IYI Be a Protester

আমি মুসলিম চির রণবীর! মরণকে করিনা ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। এদেশের মাটিতে যদি একজন হিন্দু কথা বলতে পারে, একজন খ্রিস্টান কথা বলতে পারে! তাহলে আমি একজন মুসলিম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবোই করবো।, ইনশাআল্লাহ।

23/08/2025
৩০ সেকেন্ডের খুতবা:বিখ্যাত ফি"লা"স্তি"নি স্ক'লার ও খতীব মাহ'মুদ আল-হাসা'নাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলে...
11/04/2025

৩০ সেকেন্ডের খুতবা:
বিখ্যাত ফি"লা"স্তি"নি স্ক'লার ও খতীব মাহ'মুদ আল-হাসা'নাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,
"যদি ৩০হাজার শ"হী"দ, ৭০হাজার আ"হত,
এবং ২০লক্ষ গৃহ"হীন ফি"লা"স্তি'"নী মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?
খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
স্বলাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি জুময়ার নামাজ শুরু করলেন।

07/09/2024
23/08/2024

হে আল্লাহ, এই দুর্যোগে আপনার সাহায্য ছাড়া কোনোকিছু সম্ভব নয়!
আপনি আমাদের সহায় হোন!

রক্ষক যখন ভক্ষক, তখন শিরোইল পুকুরটি ভক্ষকের হাতে শহীদ!উচ্চ আদালতের নিষেধজ্ঞা অমান্য করে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী স্...
07/11/2023

রক্ষক যখন ভক্ষক, তখন শিরোইল পুকুরটি ভক্ষকের হাতে শহীদ!

উচ্চ আদালতের নিষেধজ্ঞা অমান্য করে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী স্কুলের সামনে বিশাল একটি পুকুর ভরাট করছেন জনৈক প্রভাবশালী ব্যক্তিরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এই পুকুরটিই তাদের এলাকার একমাত্র সিড়ি বাঁধাই করা পুকুর। নজর পড়েছে টাকা ওয়ালাদের। তাই সংশ্লিষ্ট সকল দপ্তর, থানা পুলিশ, স্থানীয় নেতা, গুন্ডা, সাংবাদিক ম্যানেজ করেই চলছে ড্রাম ট্রাক ও ভেকু মেশিন দিয়ে ভরাট করছে পুকুরটি।
এলাকাবাসীরা বলছে, এই পুকুরটিতে মানুষের গোসল করা-সহ পানির সকল চাহিদা পূরণে বড় ভ‚মিকা রাখে। তাই আমাদের মত নিরিহ মানুষ ক্ষমতাধরদের বাধা দিলেই বিপদ। তবে গায়ের জোর, টাকা আর ক্ষমতার জোরেই পুরো এলাকার মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে পুকুরটি প্রকাশ্যে ভরাট করা হচ্ছে। তারা আরও বলেন, টাকার বিনিময়ে যারা বিক্রি হয়েছে ক্ষমতা দেখিয়ে পুকুর ভরাটে সহযোগীতা করছেন। বর্ষা মৌসুমে তাদের জুতা স্যান্ডেল হাতে নিয়েই চলাফেরা করতে হবে। কারন ইতিপূর্বে এই এলাকা থেকে অনেক পুকুর ডোবা বিলিন করেছে প্রভাবশালীরা। অবশিষ্ট পুকুটির শেষ রক্ষা হচ্ছে না। বর্ষার পানি নামবে কোথায়? প্রকৃতি তো ছাড় দেবে না। এসব নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরটির চারপাশ বাধাই করা। রয়েছে পুকুরে নামার সিড়ি। নিরিহ সাধারণ বাসিন্দারা কেউই চায় না পুকুটি ভরাট হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে পানি নামার মত আর কোন ডোবা বা পুকুর নেই অত্র এলাকায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। স্যান্ডেল, জুতা হাতে নিয়ে চলাফেরা করতে হবে তাতে কোন সন্দেহ নাই। সম্প্রতী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর মহাসড়কে জলপরি সাঁতার কেটেছে, সড়কে চলেছে নৌকাও। এর একমাত্র কারণ পুকুরের শহর রাজশাহী থেকে পুকুর বিলিন করা হয়েছে। এই অপকর্মগুলি করেছে রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা।
জানতে চাইলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নগর পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মোঃ রাহিনুল ইসলাম রনি বলেন, নগরীতে পুকুর ভরাটের কোনো সুযোগ নাই। তবে শিরোইল কলোনীতে পুকুর ভরাটের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন বলেন, শিরোইল কলোনীতে পুকুর ভরাটের বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। অভিযোগ কেউ না দিলে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে ব্যবস্থা নেওয়ার কোন সুযোগ নাই। তবে আপনি (সাংবাদিক) যখন বলছেন বিষয়টি আমি সর্বোচ্চ দেখবো।
উল্লেখ্য, রাজশাহী শহরে থাকা ১৬৫টি পুকুরে যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০২২ সালের ৮ আগস্ট দেওয়া এমন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের খবর সোমবার (৩১ জুলাই ২০২৩) জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।
রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে সংবাদ প্রকাশ হওয়ায় জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট দায়ের করা হয়।
ওই রিটের দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৮ আগস্ট রায় দেওয় হয়।
জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, রায়ে ৪ দফা নির্দেশনা হাইকোর্ট। এক. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে ১৬৫টি পুকুরের একটি পুকুরের একটিও যেন দখলমাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে হবে।
দুই. পুকুরগুলোকে তাদের আসল প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বজায় রাখা নিশ্চিত করতে হবে।
তিন. এটি চলমান মামলা থাকবে যেন পুনরায় ভবিষ্যতে পুকুর দখলমাটি ভরাট না করা হয়।
চার. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বিখ্যাত সুকান দিঘিকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে এবং দিঘির দখলকৃত অংশ পুনরুদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সুত্র: dokhinercrime. com

22/09/2023

বাঘের বাচ্চা ও ছাগলের গল্প

20/04/2023

ধোঁকানন্দ
মিথ্যানন্দ
ধান্ধানন্দ।
বিদ্যানন্দ।

মজিদ চাচা আর আক্কাস চাচা😂😂বিদ্যানন্দের যাকাতের টাকায় চা -পান করছে😂😂
20/04/2023

মজিদ চাচা আর আক্কাস চাচা😂😂
বিদ্যানন্দের যাকাতের টাকায় চা -পান করছে😂😂

ভালুকায় দিনের বেলায় পুকুর খনন কাজ বন্ধ থাকলেও রাতের বেলায় এই ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে।এবং দিনের বেলায় এই ভেকু...
18/04/2023

ভালুকায় দিনের বেলায় পুকুর খনন কাজ বন্ধ থাকলেও রাতের বেলায় এই ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে।

এবং দিনের বেলায় এই ভেকু দুটি মেশিনকে লুকিয়ে রাখছে খনন স্থান হতে 50 মিটার দূরে ঝোপঝাড়ের আড়ালে।

যখন কোন থানা পুলিশের অভিযান হয় তখন এই ভেকু মেশিন দুটোকে ঝপের আড়ালে লুকিয়ে রাখা হয়।

বিদ্যানন্দের ১৫টি অপরাধ ও প্রতারণাঃ১]https://www.facebook.com/100003217541175/posts/6046184592165399/২] https://www.face...
16/04/2023

বিদ্যানন্দের ১৫টি অপরাধ ও প্রতারণাঃ

১]
https://www.facebook.com/100003217541175/posts/6046184592165399/

২]
https://www.facebook.com/100015514991296/posts/1531725537354598/?app=fbl

৩]
https://www.facebook.com/100077561177754/posts/243164761612228/?app=fbl

৪]
https://www.facebook.com/100002605551424/posts/6000596706703788/?app=fbl

৫] https://www.facebook.com/100001181518583/posts/6233826569999998/

৬]
https://www.facebook.com/100000151416047/posts/6786652221349758/?app=fbl

৭]
https://www.facebook.com/107750658282627/posts/245394007851624/?app=fbl

৮] https://www.facebook.com/104043855715168/posts/195061409946745/?app=fbl

৯] https://www.facebook.com/100001739730983/posts/6302843486450247/

১০]
https://www.facebook.com/100026196713516/posts/1211418263074719/?app=fbl

১১] https://www.facebook.com/100009921310277/posts/1980189782321713/

১২] https://www.facebook.com/groups/720400918361221/permalink/1217419155326059/

১৩] https://www.facebook.com/100009921310277/posts/1981426288864729/

১৪] https://www.facebook.com/100009921310277/posts/1983298565344168/

১৫]
https://www.facebook.com/100009921310277/posts/1984365611904130/

নতুন সংযোজনঃ

১৬]
https://www.facebook.com/100006951580776/posts/3465402813701404/?app=fbl

১৭]
https://www.facebook.com/100064605766943/posts/596868595809994/?app=fbl

১৮]
https://www.facebook.com/100064605766943/posts/596872592476261/?app=fbl

১৯] https://www.facebook.com/100001910365186/posts/9075548925852029/?app=fbl

২০] https://www.facebook.com/100009921310277/posts/1988577654816259/?app=fbl

২১]
https://www.facebook.com/1378899880/posts/10230734763897578/?app=fbl

২২]
https://www.facebook.com/100004055779831/posts/3105871972891298/?app=fbl

14/04/2023

বউয়ের শরীর দেখিয়ে বাঙালির টাকা ইনকামের নতুন ধান্দা,
নাম দিয়েছে- কাপল ব্লগ❗

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when IYI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IYI:

Share

Category