Story Voice Sakil

Story Voice Sakil আসসালামুলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোন
(2)

09/09/2025

মনে শান্তি সবাই চায়
কিন্তু কষ্টে বেশি থাকে
মানুষ বেশি ভাগ

08/09/2025

আচ্ছা ডালার দেখতে কেমন
আমি দেখতে চাই

08/09/2025

আমাকে ভালো করে যত্ন নিতে
যাতে সবসময় পবিত্র থাকা যায়
শয়তান তোকে তো যত্ন নিতে দিবনা আমি তো চেষ্টা করবো

07/09/2025

কোন এলাকার দই ভালো
কমেন্ট বলে যান

07/09/2025

নামাজের বৈজ্ঞানিক ও উপকারী দিকসমূহ:

1. নামাজে যখন সিজদা করা হয়, তখন আমাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়; ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয়।

2. নামাজে দাঁড়ানোর সময় দৃষ্টি নির্দিষ্ট স্থানে (সিজদাহর জায়গা) কেন্দ্রীভূত থাকে, যা মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।

3. নামাজ একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম; যা ছোট-বড়, সুস্থ-দুর্বল—সবাই করতে পারে।

4. নিয়মিত নামাজ আদায় মানসিক প্রশান্তি ও অন্তরের পরিবর্তন আনে।

5. নামাজ শরীরের ভঙ্গি সঠিক রাখে, ফলে হাড়-জোড়ের সুষমা বজায় থাকে।

6. ওজুর মাধ্যমে দেহের গুরুত্বপূর্ণ অংশ পরিষ্কার হয়, যা জীবাণু ও রোগ থেকে সুরক্ষা দেয়।

7. ওজুর সময় মুখ ধোয়ার ফলে ত্বক সতেজ থাকে এবং দাগ হ্রাস পায়।

8. ওজুর সময় মুখমণ্ডল ধোয়ার ফলে মুখের রক্তসঞ্চালন বৃদ্ধি পায়; ত্বকের বলিরেখা কমে যায়।

9. কিশোর বয়সে নামাজ অভ্যাস করলে মন পবিত্র থাকে; অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রবণতা তৈরি হয়।

10. নিয়মিত নামাজ আদায়ে শারীরিক উদ্যম ও জীবনীশক্তি বৃদ্ধি পায়।

11. নামাজের ভঙ্গি ও দৃষ্টি অনুশীলন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

সবচেয়ে বড় কথা — নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও শান্তি লাভ করা যায়

06/09/2025

কিছু লোক বলে ওই খারাপ ওই ভালো কথা হলো সবাই ভালো খারাপ বুঝে তো কিছু লোক কেন খারাপ কাজ বা কিছু করে

06/09/2025

এখন কার সমাজ যে শত্রু কে চেনা বড় দায়

06/09/2025

যে বন্ধু তোমার শত্রু সাথে ঘোরে সে কখন বন্ধু ছিল না সে ও তোমার শত্রুই ছিল 😇😭👿

06/09/2025

আল্লাহ্ কে ভালোবাস
তবু যেনা করো না

06/09/2025

এক জন মানুষ দুই নৌকায়
পা দিলে কি হয়

05/09/2025

তোমার কি মৃত্যু হবে না
তাহলে কেন তুমি আল্লাহ্
পথ ভুলে আছো ফিরে আসো
ইনশাআল্লাহ ভবিষ্যতে সুফল পাবে

04/09/2025

আল্লাহ্ তুমি সবাইকে হেদায়েত দিয়ে সবাইকে তুমি জান্নাত এর পথে নিয়ে যাও আল্লাহ্ গো আমার মালিক আমি তোমার গেলাম

Address

Rangpur
Rajshahi

Telephone

+8801995280753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Voice Sakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story Voice Sakil:

Share

Category