সহীহ হাদীস পেইজ

সহীহ হাদীস পেইজ 🥀 সহীহ হাদীস পেইজ 🥀

সহীহ হাদীস গ্ৰুপ 🥀 Sohi hadis group

28/08/2025

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ‏"‏‏.‏

28/08/2025

নিজেকে ছোট ভাবো না। আল্লাহ তাআলা একটি ছোট আমলকেও জান্নাতের কারণ বানিয়ে দিতে পারেন

28/08/2025

আসসালামুয়ালাইকুম

28/08/2025

আলহামদুলিল্লাহ

17/08/2025
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ #নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন পায়খানা থেকে বের হতেন, তখন বলতেনঃ ‘ #গুফরানাকা’ (...
17/08/2025

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

#নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন পায়খানা থেকে বের হতেন, তখন বলতেনঃ ‘ #গুফরানাকা’

(অর্থঃ হে #আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাই)

{ #আবুদাউদ হাদিস : ৩০ }

16/08/2025

উরওয়াহ (রহঃ) থেকে বর্ণিতঃ

অবশ্য ‘আয়িশা (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন মুহূর্তে ‘আসরের সালাত আদায় করতেন যে, সূর্যরশ্মি তখনও তাঁর হুজরার মধ্যে থাকতো। তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই।

16/08/2025

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

16/08/2025

সুবহানাল্লাহ

16/08/2025

#আলহামদুলিল্লাহ

16/08/2025

#আনাস(রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, বিলাল (রাঃ)-কে #আযানের বাক্যগুলো দু’ #দু’বার এবং #ইক্বামাতের বাক্যগুলো বেজোড় করে বলার নির্দেশ দেয়া হয়। ইসমাঈল (রহঃ) বলেন, আমি এ #হাদীস আইয়ূবের নিকট বর্ণনা করলে তিনি বলেন, তবে ‘কাদ্‌কামাতিস্ সলাতু’ ছাড়া।

16/08/2025

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবীগণ (যুল হিজ্জার) ৪র্থ তারিখ সকালে (মক্কায়) আগমন করেন এবং তাঁরা হাজ্জের জন্য তালবীয়া পাঠ করতে থাকেন। অতঃপর তিনি তাঁদের হাজ্জকে ‘উমরায় পরিণত করার আদেশ দেন। তবে তারা ব্যতীত যাঁদের নিকট হাদী (কুরবানীর পশু) ছিল। হাদীস বর্ণনায় ‘আতা (রহঃ) জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর অনুসরণ করেছেন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ হাদীস পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share