Luscious Mangoes

Luscious Mangoes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Luscious Mangoes, Digital creator, Rajshahi.

আসসালামুয়ালাইকুম।আমি মোঃ ইমরান হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি।রাজশাহীর বিখ্যাত গোপালভোগ, হিমসাগর...
25/05/2022

আসসালামুয়ালাইকুম।আমি মোঃ ইমরান হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি।রাজশাহীর বিখ্যাত গোপালভোগ, হিমসাগর,ল্যাংড়া,ফজলি,আম্রপালি এছাড়া রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আমের প্রি অর্ডার চলছে।

➤আম অর্ডার করার আগে পুরো পোস্ট টি ভালো ভাবে পড়ুন, বুঝুন তার পর আম অর্ডার করুন।
➤টাকা আপনার! সিদ্ধান্তও আপনার!!! ক্যামিকেল মুক্ত আম ক্রয় করবেন? নাকি ক্যামিকেল যুক্ত আম?
➤সম্পূর্ন ফরমালিন ও কেমিক্যাল মুক্ত সুমিষ্ট আম সরাসরি রাজশাহীর নিজস্ব বাগান হতে সরবরাহকৃত।
➤সরাসরি বাগান থেকে সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারী দেওয়া হয়।
👉মিনিমাম অর্ডার ১০ কেজি।
👉পেমেন্ট সম্পূর্ণ অগ্রিম প্রদান করতে হইবে।
👉 সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে হবে।
➤ নিজস্ব আম বাগান হতে আম পেড়ে কোন প্রকার ফরমালিন ও রাসায়নিক এর ব্যবহার ছাড়া আম দিয়ে থাকি।
আমাদের আমের বৈশিষ্ট্যঃ
১. ১০০% ফরমালিন ও কার্বাইড মুক্ত।
২. আপনারা অর্ডার করার পর আমরা গাছ থেকে আম নামিয়ে আপনাদের জন্য কুরিয়ার করে থাকি সুতরাং আম গুলো আধা পাকা বা শক্ত দেওয়া হয় যাতে কুরিয়ারে আম নষ্ট না হয়।

03/06/2021

গোপালভোগ আমের সময় প্রায় শেষ। বাজারে চলছে হিমসাগর আম।অর্ডার অনুযায়ী সারা বাংলাদেশের সকল জায়গায় আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে হিমসাগর,গোপালভোগ আম। এছাড়া ল্যাংড়া,ফজলি,আম্রপালি, হাড়িভাঙ্গা সহ সবধরণের আমের প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
শতভাগ ফর্মালিন মুক্ত,সুমিষ্ট-সুস্বাদু রাজশাহীর আম খেতে চাইলে আর দেরি না করে এখনি অর্ডার করুন ইনবক্সে অথবা ফোনে।
মোঃ ইমরান হোসেন
মোবাইল:
০১৭৩৬৫২৬৬১৭
আম প্রিমিয়াম কোয়ালিটি এর জন্য দাম বেশি মনে হতে পারে। কিন্তু আমরা পন্যর সার্ভিসে বিশ্বাসী দামে নয়।
# # গলাচিপা উপজেলায় হোম ডেলিভারির সুযোগ রয়েছে। জেলার বাইরে কুরিয়ারে আম যায় না।

ডায়েবেটিকস আম☀️☀️ লক্ষনভোগ বা লখনা।বাসার যেসব বয়স্ক লোক যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য।লক্ষনভোগ বা নীলসাগর আম লখ...
02/06/2021

ডায়েবেটিকস আম☀️☀️ লক্ষনভোগ বা লখনা।

বাসার যেসব বয়স্ক লোক যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য।
লক্ষনভোগ বা নীলসাগর আম লখনা নামেই বেশি পরিচিত। লক্ষণভোগ আমের আঁশ খুবই কম। এর রং ও গন্ধ অসাধারন। খোসা পাতলা। আটি খুবই পাতলা। এই আম অগ্রিম প্রজাতির আম হওয়ায় আমের মৌসুমের শুরুতেই পাওয়া যায়। এটার মিষ্টতা অন্যান্য আমের তুলনায় একটু কম কিন্তু স্বাদ এর কথা চিন্তা করলে ভালোই সুস্বাদু এবং সুগন্ধ যুক্ত। লক্ষণভোগ আম পাকার পরেও ৬-৮ দিন ভাল থাকে।
যেহেতু লক্ষনভোগ আম বেশিদিন কোনো বাগান মালিক বাগানে রাখেন তাই আপনাদের সুবিধার জন্য আমরা লক্ষনভোগ আমের প্রি-অর্ডার নিচ্ছি।
অর্ডার করতে যোগাযোগ করুন
মোঃ ইমরান হোসেন
০১৭৩৬৫২৬৬১৭

😳গলাচিপা পৌরসভায় ফ্রি হোম ডেলিভারি 😴

02/06/2021

হাড়িভাঙা আমের বাগান 😊

🥭❤️🥭ফ্রি হোম ডেলিভারি🥭❤️🥭এই প্রথম গলাচিপাতে বিখ্যাত রাজশাহীর আম আমরা হোম ডেলিভারি দিচ্ছি।🥭আমপ্রেমিদের অপেক্ষার পালা শেষ ...
01/06/2021

🥭❤️🥭ফ্রি হোম ডেলিভারি🥭❤️🥭
এই প্রথম গলাচিপাতে বিখ্যাত রাজশাহীর আম আমরা হোম ডেলিভারি দিচ্ছি।

🥭আমপ্রেমিদের অপেক্ষার পালা শেষ হল ।
এ বছর আমরা সিজন শুরু করছি গোপালভোগ আম দিয়ে। তারপর একে একে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, হাড়িভাঙ্গা, কালুয়া, ইত্যাদি আম আস্তে থাকবে।

আর এই করোনা মহামারীর সময়ে বাজারে না গিয়ে ঘরে বসেই পেতে পারেন সরাসরি বাগান থেকে সংগ্রহ করা রাজশাহীর কেমিক্যাল মুক্ত, ফ্রেশ ও বিশুদ্ধ আম।

এই গ্রীষ্মের তীব্র গরমে আপনার শরীর ও মনকে একটু প্রশান্তি দিতে পারে এক ফালি ফ্রেশ আম । তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আপনার পছন্দের আমটি। আপনার কাছে কেমিক্যালমুক্ত, বাগান ফ্রেশ বিশুদ্ধ পণ্য পৌঁছাতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
🥭🥭🚛এই করনা কালে বাসার বাইরে না গিয়ে বাগান ফ্রেশ ক্যেমিকাল মুক্ত আম ঘরে পেতে এক্ষুনি অর্ডার করুন। আমাদের টিম সরাসরি রাজশাহী থেকে গলাচিপায় আপনার বাসায় আম নিরাপদে পৌছায় দিবে।
আমাদের কাছে পাবেন

প্রিমিয়াম কোয়ালিটি
গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, হাড়িভাংগা আম🥭🥭
আমাদের আমের বৈশিষ্ঠ্যগুলো হলোঃ
১) সরাসরি রাজশাহীর নিজেদের বাগান থেকে আম দেওয়া হয়।
২) আমের মুকুল থেকে প্যাকেজিং পর্যন্ত নিজস্ব তত্তাবধায়নের মাধ্যমে শতভাগ নিরাপদ ব্যবস্থাপনা।
৩) আসল আমের স্বাদ ও গন্ধ নিশ্চিত করতে, পরিপক্কতা যাচাইয়ের পরেই বাগান থেকে আম সংগ্রহ করা হয়।
৪) আমের ফ্রেশনেস নিশ্চিত করতে অর্ডার দেওয়ার পরেই গাছ থেকে আম পাড়া হবে।
৫)উন্নত মানের প্যাকেজিং।
৬) যথাসম্ভব স্বল্প সময়ে ডেলিভারি।

ডেলিভারি তারিখঃ
হিমসাগরঃ চলছে
ল্যাংড়াঃ ১০ জুন
লক্ষনভোগঃ ১২ জুন
হাড়িভাঙ্গাঃ ২০ জুন

*** হোম ডেলিভারি শুধুমাত্র গলাচিপা পৌরসভাতে

সামনে আসছে হাড়িভাঙ্গা আম।হাড়িভাঙ্গা আম যার অপর নাম অমৃত..........!!!!!!যারা এর স্বাদ পেয়েছেন তারা একমত পোষণ করবেন, আর য...
01/06/2021

সামনে আসছে হাড়িভাঙ্গা আম।

হাড়িভাঙ্গা আম যার অপর নাম অমৃত..........!!!!!!
যারা এর স্বাদ পেয়েছেন তারা একমত পোষণ করবেন, আর যারা পাননি সুযোগ এসেছে আমাদের মাধ্যমে প্রকৃত স্বাদ উপভোগ করার। আমাদের অর্ডার করুন অত্যন্ত বিশ্বস্ততায় ডেলিভারি পাবেন ইনশাল্লাহ্।

সম্মানিত ক্রেতাদের প্রতি দাম বেশি নামক অহেতুক কমেন্ট করে নিজের ও আমাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য অনুরোধ থাকলো।
কেননা বাজারে ইলিশ মাছ ১৫০ টাকা দরে ( জাটকা) পাওয়া যায় আবার ১০৫০ টাকা দরেও পাওয়া যায় আপনি কোনটি খাবেন সিদ্ধান্ত আপনার।

অর্ডার করতে যোগাযোগ করুন:
মোঃ ইমরান হোসেন
০১৭৩৬৫২৬৬১৭

# সেবা সংক্রান্ত তথ্যাবলিঃ

® বাছাইকৃত পরিপক্ক ও সুমিষ্ট আম সরবরাহের ১০০% নিশ্চয়তা। (পানির দামে কেমিক্যালযুক্ত আম কিনে প্রতারিত হবেন না।)

® ফরমালিন, কার্বাইড ও যে কোন প্রকার কেমিক্যাল মুক্ত আমের ১০০% নিশ্চয়তা।

® যেকোন সময় অর্ডার করতে পারবেন।

® গলাচিপাতে হাড়িভাঙা আমের হোম ডেলিভারি।

® সর্বনিম্ন ১০ কেজি অর্ডার করতে হবে।

® টাকা পেমেন্ট না করলে অর্ডার কনফার্ম করা হবে না।

® আমাদের আমগুলো নিজস্ব বাগানে নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত হাইজেনিক উপায়ে উৎপাদিত তাই গুনগত মানের বিষয়ে আমরা আপোসহীন।

সুতরাং
দাম বেশির অজুহাতে আপনার ছোট্ট সোনামনি ও পরিবারবর্গকে কেমিক্যালযুক্ত নিম্নমানের আম খাওয়ানো হতে বিরত থাকুন এবং আমাদের অর্ডার করুন। আমরা আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাল্লাহ্।
বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন, প্রিয়জন, অফিসের সহকর্মী ও বস কে উপহার দিতে চাইলে তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইনবক্স করুন ।

Address

Rajshahi

Telephone

+8801736526617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luscious Mangoes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luscious Mangoes:

Share