চিঠি-Cithi

চিঠি-Cithi Letter to a beautiful soul

24/06/2025
They're so adorable! 🥹🤍
23/06/2025

They're so adorable! 🥹🤍

23/06/2025

বর্ষা, ভরা নদী, পদ্মফুল

23/06/2025

পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্ত কেউ পান করে না, ঠিক তেমনি বেপর্দা পুরুষকে সবার ভালো লাগে কিন্তু কেউ বিয়ে করে না

তুমি যেদিন বেলি আর আলতার সাজে।🤎     ゚
21/06/2025

তুমি যেদিন বেলি আর আলতার সাজে।🤎

শিউলি ফুল। চোখ জুড়ানো সৌন্দর্য্যের এই ফুলটি রোজ সন্ধ্যায় ফোটে, আবার সকাল হতেই ঝরে যায়।শিউলিকে বলা হয় ‘ট্রি অব সরো’ বা বি...
21/06/2025

শিউলি ফুল। চোখ জুড়ানো সৌন্দর্য্যের এই ফুলটি রোজ সন্ধ্যায় ফোটে, আবার সকাল হতেই ঝরে যায়।

শিউলিকে বলা হয় ‘ট্রি অব সরো’ বা বিরহের গাছ। বৈজ্ঞানিক নাম ‘নিক্টান্থেস আরবর-ট্রিসটিস’। এই নামটিকে ভাঙলেও কেমন বেদনার সুর বেজে ওঠে। লাতিন শব্দ ‘নিক্টান্থেস’ অর্থ সন্ধ্যায় ফোটা। আর ‘আরবর-ট্রিসটিস’ অর্থ হচ্ছে বিষণ্ণ গাছ।

এমনকি কবি নজরুলও শিউলি ফুলের ঘ্রাণে কান্না ধরে রাখতে পারেননি। লিখেছেন–
"শিশির-ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়..."

হিন্দু মিথলজিতেও শিউলির জন্ম নিয়ে একটা বেদনাবিধুর গল্প আছে। বলা হয়, নাগরাজের অসম্ভব সুন্দরী কন্যা ছিল পারিজাতিকা। তার রূপে মুগ্ধ সবাই। কিন্তু সে মুগ্ধ সূর্যতে! সূর্যের প্রেমে পাগলপ্রায়।

কিন্তু সূর্যদেব কোন ভাবেই সেই ভালোবাসা গ্রহণ করলো না। মন ভেঙ্গে খান খান হয় পারিজাতিকার। বেদনার ভার সইতে না পেরে আত্মাহূতি দিলো সে। হিন্দু শাস্ত্র মেনে তাকে দাহ করা হয়। কিন্তু আগুনে পুড়ে যে ছাই, তাতেও শেষ হলো না সব।

রাজকন্যার দেহভস্ম থেকে জন্ম নেয় একটি গাছ। সেই গাছে ফুল ফোটে। রাজকন্যার নামে রাখা ফুলের নাম- পারিজাতিকা। হ্যাঁ, শিউলির আরেক নাম পারিজাতিকা। একই ফুল শেফালি নামে পরিচিত।

আজও সেই অপূর্ণ প্রেমের বেদনা সে বয়েই চলেছে। আর তাই সূর্যের মুখ দেখতে চায় না বলেই রোজ সকালে সূর্য উঠার আগেই সে ঝরে পড়ে।

তথ্যসূত্রঃ
"শিশির ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়...", দৈনিক জনকণ্ঠ (সেপ্টেম্বর ৭, ২০১৬)

লেখা: ফোকলোর এক্সপেডেশন বাংলাদেশ।

19/06/2025

💔❤️‍🩹

19/06/2025

জীবন কেটে যায়!

Address

Rajshahi

Telephone

+8801650011306

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিঠি-Cithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিঠি-Cithi:

Share