Girl De তাঁরছেঁড়া

Girl De তাঁরছেঁড়া I love Allah

21/03/2025

স্নেহা আর রূপা, কলেজ জীবনের প্রথম দিন থেকেই একে অপরের ছায়াসঙ্গী। একসাথে ক্লাস, ক্যান্টিনে আড্ডা, রাত জেগে পরীক্ষার পড়া—সব জায়গায় ছিল তাদের একসাথে চলার গল্প। কিন্তু আজ কলেজের শেষ দিন।

দুজন চুপচাপ কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছে। চার বছরের সব স্মৃতি যেন এক ঝটকায় ফিরে আসছে। প্রতিদিন যে গেট দিয়ে হেসে-খেলে ঢুকত, আজ সেই গেটটা যেন অনেক ভারী লাগছে।

"কাল থেকে আর এখানে আসতে হবে না ভাবতেই কেমন লাগছে!"—রূপা বলে উঠল।

স্নেহা মুচকি হেসে বলল, "কী মজা! আর ক্লাসের জন্য দৌড়াতে হবে না, আর সেই কঠিন এসাইনমেন্ট জমা দেওয়ার টেনশন নেই!"

কিন্তু দুজনের চোখের জল ধরে রাখা কঠিন হয়ে উঠল।

রূপা ধীরে বলে, "স্নেহা, মনে আছে আমাদের প্রথম ক্লাস? কতো ভয় পেয়েছিলাম স্যার যদি কিছু জিজ্ঞেস করেন!"

স্নেহা হেসে বলল, "আর মনে আছে, প্রথম সেমিস্টারের পর ক্যান্টিনে বসে আমরা কাঁদছিলাম, ভাবছিলাম পাশ করতে পারব তো?"

"তারপর কী হলো? একসাথে পড়ে, একে অপরকে সাহায্য করে টেনে নিলাম!"—রূপার গলায় আবেগ।

একটা বাতাস বইল, স্নেহা বলল, "বন্ধুত্ব শুধু কলেজের চার দেয়ালে আটকে থাকবে না, বুঝলি? আমরা হয়তো প্রতিদিন দেখা করব না, কিন্তু আমাদের গল্পগুলো, আমাদের বন্ধুত্ব, সব কিছু থাকবে আগের মতোই।"

রূপা চোখ মুছে বলল, "হ্যাঁ রে! হয়তো আমরা ভিন্ন পথে যাব, কিন্তু বন্ধুত্ব তো একই থাকবে!"

ওরা দুজন হাত ধরে রাস্তায় এগিয়ে গেল, নতুন জীবনের পথে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Girl De তাঁরছেঁড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share