হয়তো ভালোই আছি। তবুও মাঝরাতে যখন পুরনো কথা মনে পড়ে, তখন বুঝি-সম্পর্ক শেষ হলেও মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না। তুমি পাশে নেই তাতে কী? আমার ভালোবাসাটুকু তো তোমার সাথেই রয়ে গেছে।

31/12/2025

ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল। কথা বলা কমে গেল। যোগাযোগ হারিয়ে গেল। এখন আর ছোট খাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না। তোমার উপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল। যেন তুমি নিষিদ্ধ কোনো বই। যে বইয়ের অধিকার, অগ্রাধিকার সবকিছু তোমার কাছে" তুমি ভুলে গেলে। ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম। তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার শেকলে তোমাকে বাধতে পারিনি, সেই শেকলে আমি আজও বাধা। কত চেষ্টা করেছি; কতবার ভেবেছি ভুলে যাব; কতরাত হাঁসফাঁস করেছি; ভুলতে পারিনি। কারণ মানুষ যা ভুলতে চায় তা সে কখনোই ভুলতে পারেনা। চক্রাকারে আবার ফিরে আসে। কখনো কখনো মন খারাপ নিয়ে অচেনা পথে একা হেটে গেছি, যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি। বাড়ি ফিরে দেখি দুঃখরা আগের মতোই দড়জায় কড়া নাড়ছে। যেন আমি তাদের নীকট আত্মীয়...!

দেখতে দেখতে আজ দুই'টা বছর হয়ে গেছে?
31/12/2025

দেখতে দেখতে আজ দুই'টা বছর হয়ে গেছে?

30/12/2025

হাজারো যুবকের পরিবর্তনের কারণ আপনি😢

27/12/2025

সবাই বলে?

25/12/2025

বাড়ির পাশে

25/12/2025

শুভ সন্ধ্যা

25/12/2025

শুভ সকাল

24/12/2025

রাজাপুর নাটোর

অভিনন্দন টিম বাংলাদেশ❤️
22/07/2025

অভিনন্দন টিম বাংলাদেশ❤️

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rj Rana Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category