16/08/2023
মেসেজ চাইলে নাও দেখতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে, দেখাটা ভদ্রতা। একেকটা রিপ্লাইয়ের মাঝে লম্বা সময়ের গ্যাপ রাখতেই পারো! তবে, ফার্স্ট রিপ্লাই করলে- অপরপক্ষের মানুষটার ভাল্লাগবে। শেষ মেসেজটা আনসিন অবস্থাতেও রাখতে পারো। তবে, সিন করে একটা রিয়েক্ট দিয়ে রাখলে- সুন্দর দেখাবে। তোমার আইডি, তোমার জীবন, যেভাবে ইচ্ছা চলতেই পারো। তবে, একটা ব্যাপার কী জানো? ভার্চুয়ালে আমাদের ব্যক্তিত্বের একটা বড় অংশ প্রকাশ করে, অন্যকে রেসপন্স করার ধরণের উপর। এমন না ইচ্ছার বিরুদ্ধে কথা বাড়াতে হবে। তবে, সুন্দর রেসপন্স প্রশংসনীয়।