05/04/2022
❌❌❌টিপ নিয়ে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিবাদস্বরূপ হিন্দুরা কথা বলতে পারে। কিন্তু একজন মুসলিম নারী-পুরুষের এই ব্যাপারে প্রতিবাদী যে জগন্য ছবির পোস্ট দেখা যাচ্ছে তা পুরোপুরি হারাম ও ন্যক্কারজনক।
মুসলিম যেসব পুরুষেরা টিপ পড়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা যে অভিশপ্ত সে ব্যাপারে হাদীসে এসেছে,
রাসুল (সা.) এমন পুরুষের প্রতিও লানত করেছেন, যে পুরুষ নারীদের পোশাক পরিধান করে এবং এমন নারীর প্রতিও লানত করেছেন, যে পুরুষের পোশাক পরিধান করে। (মিশকাত)
-
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেই সব পুরুষের ওপর অভিশাপ করেছেন, যারা নারীদের মতো আকার-আকৃতি ধারণ করে হিজড়া সাজে এবং সেই সব নারীর ওপরও লানত করেছেন, যারা পুরুষালি আকৃতি ধারণ করে। (বুখারি)
আর মুসলিম নারীর টিপ পড়ার ব্যাপারে ইসলামে সুস্প্ষ্টভাবেই নিষেধ কারণ সেজেগুজে পরপুরুষের সামনে ঘুরে বেড়ানো নাজায়েজ। ইসলামে স্বামী, নিজস্ব মাহরাম পুরুষ এবং মহিলা অঙ্গন ছাড়া অন্য কারো সামনে মহিলাদের সাজ-সজ্জা ও সৌন্দর্য প্রদর্শন করা বৈধ নয়।
একদল আলেমের মতে, মুসলিম মহিলাদের জন্য টিপ পরা বৈধ নয়। তাদের মতে, টিপ পরা মূলত: সিঁদুরেরই একটি অংশ যা-হিন্দুদের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির অন্তর্ভুক্ত। সুতরাং টিপ পরিধান করলে হিন্দুয়ানী সংস্কৃতি চর্চা করা হয়- যা ইসলামে হারাম।
অতএব, হিন্দুরা এই ব্যাপারে প্রতিবাদ করার করুক। কিন্তু একজন মুসলিম নারী-পুরুষ এভাবে প্রতিবাদ করা কোনভাবে জায়েজ নয়। ❌❌❌
আল্লাহ আমাদের অভিশপ্ত হওয়া থেকে হিফাজত করুক। আমীন