বুনোহাঁস

বুনোহাঁস A Institute of Self-Employment. Make yourselfers as like your dream.

ভবিষ্যত শিখা জ্বলার আগেই অনাকাঙ্ক্ষিত অগ্নি গহ্বরে নিঃশেষ সব। স্তব্ধ বাংলাদেশ। 😢
22/07/2025

ভবিষ্যত শিখা জ্বলার আগেই অনাকাঙ্ক্ষিত অগ্নি গহ্বরে নিঃশেষ সব। স্তব্ধ বাংলাদেশ। 😢





18/07/2025

বেশি করে হাত চুলকাও বেশি বেশি টাকা পাও। 😁😆

23/05/2025

দেশে চলে সার্কাস
চাকা ছাড়া বিমান উড়ে যায়, ✈️
বগি রেখে ইঞ্জিন চলে যায়, 🚊
জনগণকে রেখে সরকার চলে যায়
রাতে আমার লুঙ্গী চলে যায় 🙈

ভিরাট কোহলি বাংলাদেশি মেয়ের টানে চলে এসেছে।
13/05/2025

ভিরাট কোহলি বাংলাদেশি মেয়ের টানে চলে এসেছে।

আসল ছবি কমেন্ট বক্সে,,,,😃😃
02/04/2025

আসল ছবি কমেন্ট বক্সে,,,,😃😃

31/03/2025

শুভ সকাল
আজ পবিত্র "ঈদ-উল-ফিতর"
সবাইকে "ঈদ-উল-ফিতরের" ❤️ শুভেচ্ছা ❤️
ঈদ মোবারক

বুনোহাঁস পরিবারের পক্ষ্য থেকে দেশবাসীর সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"
30/03/2025

বুনোহাঁস পরিবারের পক্ষ্য থেকে দেশবাসীর সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"

19/01/2024

আমাদের নতুন মেম্বারের নতুন Page. Follow দিয়ে পাশে থাকুন।
Stay with "Aparajita" page and keep smiling. 😄

05/01/2024

কুল সাকিব😍

আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে! করে না নিশ্চয়ই। কিন্তু আমার দাদা চুরি করেন। সবসময় না, চুরি করেন মাসের শেষ স...
03/01/2024

আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে! করে না নিশ্চয়ই। কিন্তু আমার দাদা চুরি করেন। সবসময় না, চুরি করেন মাসের শেষ সাপ্তাহের দিনগুলোতে।

আমার আব্বু সহ চাচারা মিলে চার ভাই। সবাই আলাদা সংসার করে, আলাদা খায়। দাদি মারা গিয়েছেন গত পৌষ মাসে। দাদির মৃত্যুর পর দাদা থাকতেন ছোট চাচ্চুর সাথে। গতো দু'মাস আগে ছোট চাচ্চু বিয়ে করেন। দাদার খাওয়ার হিসাব বন্টন করে দেওয়া হয়েছে মাসের চার সাপ্তাহ চার জনের ঘরে।

আমার আম্মু হিংসুটে, মেজু কাকিমা চুপচাপ, সেজু কাকিমা হাই টেম্পারেচার, ছোট কাকিমা বকবক ঝগড়াটে জানোয়ার মহিলা। মাসের শেষ সাপ্তাহে দাদার খাওয়ার তারিখ আসে ছোট চাচ্ছুর ঘরে। ওতে ছোটকাকিমা বিরক্ত, এতো খাই খাই করে কেনো এই বুড়ো মানুষটা! মরে না কেনো? মরলেও তো বাঁচি। বক বক করবে। দাদা উপোস থাকে, ছোট কাকিমা খাবার দেয়না ঠিকঠাক দাদুকে।

কিছুক্ষন আগে দাদা এসেছিলো আমার ঘরে। অমন শুকনো একখান মুখ। আমার মাথায় হাত বুলিয়ে গলার সুর খুব নরম করে দাদা বললো, দাদুভাই তুই ভাত খাইচিস? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো দাদু? দাদা চোখজোড়া হাতের আড়াল করে মুচলো একবার । মৃধু হাসলো। অমন শুকনো শীতল হাসি, এই হাসির একটা নাম আছে ক্ষুধা, দাদার ঐ ক্ষুধার হাসি দেখে আমার কান্না পেলো খুব। হাতাকাঁটা গেঞ্জি তুলে পেট দেখালো দাদা, পেটে গামছা বেঁধেছে। দাদা আমায় বললো, দাদুভাই তোর মা না থাকলে চুপিচুপি রান্নাঘরে গিয়ে দেখে আয়তো পাতিলে ভাত আছে কি না। ভাত নেই। আমার খাওয়া শেষে বাকি যে টুকুন ভাত ছিল পাতিলে ঐ টুকুন ভাত মা বাটিতে তুলে কুকুরের সামনে দিয়ে গোসল করতে গিয়েছে।

মা গোসল শেষ করে এসে চিৎকার চেচামেচি শুরু করেছে কারণ মায়ের বাটিটা চুরি হয়েছে। অত বড় একটা বাটি কোথায় পাবে মা, আগামীকাল কিসে তুলে ভাত দিবে কুকুরকে। আমি জানি মায়ের বাটিটা কে চুরি করেছে। দাদা। দাদা কুকুরের খাওয়া অর্ধেক ভাত সহ ঐবাটি চুরি করেছে আমি দেখেছি, আমার চোখ সাক্ষী।

আমি এখন মা'কে গিয়ে বলবো, মা আমার দাদা একটা চোর।বেহায়া চোর, ভাত চোর।

লেখা: আরিফ হুসাইন

01/01/2024

শেষ পর্যন্ত তাহেরি Song বিদেশ এ Export করা হলো 🤣

Address

Rajshahi
6062

Telephone

+8801857296305

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুনোহাঁস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বুনোহাঁস:

Share