প্রথম রাজশাহী - Prothom Rajshahi

প্রথম রাজশাহী - Prothom Rajshahi রাজশাহী অঞ্চলের আপডেট খবর জানতে আমাদের পেজে চোখ রাখুন

বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি না মানলে রোববার থেকে দেশজুড়ে কলম বিরতির হুঁশিয়ারিবিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ দুটি...
14/11/2025

বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি না মানলে রোববার থেকে দেশজুড়ে কলম বিরতির হুঁশিয়ারি

বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ দুটি দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে দেশজুড়ে একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি প্রধান দাবি জানানো হয়েছে:

১. সকল আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তথ্য : টিবিএস

রাজশাহী মেডিকেল সংলগ্ন ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। এখানে কতজন মানুষ কর্ম করে সংসার চালাতো, সবাই তো বেকার হয়ে গেল। তাদের কি ...
14/11/2025

রাজশাহী মেডিকেল সংলগ্ন ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। এখানে কতজন মানুষ কর্ম করে সংসার চালাতো, সবাই তো বেকার হয়ে গেল। তাদের কি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন?
দোকানগুলো ছিলো বলে হাসপাতালে আসা মানুষগুলো প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পেতো, নিরাপদে রাতের বেলায় চলাফেরা করতে পারতো। এখন তো রাস্তা ফাঁকা, নিরাপত্তা থাকবে তো?

Collected

শুনলাম রাজশাহী নগরীর পদ্মা পাড় দিয়ে চরে গেলে টাকা লাগে? কত টাকা করে নেয়?এটা কি রাজশাহী সিটি কর্পোরেশন নেয় নাকি এলাকার হে...
14/11/2025

শুনলাম রাজশাহী নগরীর পদ্মা পাড় দিয়ে চরে গেলে টাকা লাগে? কত টাকা করে নেয়?
এটা কি রাজশাহী সিটি কর্পোরেশন নেয় নাকি এলাকার হেডামরা........!!

রাজশাহীর জেলার পবা উপজেলার চর মাঝারদিয়া। #চরমাঝারদিয়ার #পবাছবি : মো. রুবেল ভাই
14/11/2025

রাজশাহীর জেলার পবা উপজেলার চর মাঝারদিয়া।

#চরমাঝারদিয়ার
#পবা

ছবি : মো. রুবেল ভাই

তথ্য-০৫ (ঘটনা পরকীয়া)রাজশাহীতে বিচারকের ছেলের হত্যাকারী সাথে বিচারকের স্ত্রীর পরকিয়া সম্পর্ক। তারই জেরে এই হত্যাকাণ্ড। ঘ...
14/11/2025

তথ্য-০৫ (ঘটনা পরকীয়া)
রাজশাহীতে বিচারকের ছেলের হত্যাকারী সাথে বিচারকের স্ত্রীর পরকিয়া সম্পর্ক। তারই জেরে এই হত্যাকাণ্ড। ঘাতক লিমন ভিডিও সাক্ষাৎকারে সেটাই স্বীকার করেছে।
এবিষয়ে বিচারকের স্ত্রীর কোন বক্তব্য পাওয়া যায় নি, কারন তিনি হাসপাতালে ভর্তি, গুরুত্বর অসুস্থ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ছাত্রলীগ নেতা শাহাদত হোসেনকে পিটিয়ে পুলিশে দিয়েছে। #রাবি  #ছাত্রলীগ  #পুলিশ ছবি : Ra...
13/11/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ছাত্রলীগ নেতা শাহাদত হোসেনকে পিটিয়ে পুলিশে দিয়েছে।

#রাবি
#ছাত্রলীগ
#পুলিশ

ছবি : Rajshahi University News24

তথ্য-০৪রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত অপরাধী লিমন। লিমনের বাড়ি গাইবান্ধা, লিমনের বক্তব্য সন্দেহজনক। স...
13/11/2025

তথ্য-০৪
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত অপরাধী লিমন। লিমনের বাড়ি গাইবান্ধা, লিমনের বক্তব্য সন্দেহজনক। সে সাবেক সেনা সদস্য বলে জানায়। এমনকি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে দাবি করে।

তথ্য-০৩(আরো বিস্তারিত)রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা। সাতদিন আগে স্ত্রীর করা জিডিতে যা আছেরাজশাহী মহানগর দায়রা জজ আব্দু...
13/11/2025

তথ্য-০৩(আরো বিস্তারিত)
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা। সাতদিন আগে স্ত্রীর করা জিডিতে যা আছে
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যা করা লিমন মিয়ার (৩৫) বিরুদ্ধে সাতদিন আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তার হামলায় আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪) নিরাপত্তাহীর স্বার্থে সিলেটের জালালাবাদ থানায় জিডিটি করেছিলেন। তবে এ জিডির তদন্ত শুরু হয়নি।

গত ৬ নভেম্বর করা এ জিডিতে তাসমিন নাহার লুসী উল্লেখ করেন, ‘কোয়ান্টাম ফাইন্ডেশনের সদস্য হওয়ায় লিমনের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে আমার মোবাইল নম্বর নেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। একটা পর্যায়ে লিমন প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি তা করতে অপারগতা প্রকাশ করায় সে ফোন করে নানারকম হুমকি-ধমকি দিচ্ছে।’

জিডিতে বলা হয়, ‘সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে লিমন আমার মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারের লোকজনদের প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়। লিমন যে কোন সময় আমিসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতিসাধন করিতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ অবস্থায় ব্যক্তি নিরাপত্তার স্বার্থে জিডি করা একান্ত প্রয়োজন।’

যোগাযোগ করা হলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মোবাশ্বির বলেন, ‘জিডি হওয়ার পর আদালত থেকে তদন্তের অনুমতি নিতে হয়। আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি। তবে এখনও তদন্তের অনুমতি পাইনি। তাই জিডির তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি।’

ওসি জানান, বিচারক আব্দুর রহমানের মেয়ে বিবাহিত। তবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাই সিলেটে মেয়ের কাছে ছিলেন তাসমিন নাহার লুসী। সেখানে থাকা অবস্থায় লিমন মিয়ার হুমকি পেয়ে তিনি থানায় জিডি করেছিলেন।

বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে। আর ঘাতক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ভবানীগঞ্জ গ্রামে। তার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, লিমন এ পরিবারের পূর্বপরিচিত। বিচারকের নিহত ছেলে সুমন রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।

বিচারক আব্দুর রহমান রাজশাহী নগরের ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের একটি দশতলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে ওই ফ্ল্যাটেই লিমনের হাতে খুন হয় বিচারকের নবম শ্রেণি পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন। আহত হন তার মা তাসমিন নাহার লুসী। হামলাকারী লিমন মিয়াও আহত হয়ে এখন হাসপাতালে।

স্পার্ক ভিউ ভবনের দারোয়ান মেসের আলী জানান, লিমন মিয়াকে তিনি আগে কখনও দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি তাকে ভেতরে ঢুকতে দেন। তবে তার আগে খাতায় তার নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। হাতে একটি ব্যাগ নিয়ে দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে, ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ধারালো অস্ত্রের গুরুত্বর আঘাতের ফলে সুমনের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। লাশ হাসপাতালের মর্গে আছে।

ডা. শংকর কে বিশ্বাস আরও জানান, বিচারকের স্ত্রীর ডান হাত ও উরু এবং বাঁ বাহুতে গুরুত্বর জখম দেখা গেছে। এছাড়া তার ডান হাতের একটি রগ কেটে গেছে। চিকিৎসকদের একটি সমন্বিত দল অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তার শারীরীক অবস্থা স্থিতিশীল। তিনি আরও জানান, লিমন মিয়ার ডান হাতে জখম ছিল। তবে সেটি গুরুত্বর নয়।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে। হাসপাতালে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সার্বিক ঘটনা তদন্ত করছে।

তথ্য ও ছবি : উত্তর ভূমি

রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জমান মহাদয় এসেছিলেন। #রাজশাহী_সেনানিবাস
13/11/2025

রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জমান মহাদয় এসেছিলেন।

#রাজশাহী_সেনানিবাস

তথ্য-০২ বিস্তারিতরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত।রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বা...
13/11/2025

তথ্য-০২ বিস্তারিত
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত।
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বিচারক।

এ ঘটনায় বিচারকের স্ত্রী এবং হামলাকারী যুবকও আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম তাওসিফ রহমান সুমন (১৬)। ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমন নবম শ্রেণির ছাত্র।

সুমনের মায়ের নাম তাসমিন নাহার। তাকেও আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলকারী যুবককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনে ঢোকার সময় ওই যুবক দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লিখেছেন লিমন। বিচারক আব্দুর রহমান সম্পর্কে ভাই, এ পরিচয় দিয়ে তিনি পাঁচতলার ফ্ল্যাটে চলে যান। ভবনে ঢোকার সময় তার হাতে একটি ব্যাগ ছিল।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, ওই যুবককে তিনি আগে কখনও দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি ঢুকতে দেন। তবে তার আগে নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে, ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত পান। এরপর তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত সুমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর হামলকারী যুবক ও বিচারকের স্ত্রীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ঘটনার পর বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে।

পুলিশ কমিশনার জানান, সিলেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছিলেন তাসমিন নাহার। কেন এই ঘটনা ঘটেছে তা তারা এখনও বিস্তারিত জানেন না।

সুত্র : উত্তরভূমি

তথ্য-০১রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া ফ্ল্যাটে বিচারকের ছেলে সুমনকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা। বিচারকের স্ত্রী আহত, ...
13/11/2025

তথ্য-০১
রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া ফ্ল্যাটে বিচারকের ছেলে সুমনকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা। বিচারকের স্ত্রী আহত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি।
রাজশাহী মহানগর দায়রা জজের বিচারক আব্দুর রহমানের ছেলে সুমন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম ঠেকানোর ঘোষণা রাকসুর,  গণজমায়েত শুরু। #রাবি #রাকসু ছবি: Rajshahi U...
12/11/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম ঠেকানোর ঘোষণা রাকসুর, গণজমায়েত শুরু।

#রাবি
#রাকসু

ছবি: Rajshahi University News24

Address

Rajshahi Sodor
Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম রাজশাহী - Prothom Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রথম রাজশাহী - Prothom Rajshahi:

Share