SMART IDEA BD

SMART IDEA BD This is idea related page where anyone can get idea related information.

09/07/2025

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:
মায়েদের দায়িত্ব নিতে হবে।

১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪- লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬- তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন। ছুম্মা আমিন।

03/07/2025

♥️♥️কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ♥️ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে।

01/07/2025

আলহামদুলিল্লাহ
৪৪ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত এক ভাই এর ফ্রেন্ড লিস্টে আছি

✅✅যেভাবে কমাবেন বিদ্যু'ৎ বিল:•বি'দ্যুৎ বিল কমানোর জন্য কিছু বাস্তবিক ও কার্যকর টিপস নিচে দেওয়া হলো, যা আপনি সহজেই ঘরে অন...
23/06/2025

✅✅যেভাবে কমাবেন বিদ্যু'ৎ বিল:

বি'দ্যুৎ বিল কমানোর জন্য কিছু বাস্তবিক ও কার্যকর টিপস নিচে দেওয়া হলো, যা আপনি সহজেই ঘরে অনুসরণ করতে পারেন।

১. প্রাকৃতিক আলো ব্যবহার করুন।
দিনের বেলা ঘরের জানালা খুলে দিন যেন সূর্যের আলো ঘরে প্রবেশ করে। অপ্রয়োজনীয়ভাবে লাইট জ্বা'লিয়ে রাখবেন না।

২. ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান, লাইট, এসি বন্ধ করে দিন।
এনার্জি সে'ভিং এলইডি বা সিএফএল বা'ল্ব ব্যবহার করুন।
এসির তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রিতে রাখলে বিদ্যু'ৎ কম খরচ হয়।

৩. চার্জার, টিভি, রাইস কুকার ইত্যাদি ব'ন্ধ করলেও যদি প্লা'গ ইন থাকে, তবে অল্প হলেও বিদ্যু'ৎ খরচ হয়। এগুলো আনপ্লা'গ করে রাখুন।

৪. বারবার ফ্রিজ খুলবেন না। পুনরায় ঠান্ডা হতে বেশি বিদ্যু'ৎ খরচ হয়।
ফ্রিজের তাপমাত্রা মাঝারি রাখুন (৪ ডিগ্রি সেলসিয়াস যথেষ্ট)।

৫. পুরনো ফ্যান বা ফ্রি'জ অনেক বেশি বিদ্যু'ৎ খরচ করে। যতদ্রুত সম্ভব পরিবর্তন করুন। ফ্যানের ব্লে'ডে ময়লা জমলে এখনই পরিস্কার করুন। ময়লা জমা ফ্যান ঘোরার সময় বেশি বিদ্যু'ৎ খরচ করে।

৬. একসাথে বেশি কাপড় ধুয়ে ওয়া'শিং মেশিন চালান। কম কম করে কাপড় ধুলে প্রতিবারই বিদ্যু'ৎ খরচ হবে।

৭. প্রতি মাসে বিল কত আসছে, কোন য'ন্ত্রে বেশি খরচ হচ্ছে— এটা বুঝলে আপনি নিজেই সি'স্টেম পরিবর্তন করতে পারবেন।

৮. পরিবারের সবাইকে সচেতন করুন।
ছোটদের বুঝিয়ে দিন যেন তারা অপ্রয়োজনীয়ভাবে লাইট, ফ্যান না চালায়।

সবাই সচেতন হলে বি'দ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।

Copied:paint with ashraf

17/06/2025

পুরুষদের জীবনের বড় সমস্যা হচ্ছে বউ,
কেউ এনে কাঁদতেছে, আর কেউ আনার জন্য কাঁদতেছে!

17/06/2025

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?"

"বেশিক্ষণ না!" জেলেদের ঝটপট জবাব।

"তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?" পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

"তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?" পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, "আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোেগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, "আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

"জেলেদের প্রশ্ন। তারপর???

"আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহণ বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্র না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন।এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

"এসব করতে আমাদের কত সময় লাগবে?" জেলেরা জানতে চায়।

"কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।" একটু ভেবেব জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতুহল।

লোকটা হেসে বলন, "ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।"

"মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু তারপর?"

জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, "আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রমে ফিরে এসে সমুদ্র ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, "সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"

কপি

17/06/2025

বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বেহায়া নির্লজ্জ মানুষ কে

14/05/2025

আল্লাহর কাছে চাও, না পেলে আবার চাও, তবুও না পেলে, কান্না করে চাও, চাইতেই থাকো, চাইতেই থাকো, কারণ একমাত্র তিনিই দেনেওয়ালা।
ইন'শা'আল্লাহ♥️♥️

07/05/2025

প্রতিদিন ৩-৪ ঘণ্টা মোবাইল ঘাটেন তো? এবার ভাবুন, এই সময়টা যদি আপনি একটা স্কিল শেখার পেছনে ব্যয় করতেন?

ধরুন, আপনি ভিডিও এডিটিং বা কনটেন্ট রাইটিং শিখলেন। ১-২ মাস ফোকাস করে শিখলে ফ্রিল্যান্সিং বা লোকাল মার্কেট থেকেই ইনকাম শুরু করা সম্ভব।

যেখানে একটা চাকরিতে মাসে ১০-১৫ হাজার টাকাও পাওয়া কষ্টকর, সেখানে এই স্কিলগুলো দিয়ে আপনি বাড়িতে বসেই ২০-৩০ হাজার টাকা বা তার চেয়েও বেশি আয় করতে পারবেন।

অনেকেই ভাবে, “আমি তো কম্পিউটার ভালো চালাই না”
ভাই, এখনকার টুলগুলো এত সহজ যে ইউটিউব বা ফেসবুক দেখে দেখে শিখে ফেলা যায়।

শুরুটা কঠিন মনে হবে, সময় লাগবে। কিন্তু যদি প্রতিদিন ২-৩ ঘণ্টা কনসিস্টেন্টলি শেখেন, তাহলে ৩ মাসের মধ্যে আপনার জীবন বদলে যেতে পারে।

সময় এখনো আছে, ফোনের স্ক্রল কমিয়ে নিজের একটা স্কিল বানিয়ে ফেলেন। নিজের ইনকামের রাস্তা নিজের হাতেই তুলে নেন।

কারণ স্কিল থাকা মানেই আপনার ভবিষ্যৎ সিকিউরড।

#স্কিল

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂১. মাইর খাবার পরে কাঁদলে। ২. মাইর খাবার পর না কাঁদলে। ৩. ন...
29/04/2025

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার একা মিট করতে উত্তরার এক ওপেন এয়ার রেস্টুরেন্টে এসেছিলাম গতকাল ইফতারের পর। আ...
01/04/2025

মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার একা মিট করতে উত্তরার এক ওপেন এয়ার রেস্টুরেন্টে এসেছিলাম গতকাল ইফতারের পর। আলাপচারিতার এক পর্যায়ে পাত্র জানতে চাইলো আমি পাত্রের কাছে কত মোহর আশা করি।

আমি বললাম "আমার বান্ধবীর ১৫ লাখে বিয়ে হয়েছে। আমার এর কমে হলে ভালো দেখায়না"। পাত্র কোন উত্তর দেয়নি৷ মাথা নাড়িয়ে সায় দিয়েছে। আমরা একে অপরের ব্যাপারে অনেক কিছু জেনে নিই। একসময় আমরা একে অপরের থেকে বিদায় নেই।

আজকে সকালে মায়ের থেকে জানতে পারি পাত্রপক্ষ বিয়েতে অপারগতা প্রকাশ করেছে। আমার একটু অপমান লাগে ব্যাপারটা। রিজেক্ট করার অধিকার শুধু আমিই রাখতে চেয়েছিলাম। আমি পাত্রকে কল দিয়ে কারন জানতে চাই। পাত্র স্বভাবসুলভ বিনয়ের সাথে উত্তর দেয়, তার বন্ধুর নাকি প্রাইভেট ভার্সিটির সেরা সুন্দরীর সাথে বিয়ে হয়েছে।

এখন এমন সুন্দরী মেয়ের সাথে বিয়ে না হলে নাকি তার সমাজে মুখ থাকবেনা। তাই সে বিয়েতে অসম্মতি জানিয়েছে। আমি এবার আরো বেশি অ'পমানিত বোধ করলাম। আমি সুন্দরি নই ?

কোনোভাবে কি এই ছেলের বিরদ্ধে কোণ ব্যবস্থা নেওয়া যাবে ?

অভিজ্ঞদের পরামর্শ চাই।

01/04/2025

আজ 1st. April, আজকে অনেকেই বোকা বানাবার চেষ্টা করবে। তাই কমন কয়েকটা জিনিস বলে রাখি যেগুলো থেকে সাবধান হলেই চলবে। একদম পয়েন্ট ধরেই বলছি:
১) এই যেমন ধরুন ... See more

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when SMART IDEA BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMART IDEA BD:

Share