12/09/2025
আলহামদুলিল্লাহ, কিশলয় এখন ওয়াফিলাইফে...
ঘরে বসে সংগ্রহ করে নাও তোমার পছন্দের ম্যাগাজিন কিশলয়।
#কিশলয়
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়
শিশু-কিশোরদের মানস গঠনে প্রয়োজন জ্ঞান, বিনোদন ও নৈতিক শিক্ষা একসাথে পৌঁছে দেওয়ার মতো একটি নির্ভরযোগ্য মাধ্যম। সেই লক্ষ্যেই প্রকাশিত হয়েছে ‘ত্রৈমাসিক কিশলয়’।
এই পত্রিকায় রয়েছে চিন্তাশীল প্রবন্ধ, অনুপ্রেরণামূলক কবিতা-ছড়া, কৌতূহল জাগানো তথ্যবহুল লেখা, রোমাঞ্চকর গল্প ও গোয়েন্দা কাহিনি। ইতিহাস, বিজ্ঞান, প্রকৃতি ও ইসলামী মূল্যবোধ—সবকিছু মিলিয়ে কিশলয় হয়ে উঠেছে শিশু-কিশোরদের জন্য জ্ঞানের রঙিন ভাণ্ডার। সময়ের সাথে তাল মিলিয়ে লেখা এই পত্রিকা কিশোরদের ভালো লাগবে।
আপনার সন্তানকে দিন পড়ার আনন্দ আর জানার আলো। এখনই সংগ্রহ করুন এটি।
অর্ডার লিংক কমেন্টে।