06/03/2023
নিলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নে জাহানুর (২৮) নামের এক মুসলমান যুবকের বাসায়,
পলি রায় (২৪) নামে এক হিন্দু তরুনি বিয়ের দাবি নিয়ে অনশণ করতেছে
তরুনির দাবি উক্ত যুবকের সাথে অনেক দিনের সম্পর্ক ও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল।
উক্ত এলাকার কয়েকজন এর কাছে এই তথ্যের সত্যতা জানতে চাইলে তারা বলে আমরা কখনো আগে শুনি নাই আর তা ছাড়া আমরা এই বিষয় নিয়ে অবগত নই।
বিষয় টি নিয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয় টি কে গভির ভাবে খতিয়ে দেখতেছি আমরা সঠিকতা যাছাই করে দ্রুত সমাধান করার চেষ্টা করব।