Mamata's Recipe & Vlog

Mamata's  Recipe & Vlog 'Mamata's Vlog' is a channel on vloging, cooking, roaming and other activities. Hope to get you.

লেয়ান্দ্রো ডি সুজা, যিনি একসময় ব্রাজিলের সবচেয়ে বেশি ট্যাটু করা মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তার গল্পটা সত্যিই অনুপ্রের...
11/09/2025

লেয়ান্দ্রো ডি সুজা, যিনি একসময় ব্রাজিলের সবচেয়ে বেশি ট্যাটু করা মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তার গল্পটা সত্যিই অনুপ্রেরণামূলক।

​তাঁর শরীরের ৯৫ শতাংশে ছিল ১৭০টিরও বেশি ট্যাটু, এমনকি তাঁর মুখেও। বছরের পর বছর তিনি মাদকাসক্তি, গৃহহীনতা এবং জেল জীবন পার করেছেন। তিনি নিজেই বলতেন যে একসময় তার নিজেকে একটা 'সার্কাসের আকর্ষণ' মনে হত।

​দুই বছর আগে তাঁর জীবন মোড় নেয় যখন তিনি আধ্যাত্মিক পথের সন্ধান পান। তখন থেকেই শুরু হয় তাঁর নতুন জীবন, আর এর অংশ হিসেবে তিনি বেছে নেন ট্যাটু অপসারণের কষ্টকর প্রক্রিয়া। প্রতিটি সেশনই ট্যাটু করার চেয়েও বেশি বেদনাদায়ক, কিন্তু লেয়ান্দ্রোর কাছে এটি ছিল তার পুরোনো জীবনকে পেছনে ফেলে নতুন অধ্যায়কে আলিঙ্গন করার প্রতীক।
​এই গল্পটিকে আরও বেশি অনুপ্রেরণাদায়ক করে তুলেছে ট্যাটু অপসারণ স্টুডিওটির মহানুভবতা। তারা লেয়ান্দ্রোর এই পরিবর্তনকে শুধু বাহ্যিক নয়, বরং ভেতরের রূপান্তর হিসেবে দেখে বিনামূল্যে এই কাজটি করে দিয়েছে।
​লেয়ান্দ্রোর এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা জীবনের পথে যতই দূরে চলে যাই না কেন, পরিবর্তন সবসময়ই সম্ভব।

২০১১ সালে নিখোঁজ হওয়া কলোরাডোর এক যুগলকে আট বছর পর পাওয়া গেল পরিত্যক্ত উটাহ খনিতে বসা অবস্থায়।এক দশক ধরে পরিবার এবং ক...
10/09/2025

২০১১ সালে নিখোঁজ হওয়া কলোরাডোর এক যুগলকে আট বছর পর পাওয়া গেল পরিত্যক্ত উটাহ খনিতে বসা অবস্থায়।

এক দশক ধরে পরিবার এবং কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে রাখা এক রহস্যময় ঘটনার অবসান ঘটে ২০১৯ সালে, যখন কলোরাডোর দুই পর্যটক — ২৬ বছর বয়সী সারাহ বেনেট ও ২৮ বছর বয়সী অ্যান্ড্রু মিলার — এর কঙ্কালাবশেষ পাওয়া যায় দক্ষিণ উটাহর একটি সিল করে দেওয়া ইউরেনিয়ামের খনির গভীরে। ২০১১ সালে নিখোঁজ হওয়ার পর তাদের আর খোঁজ মেলেনি।

২০১১ সালের মে মাসে একটি শান্ত সাপ্তাহিক ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন তারা। প্রকৃতি ও ফটোগ্রাফির প্রতি ভালোবাসার জন্য পরিচিত এই যুগল তিন দিনের একটি ভ্রমণ পরিকল্পনা করেছিলেন, যেখানে তারা ঘুরে দেখতে চেয়েছিলেন নির্জন ও অতীত ইতিহাসে ঘেরা সান রাফায়েল সোয়েলের প্রাকৃতিক সৌন্দর্য। এই অঞ্চলটি পুরনো ইউরেনিয়াম খনি ও পাথুরে ক্যানিয়ন দিয়ে ভরা এক রুক্ষ মরুভূমি।

"তারা কোনো অ্যাডভেঞ্চারপ্রেমী ছিল না," ২০২০ সালে দ্য ডেনভার পোস্ট-কে বলেছিলেন সারাহর বোন এমিলি বেনেট। "তারা শুধু একটু নির্জনতা খুঁজছিল, কাজ আর জীবনের কোলাহল থেকে দূরে থাকার জন্য।"

কিন্তু সারাহ ও অ্যান্ড্রু আর ফিরে আসেননি।

তাদের শেষ অবস্থান ছিল গ্রিন রিভার, উটাহর একটি গ্যাস স্টেশন, যেখানে তারা তাদের সুবারু আউটব্যাক গাড়িতে তেল ভরেন এবং এমেরি কাউন্টির একটি মানচিত্র কেনেন। এরপর থেকে তারা নিখোঁজ। হেলিকপ্টার, স্বেচ্ছাসেবক, কুকুর এবং ড্রোন ব্যবহার করে বিস্তৃত অনুসন্ধান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। মরুভূমি যেন তাদের গিলে ফেলেছিল।

বছর পার হতে থাকে। ছড়িয়ে পড়ে নানা গুজব— খুন, মাদক চক্র, এমনকি এলিয়েনদের সম্পৃক্ততার মতো তত্ত্ব— কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি।

এরপর ২০১৯ সালের আগস্টে, ইউনিভার্সিটি অব উটাহর কয়েকজন ভূতত্ত্বের ছাত্র টেম্পল মাউন্টেনের কাছে একটি পুরনো ইউরেনিয়ামের খনি ঘাঁটতে গিয়ে এক ভয়ানক আবিষ্কার করেন।

খনির ভেতরে প্রায় ৩০০ ফুট ঢুকে তারা দেখতে পান দুটি পূর্ণ পোশাক পরিহিত কঙ্কাল পাশাপাশি দুটি মরিচা ধরা ভাঁজ করা চেয়ারে বসে আছে। পাশে পড়ে ছিল একটি ভাঙা ল্যান্টার্ন, একটি মরিচা ধরা থার্মোস, ও একটি পুরনো নিকন ক্যামেরা।

খনিটির ভেতরের অংশ ভেঙে পড়ে প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল, যেটাকে বিশেষজ্ঞরা বলছেন এক ধরনের "প্রাকৃতিক সমাধি", যা পুরো দৃশ্যটি সংরক্ষণ করেছিল।

দাঁতের রেকর্ড দেখে নিশ্চিত হওয়া যায়— এরা সারাহ ও অ্যান্ড্রু।

তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে "অনির্ধারিত" হিসেবে চিহ্নিত

27/08/2025

সম্রাট আকবরের প্রিয় স্ত্রী যোধাবাই এর সমাধি।মরিয়ম উজ জামানির ইতিহাস।যোধাবাই টম্ব।যোধাবাইয়ের রাজকীয় সমাধি।

৩২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অলিভার অ্যালভিসের জীবন দুই বছরের মধ্যে পুরোপুরি ওলটপালট হয়ে গেছে, কারণ তিনি ঘুমাতে পারেন না!অ...
26/08/2025

৩২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অলিভার অ্যালভিসের জীবন দুই বছরের মধ্যে পুরোপুরি ওলটপালট হয়ে গেছে, কারণ তিনি ঘুমাতে পারেন না!

অলিভার একসময় বেশ পরিশ্রমী, দায়িত্বশীল, সুস্থ এক ট্রেনচালক ছিলেন। বাড়ির ঋণ শোধ করে দিয়েছিলেন, প্রাইভেট পাইলট লাইসেন্স নিয়েছিলেন, নিজের প্লেনও কিনেছিলেন। প্রেমিকার সঙ্গে সুখী ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন তিনি।

কিন্তু হঠাৎ এক রহস্যময় অসুস্থতা সবকিছু কেড়ে নেয়। ঠিক অনিদ্রা নয়, বরং প্রায় পুরোপুরি 'ঘুম'ই হারিয়ে ফেললেন তিনি। ঘুমাতে পারেন না তিনি, চোখ বন্ধ করলেও ঘুম আসে না। যেন একটানা জেগে থাকছেন সারাক্ষণ।

দিন গড়িয়ে রাত, আর রাত পেরিয়ে দিন- ঘুম না আসায় জীবনটা তার কাছে যন্ত্রণার নামান্তর। ঘুমের অভাব তাকে শারীরিক-মানসিক উভয়ভাবেই ভেঙে দিয়েছে। জীবনের নানা অর্জনের প্রায় সবকিছু হারিয়েছেন তিনি।

অলিভারের শরীর এখন এমন পর্যায়ে গেছে যে অ্যানেসথেসিয়া দেওয়ার পরও তিনি জেগে থাকেন। মাথায় অসহ্য চাপ, শরীরে আগুন জ্বলার মতো অনুভূতি, হাড়-মাংসে ব্যথা, চোখ গলে পড়ার মতো যন্ত্রণা- এসব সহ্য করেছেন টানা ২১ মাস।

ডাক্তাররা তার এই অবস্থার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলেন, একেবারে ঘুমের অনুপস্থিতি প্রাণঘাতী হতে পারে। প্রাণীর ওপর পরীক্ষা থেকে দেখা যায়, কুকুর ১৭ দিন আর ইঁদুর ৩২ দিন ঘুম ছাড়া টিকে থাকতে পারে। অথচ অলিভার প্রায় দুই বছর ধরে মোটামুটি ঘুম ছাড়াই বেঁচে আছেন!

তিনি ঘুম আনার জন্য সবকিছু চেষ্টা করেছেন- ওষুধ, থেরাপি, দেশ-বিদেশের ভেষজ গাছ; কিছুতেই কাজ হয়নি। বাধ্য হয়ে বাড়ি বিক্রি করেছেন, মায়ের কাছে ফিরে গেছেন, আর পৃথিবী ঘুরে চিকিৎসা খুঁজেছেন।

অলিভার আক্ষেপ করে বলেন, “রাতে আমি হাঁটতে বের হই, ফুটপাতে ঘুমিয়ে থাকা গৃহহীনদের দেখে হিংসে হয়। তাদের জায়গায় আমি থাকতে চাই- শুধু ঘুমানোর জন্য। আমি আমার সব সম্পদ দিয়ে দিতাম, যদি এক রাত শান্তিতে ঘুমোতে পারতাম।”

🚫🚫🚫সতর্কতামূলক পোস্ট:মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে সাবু খাওয়ানোর সময় গলায় আটকে তাওসিফ আহমেদ (১ বছর) নামে এক শিশুর ম...
25/08/2025

🚫🚫🚫সতর্কতামূলক পোস্ট:

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে সাবু খাওয়ানোর সময় গলায় আটকে তাওসিফ আহমেদ (১ বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওসিফ হিজুলী গ্রামের মহিবুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির মা তাকে সাবু খাওয়াচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত সাবুর দানা গলায় আটকে যায়। দ্রুত মুমূর্ষু অবস্থায় তাওসিফকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসবই করবেন আপনারা।হাজারবার মানা করার পরেও আপনারা যা বুঝেন তাই করবেন।

ম!র্মান্তিক এক ঘটনা ঘটেছে মিশরে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর তিন প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পর মৃ!ত্যুবরণ করে...
24/08/2025

ম!র্মান্তিক এক ঘটনা ঘটেছে মিশরে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর তিন প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পর মৃ!ত্যুবরণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক স্বাস্থ্যঝুঁ!কির আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে, আর চিকিৎসকরা সতর্ক করে বলেছেন অতিরিক্ত পরিমাণে কাঁচা নুডলস খাওয়া হজমের জটিলতা তৈরি করে যা প্রাণঘা!তীও হতে পারে।

নবজাতকদের জন্য নিজের বুকের দুধ দান করে আমেরিকান নারী অ্যালিস ওগলট্রি নিজেরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন। তিনি এখন পর্য...
21/08/2025

নবজাতকদের জন্য নিজের বুকের দুধ দান করে আমেরিকান নারী অ্যালিস ওগলট্রি নিজেরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন।

তিনি এখন পর্যন্ত মোট ২,৬৪৫.৫৮ লিটার বুকের দুধ দান করেছেন, যা তার আগের (২০১৪ সা ১,৫৬৯.৭৯ লিটারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

নর্থ টেক্সাসের মাদারস’ মিল্ক ব্যাংকের মাধ্যমে তার দানকৃত দুধ ৩,৫০,০০০-এর বেশি প্রিম্যাচিউর ও অসুস্থ নবজাতকের কাছে পৌঁছে গেছে।

২০১০ সাল থেকে তিনি দুধ দান শুরু করেন, যখন তিনি দেখেন যে তার দুধ স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে। এরপর বছরের পর বছর তিনি প্রতি তিন ঘণ্টা পর পর নিজের দুধ সংগ্রহ করে চলেছেন, যা পরে বিশেষভাবে সংরক্ষণ করে সেই শিশুদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মাইলস্টোনের এক স্টুডেন্টের মাকে দেখতে গেলাম। জানতে চাইলাম আপা কেমন আছেন? সাথে সাথে উনি কান্নায় ভেঙ্গে পড়লেন, কাঁদতে কা...
18/08/2025

মাইলস্টোনের এক স্টুডেন্টের মাকে দেখতে গেলাম। জানতে চাইলাম আপা কেমন আছেন? সাথে সাথে উনি কান্নায় ভেঙ্গে পড়লেন, কাঁদতে কাঁদতে উনি বললেন, আমার বাসা এয়ারপোর্টের কাছে, সব সময় বিমানের আওয়াজ পাই। কখনোই ভয় লাগে নাই, এখন বিমানের আওয়াজ শুনলেই আতঙ্কিত হয়ে উঠি। আমি এই এলাকায় আর থাকবো না, এক মাস পরই চলে যাব। বললাম আপা আপনার ঐ দিনের অভিজ্ঞতা একটু বলেন শুনি? আবারো চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, কান্নার চাপে কথা বলতে পারছে না, আমারও চোখ ভিজে উঠলো! এরপর আপা বললেন, আমার অফিসটা উত্তরা হাউজ বিল্ডিং এ। আমার ছেলের এক ক্লাসমেটের মা ১টা ২০ মিনিটে আমাকে ফোন দিয়ে বলল, আপা আপনার নীরব কি বাসায় গেছে? আমি বললাম না? ওতো ক্লাস শেষে কোচিং করার কথা? তখন উনি বলল, আপনি খবর পান নাই? ওদের স্কুলের ছাদে একটা বিমান বি/ধ্বস্ত হয়ে আ/গুন জ্ব/লতেছে। আমার আর হুশ নাই, ছেলের মোবাইলে কল দিলাম, কল হইতেছে ধরে না। কয়েকবার চেষ্টা করলাম, কিছুতেই ধরে না। আমি খালি পায়ে দিলাম দৌড়। পায়ে জুতা নেই সেটা ভুলে গেছি। অফিস থেকে বের হয়ে কোন কিছু পাইতেছি না? রাস্তায় জ্যাম! সবাই দেখি দিয়া বাড়ির দিকে দৌড়াইতেছে। প্রায় দুই কিলো রাস্তা আমি খালি পায়ে দৌড়াতে থাকলাম! আমার পায়ে ঢুকলো কাচ ভাঙ্গা, বসে কাচ ভাঙ্গা খুলে আবার দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে একসময় স্কুলের সামনে গিয়ে দেখি আমার ছেলে যে বিল্ডিং এ কোচিং করে, সেই বিল্ডিং ধাউধাউ করে জ্ব/লে অঙ্গার হয়ে যাইতেছে। আমি পাগলের মতো চিৎকার করলাম, ভিতরে ঢুকতে চাইলাম, আর্মিরা কিছুতেই আমারে ঢুকতে দিলো না? আমি কি করবো? কিভাবে ছেলের উদ্ধার করব? মায়ের সামনে ছেলে আ/গুনে জ্বলে যাইতেছে, কোন মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে? আবার কান্না আরো বাড়লো আপার। আপাকে সান্তনা দেওয়ার কোন ভাষা খুঁজে পাচ্ছিলাম না? এরপর আপা বলল, এক ঘন্টার বেশি সময় ধরে আমি পাগলের মত ঘুরলাম, চোখের সামনে পুড়ে যাওয়া বাচ্চাদেরকে বের করে হসপিটালে নিয়ে যাইতেছে, কিন্তু আমার ছেলে নাই? আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে কোন দিকে যাব কিছু খুঁজে পাচ্ছি না? অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে গেলাম। কে যেন বোতলে করে মাথায় পানি দিলো। আমার মোবাইলে আমি সবাইরে ছবি দেখাইলাম, এটা আমার ছেলে, আপনারা কেউ দেখছেন? কে কার সন্তানের খবর দিবে? প্রত্যেকেইতো তারা নিজেদের সন্তানকে খুঁজে বেড়াইতেছে! তিন ঘন্টা পর হয়ে গেল, আমার আব্বুটার সন্ধান আমি পাইলাম না। একজন বলল আপনি হসপিটাল গুলোতে খোঁজ নেন। কিন্তু এত দূরের রাস্তা আমি যাব কিভাবে? আমার খালি পা, পা কেটে র/ক্ত ঝরতেছে। আমি ব্যগ ছাড়াই দৌড়ে অফিস থেকে বের হয়ে আসছিলাম। সাথে কোন টাকা নাই। একটা রিক্সাওয়ালাকে বললাম, উত্তরা মেডিকেলে যাবেন। সে চাইলো ৫০০ টাকা। আমি টাকা পাবো কই? খালি পায়ে দৌড়াতে শুরু করলাম। খালপাড় চোরাস্তা পর্যন্ত আইলাম, আর পারতেছিনা? রাস্তার উপরে বসে কাঁদতে ছিলাম, হঠাৎ একটা ছেলে বাইক নিয়ে আমার সামনে থামলো, আমারে জিজ্ঞাসা করল কি হইছে? আমি কাঁদতে কাঁদতে বললাম আমার ছেলেরে বুকের ধনরে আমি খুঁজে পাইতেছি না? আর্মিরা বলছে হসপিটালগুলোতে খুঁজতে! ভাইগো আমার সাথে একটা টাকাও নাই? ছেলেটা আমারে বলল, আপনি আমার পিছনে উঠেন। আমার মনে হলো একটা ফেরেশতা আমার জন্য আল্লাহ পাঠাইয়া দিছে। ছেলেটা আমারে নিয়ে প্রথমে গেলে উত্তরা আধুনিক হসপিটাল, এরপর গেল লুবানা হসপিটাল। এরপর গেল মনসুর আলী হসপিটাল, কুয়েত মৈত্রী হসপিটাল। কোথাও খুঁজে পাইলাম না আমার বুকের মানিক রে। কান্নায় আপা কথা বলতে পারছেনা। হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আইলো, আমারে বলল আপনি কি নিরবের আম্মা? আমি বললাম হ। উনি আমারে বলল আপনি মেট্রো স্টেশনের এখানে আসেন। ওই ফেরেশতা রূপী ভাইটা তার বাইকে করে আমারে নিয়ে উড়াল দিল, মানুষের জ্যামে কোনভাবে সামনে আগানো যাইতেছে না । আমি গিয়ে দেখি আমার ছেলে দাঁড়িয়ে কাঁপছে। আমার ছেলে বেঁচে আছে, সুস্থ আছে ভালো আছে, এটা দেখে আমি আমার বুকের মানিকরে বুকের সাথে জড়াই ধরে রাখলাম। কতক্ষন জড়িয়ে ধরে রাখছি আমি জানিনা? আমার কলিজা ঠান্ডা হইলো। এরপর বললাম বাবা তুই কই ছিলি? আমি যখন আপার সাথে কথা বলছিলাম, তখন পাশে খাটে শুয়ে ছিল উনার ছেলে নিরব। এ সময় ঘুম থেকে জেগে উঠলো আপার ছেলে নীরব। ট্রমার মধ্যে থাকা ছেলেটা এখনো ঠিকভাবে কথা বলতে পারে না? কানে ঠিকভাবে শুনতে পায় না, তাকিয়ে থাকে। আমি একটু জোর করে বললাম, মামা তোমার কি মনে পড়ে ওই দিনের ঘটনা? ও বলল একটার সময় ছুটির পর আমি আমার বন্ধুর সঙ্গে বাইরে দোকানে গেলাম। দুইজনে দুইটা বার্গার নিলাম। ভাবছি ক্লাসে বসে খাব, স্কুলের মাঠে আসতেই বিমানটা আমাদের থেকে একটু দূরে আছড়ে পড়ল, আমি আর আমার বন্ধু দৌড় দিয়ে পিছন দিকে এলাম, আমার একহাতে বার্গার আরেক হাতে মোবাইল, দুটো সেখানে পড়ে গেছে। আমি আমার বন্ধুরে আর খুঁজে পাই নাই, পরে খবর পাইলাম আমার বন্ধু এখন হসপিটালে ভর্তি আছে। ও আমার থেকে একটু সামনে ছিল তো, ওর শরীরের অনেক অংশ পুড়ে গেছে। জানিনা ও বাঁচবে কিনা? আমার বন্ধুর জন্য দোয়া করবেন আঙ্কেল। মা ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে আমার চোখের সামনে থেকে আমি এখন আর কোথাও যেতে দেব না! আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার ছেলের বাঁচিয়ে রাখছে। আমার ছেলে পাশে আছে, তাতেও আমি এত কষ্ট পাচ্ছি, এত আতঙ্কের মধ্যে আছি। যেসব মায়েরা সন্তান হারাইছে, আর যাদের সন্তান এখন হসপিটালে মৃ/ত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা যে কিভাবে বেঁচে আছে আমি জানিনা? বিমান বিধ্বস্ত হওয়ার শব্দে মনে হয় ছেলেটা কানে আঘাত পেয়েছে? আপনারা বাচ্চাটার জন্য দোয়া করবেন, যেন ও এই ট্রমা কাটিয়ে আবার নতুন করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ফি আমানিল্লাহ।

শরিয়তে যদি আ''ত্মহ''ত্যা যায়েজ থাকতো অনেক পুরুষ শুধু মাত্র স্ত্রীদের জন্য‌ই আ''ত্মহ''ত্যা করতো। সুন্দর এই পৃথিবীতে সবা...
17/08/2025

শরিয়তে যদি আ''ত্মহ''ত্যা যায়েজ থাকতো অনেক পুরুষ শুধু মাত্র স্ত্রীদের জন্য‌ই আ''ত্মহ''ত্যা করতো।

সুন্দর এই পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়, শুধু ইহকাল ও পরকালের কথা চিন্তা করে অনেকে নিরবে মাথা নিচু করে সমাজে বেঁচে আছে।

কারন পুরুষ চিল্লাচিল্লি করে কাঁদে না, পুরুষ কাঁদে নিরবে নিভৃতে অন্ধকারে পুরুষের কান্না কেউই দেখে না ।

আর এটাই সত্যি, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন আমীন 🤲
বিস্তারিত কমেন্টে....

মেক্সিকোর বিরল শারীরিক অবস্থা নিয়ে জন্মানো যমজ বোন কারমেন ও লুপিতা আন্দ্রাদে আবারও বিশ্বজুড়ে আলোচনায়। সম্প্রতি কারমেন তা...
13/08/2025

মেক্সিকোর বিরল শারীরিক অবস্থা নিয়ে জন্মানো যমজ বোন কারমেন ও লুপিতা আন্দ্রাদে আবারও বিশ্বজুড়ে আলোচনায়। সম্প্রতি কারমেন তার দীর্ঘদিনের প্রেমিক ড্যানিয়েলকে বিয়ে করেছেন।

একই দেহ কিন্তু আলাদা মাথা- এই অবস্থায় থাকা দুই বোনের মধ্যে কারমেন যখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন, লুপিতা খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছেন, আপাতত তিনি অবিবাহিতই থাকতে চান!

দুই বোন সবসময়ই তাদের ব্যতিক্রমী জীবনযাপন সবার সাথে শেয়ার করেছেন। কারমেনের বিয়ের পর লুপিতা প্রকাশ্যে বোনের জন্য খুশি প্রকাশ করলেও নিজের বিয়ের বিষয়ে বলেন, তিনি এখনই সেই পথে হাঁটতে চান না।

বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রশ্ন- যেহেতু তারা একই দেহ ভাগাভাগি করে থাকেন, তাহলে লুপিতা আলাদা করে অন্য কারও সঙ্গে বিয়ে করলে তা কীভাবে সম্ভব হবে?

আর যদি দুই বোন আলাদা সম্পর্কে জড়ান, তাহলে বাস্তবে তা মানিয়ে নেওয়া কতটা জটিল হবে- এই নিয়ে নেটিজেনদের কৌতূহলও কম নয়।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Mamata's Recipe & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamata's Recipe & Vlog:

Share