31/12/2025
আমাদের মধ্যে আজ যোগাযোগ নেই, হয়তো কোনোদিন আর হবেও না। আসলেসময়ের প্রয়োজনে যোগাযোেগ বিচ্ছিন্ন হতেইপারে, পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়। সম্পর্কটাও হয়তো একসময় ছিন্ন হয়ে যায়, কিন্তু মনের গভীরে জমা থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়। মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো তো আর মুছে ফেলা যায় না। সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে-হয়তো কোনো না পাওয়া অপেক্ষায়, নয়তো সারাজীবনের এক নীরব অপেক্ষায়। জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে, আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটব। কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত আর যন্ত্রণার হবে, তা কোনোদিন কল্পনাও করিনি। প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ জানি ওটাই হবে আমাদের শেষ দেখা। আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত, হয়তো ভালোই আছি। তবুও মাঝরাতে যখন পুরনো কথা মনে পড়ে, তখন বুঝি-সম্পর্ক শেষ হলেও মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না। তুমি পাশে নেই তাতে কী? আমার ভালোবাসাটুকু তো তোমার সাথেই রয়ে গেছে।