07/11/2025
ওহাইওর এক দম্পতি অবিশ্বাস্যভাবে একই দিনে তাঁদের যমজ সন্তানের জন্ম দিলেন। এর ফলে, পরিবারের সকল সদস্যের জন্মদিন এখন একটি মাত্র দিনেই!
এই ঘটনাটি অত্যন্ত বিরল। যেখানে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্মদিন একই দিনে হওয়ার সম্ভাবনা হলো 1/365 ভাগ, সেখানে একই তারিখে যমজ সন্তানের জন্ম যোগ হওয়ায় এই সম্ভাবনা গুণিতক হারে হ্রাস পায়। তাই চারজন সদস্যের একই দিনে জন্মদিন হওয়া একটি চরম ব্যতিক্রমী ঘটনা।
ওহাইওতে এক অসাধারণ ঘটনা ঘটেছে: এক দম্পতি তাঁদের নিজেদের জন্মদিনের ঠিক একই দিনে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই অবিশ্বাস্য কাকতালীয় ঘটনার ফলস্বরূপ, এখন তাঁদের পরিবারের চারজন সদস্যের জন্মদিন প্রতি বছর একই তারিখে পালিত হবে!
এমন ঘটনা বাস্তবে ঘটা প্রায় অসম্ভব। দুইজন প্রাপ্তবয়স্কের একই জন্মদিন হওয়ার সম্ভাবনা যেখানে মাত্র 1/365, সেখানে একই দিনে যমজ সন্তানের জন্ম যুক্ত হওয়ায় এই সম্ভাবনা আরও অনেক কম হয়ে যায়। এই চারজনের একই দিনে জন্মদিন হওয়াটা বাস্তবিকই একটি ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম।
ওহাইওর এক দম্পতি তাঁদের জন্মদিনেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন! এর মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিন একই দিনে পালিত হওয়ার এক দুর্লভ ঘটনা ঘটলো।
পরিসংখ্যান অনুযায়ী, এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম। দুইজন মানুষের একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা 1/365 হলেও, এই দম্পতির ক্ষেত্রে একই তারিখে যমজ সন্তানের জন্ম হওয়ায় সম্ভাবনাটি বহুগুণে কমে যায়। চারজনের একই দিনে জন্মদিন হওয়াটা তাই একটি অত্যন্ত বিরল গাণিতিক কাকতাল।