13/10/2024
মানুষ মাত্রই মরণশীল 🙂। এই আছি এই নাই। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ নসীব করে গেলাম। যদি হঠাৎ শুনতে পান যে আমি আর নাই এই কাজ গুলো একজন মুসলীম ভাই হিসেবে করবেন এবং আমার পরিবারকে জানাবেন 🙂🤲🙂
১। মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না।
২।আমার মৃত্যুকে কখনো অকাল মৃত্যু বলবেন না। কেননা আমার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে।
৩।আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন -- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৪।আমার মৃত্যুর পর মিলাদ বা চল্লিশা করবেন না। কারণ এটা স্পষ্ট বিদআত।পারলে গোপনে দান করবেন
৫।যারা আমার মৃত্যু সংবাদ শুনবেন সকলে জানাজায় অংশগ্রহণের জন্য চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন।
৬।আমার লাশ মাহরম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।
৭।আমার লাশকে সুন্দরভাবে গোসল করাবেন ইসলামি শরিয়াহ মোতাবেক।
৮।লাশ দাফনের সময় ইসলামী নিয়ম মেনে চলবেন সমাজের নিয়ম নয়।
৯।আমার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে যাবেন আপনার সময় ও অতি নিকটে।
১০।কবরের আজাব লাঘবে মুনকার- নাকিরের প্রশ্নের উত্তর যেন সহজভাবে দিতে পারে তার জন্য দোয়া করবেন।
১১।আপনি যদি আমার কাছে থেকে কিছু পেয়ে থাকেন তাহলে আমার পরিবারের সাথে যোগাযোগ করবেন যদি তারা দিতে অস্বীকার করে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন,, ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন।
১২।আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।
১৩।কোন প্রকার গীবত করবেন না,, কেননা আমি আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছি।
১৪।দুনিয়াতে বেঁচে থাকতে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।
১৫।হে আল্লাহ তোমার কাছে আমি কালিমা নসিব উত্তম মৃত্যু চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও।