Shishir ahamed taleb #Sat

Shishir ahamed taleb #Sat i am including boy. that's nothing more kind of information

Gps tracks 3000tk
11/10/2022

Gps tracks
3000tk

New official Redmi note 10c4/128..... 14000tk1)Realme X2 pro 8/128Full box Price: 21000/-2)Redmi note 7 pro   6/128- Onl...
11/10/2022

New official
Redmi note 10c
4/128..... 14000tk
1)Realme X2 pro
8/128
Full box
Price: 21000/-

2)Redmi note 7 pro
6/128- Only phone Indian
Price :13000/-

15/12/2021

আলহামদুলিল্লাহ অভিনন্দন নবনির্বাচিত আফগানিস্তানের প্রেসিডেন্টপ্রিয়দল ফুটবল খেলায় জিতলে পোস্ট কর আর অভিনন্দন এর বন্যা বাস...
18/08/2021

আলহামদুলিল্লাহ
অভিনন্দন নবনির্বাচিত আফগানিস্তানের প্রেসিডেন্ট

প্রিয়দল ফুটবল খেলায় জিতলে পোস্ট কর আর অভিনন্দন এর বন্যা বাসিয়ে দাও, দেশ ক্রিকেট খেলায় জিতলে আনন্দে আত্মহারা হয়ে যাও..
কিন্তু আমাদের মুসলিম উম্মাহর ভাইদের এমন বিজয়ে শুকরিয়া আদায় না করে কিভাবে থাকো! আরে এখনই তো আলহামদুলিল্লাহ বলার সময়, আনন্দে অশ্রুসিক্ত হওয়ার সময়। পৃথিবীর একটি ভূখণ্ডে আবার শরীয়া কায়েম হতে যাচ্ছে, ইসলামের বিষয় হতে যাচ্ছে! আর একজন মুসলিম হিসেবে তোমার ভিতর যদি ভালো লাগার ফিলিংস কাজ না করে তাহলে বুঝে নাও কেমন মুসলিম তুমি!!!

আলহামদুলিল্লাহ! আল্লাহ আজ্জাওয়াজাল এই বিজয়কে ধরে রাখার তাওফিক দান করুক, হক্বের উপর অটল থাকার তাওফিক দিক।
তাকবীর.. আল্লাহু আকবর।

মানুষ বলে, আমি ব্যর্থ!> আল্লাহ বলেন, 'অবশ্যই ঈমানদার সফল হয়' (সুরা মুমিনুন : আয়াত ১)

মানুষ বলে, আমাকে কেউ সাহায্য করে না!> আল্লাহ বলেন, 'মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব' (সুরা রূম : আয়াত ৪৭)
মানুষ বলে, সফলতা অনেক দূর!> আল্লাহ বলেন, 'আমার সাহায্যে একেবারেই কাছাকাছি।' (সুরা বাকারা : আয়াত ২১৪)
-

'আমি আজ ১২ থেকে ১৫ বছর ক্রিকেট খেলি | তাও আমাকে Prove করে টেস্ট এ আসতে হয় | এর থেকে ভালো আমি টেস্ট ই খেলবো না'অবসরের প্র...
11/07/2021

'আমি আজ ১২ থেকে ১৫ বছর ক্রিকেট খেলি | তাও আমাকে Prove করে টেস্ট এ আসতে হয় | এর থেকে ভালো আমি টেস্ট ই খেলবো না'
অবসরের প্রশ্নে মাহমুদুল্লাহ 💔💔💔।

18/06/2021
আমার মনে হয় না আবূ ত্বহা মোহাম্মদ আদনান ভাইকে আর খুজে পাওয়া যাবে। আল্লাহই ভাল জানেন।তবে তাঁর সন্ধান চালিয়ে যেতে হবে। কিন...
18/06/2021

আমার মনে হয় না আবূ ত্বহা মোহাম্মদ আদনান ভাইকে আর খুজে পাওয়া যাবে। আল্লাহই ভাল জানেন।
তবে তাঁর সন্ধান চালিয়ে যেতে হবে। কিন্তু এর চাইতেও বড় কথা হল আমাদের এই উম্মাহর কী করা উচিৎ ছিল এবং আছে???
উত্তর রয়েছে আবূ ত্বহা আদনান ভাইয়ের কথাতেই। ''জ্ঞান অর্জন করুন''। আর কত ওলামাদের ঝগড়া দেখতে হবে?? এবার সময় নিজেরা এলেম অর্জনের। বিশেষ করে আখিরুজ্জামান নিয়ে বেশি বেশি পড়াশোনা করুন। এক আদনান চলে গেছে তো হয়েছে কী?? ঘরে ঘরে আদনান গড়ে তুলুন। নিজেরা আদনান হওয়ার চেষ্টা করুন।
ভাই মাঝে মাঝে বলতেন শেষ জামানার ইলম ছাড়া আপনি টিকতে পারবেন না। সাথে আপনার জেনারেল নলেজ ও থাকতে হবে। জিও পলিটিক্স, অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে হবে। সাথে থাকতে হবে প্রযুক্তির জ্ঞান।
ভাইয়ের লেকচার গুলো ডাউনলোড করে রাখুন। অডিও বা ভিডিও। ছড়িয়ে দিন সবার মাঝে।
আল্লাহ্‌ আপনি এই মুসলিম উম্মাহকে হেফাজত করুন।
( কপি পেস্ট )

ফুল-টাইম ব্রাজিল ৪-০ পেরু স্কোরঃ *০১ সান্দ্রো(এসিস্ট জেসুস)* ০১ নেইমার(এসিস্ট ফ্রেড)*০১ রিবেরিও (এসিস্ট রির্চালিসন)*০১ র...
18/06/2021

ফুল-টাইম
ব্রাজিল ৪-০ পেরু
স্কোরঃ *০১ সান্দ্রো(এসিস্ট জেসুস)
* ০১ নেইমার(এসিস্ট ফ্রেড)
*০১ রিবেরিও (এসিস্ট রির্চালিসন)
*০১ রির্চালিসন

অভিনন্দন সেলেসাও বাহিনী
#গান্দে_ব্রাজিল
#ফোর্সা_সেলেসাও

18/06/2021

ইংরেজিতে ৫০টি গালি! 😀😀

1. Stupid - বেকুব
2. Rascal - বদমাশ
3. Cad - লুচ্ছা
4. Incaution - বেয়াক্কেল
5. Witless - বুদ্ধিহীন
6. Devil - শয়তান
7. Demon - শয়তান
8. Lucifer - শয়তান
9. Imp - শয়তানের বাচ্চা
10. Fool - বোকা
11. Chuckle-headed - বোকা
12. Dumbb - বোবা/বোকা
13. B***y - বোকালোক
14. Dullardb- বোকালোক
15. Foolish - নির্বোধ
16. Idiot - নির্বোধ/গাধা
17. Nincompoop - আহাম্মক
18. Impudent - বেহায়া
19. Barefaced - নির্লজ্জ
20. Shameless - লজ্জাহীন
21. Absurd - অদ্ভুত
22. Rubbish - আবর্জনা
23. Cruel - নিষ্টুর
24. Oaf - গন্ডমূর্খ
25. Ass - গর্দভ
26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল
27. Nasty - বিশ্রি
28. Sinner - পাপী
29. Yahoo - নরপশু
30. Graceless - হতচ্ছাড়া
31. Lascivious - লম্পট
32. Cheater - প্রতারক
33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর
34. Dissolute - চরিত্রহীন
35. Senseless - অচেতন
36. Nonsense - আজেবাজে কথা
37. Irrational - বিচার শক্তিহীন
38. Thick-head - মাথামোটা
39. Thick-skinned - গন্ডালের চামড়া
40. Black sheep - কুলাংগার
41. Bastard - জারজ সন্তান
42. Go to the hell - যাহান্নামে যাক
43. Son of a bitchb - কুকুরের বাচ্চা
44. Young devil - শয়তানের বাচ্চা
45. Kick ass - পাছায় লাথি মারা
46. Scoundrel - খচ্চর/বজ্জাত
47. Damn it - গোল্লায় যাও/জাহান্নামে যাও
48. Criminal - গুরু অপরাধী
49. Oh s**t - ফালতু জিনিস
50. Who the hell are you? - ঐ শালা তুই কে

পড়া শেষ হলে অবশ্যই Done লিখবেন ।

#ধন্যবাদ

তবুও উদারতার পরিচয় দিচ্ছেন ভারতের মুসলিমরা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নানাভাবে নিপীড়নের অভিযোগ রয়েছে দেশটির হিন্দুত্বাবা...
28/04/2021

তবুও উদারতার পরিচয় দিচ্ছেন ভারতের মুসলিমরা


ভারতের সংখ্যালঘু মুসলিমদের নানাভাবে নিপীড়নের অভিযোগ রয়েছে দেশটির হিন্দুত্বাবাদীদের বিরুদ্ধে। তা সত্ত্বেও মহামারিতে মসজিদগুলোকে করোনা হাসপাতালে পরিণত করেছেন দেশটির মুসলমানরা।

আরব নিউজের খবরে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় দেশটির বড় কয়েকটি মসজিদ অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে। এতে চিকিৎসা দেয়া হচ্ছে সব ধর্ম-বর্ণের মানুষকে।

এর মধ্যে গুজরাটের ভাদোদারার জাহাঙ্গীরপুরা মসজিদকে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হয়েছে। শহরের হাসপাতালগুলোতে তিল ধারনের ঠাঁই না থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মসজিদটির ট্রাস্টি ইরফান শেখ বলছেন, করোনা রোগীদের এখানে চিকিৎসা সেবা দেয়ার সুযোগ করা গেলেও অক্সিজেন সংকট রয়েছে। পর্যাপ্ত অক্সিজেন পেলে সেখানে আরো ৫০টি বেড বসানো সম্ভব হতো।

ভাদোদারা শহরের দারুল উলুম মসজিদকে করা হয়েছে ১৪২ শয্যার করোনা হাসপাতাল। সেখানে ২০ জন নার্স ও ৩ জন চিকিৎসক সেবা দিচ্ছেন।

মসজিদটি পরিচালনা কমিটির সদস্য আশফাক মালেক বলেন, অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত হলে এক হাজার শয্যার হাসপাতালে পরিণত করা যেতো। সেই চেষ্টা অব্যাহত থাকবে, সুযোগ এলেই ব্যবস্থা নেয়া হবে।

খবরে বলা হয়, মুসলিমপ্রধান এলাকার মসজিদগুলো হাসপাতালে রূপাান্তরিত করা হলেও তাতে চিকিৎসা নিচ্ছেন সব ধর্মের মানুষ। এমনকি অমুসলিম রোগীদের সংখ্যা চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, এই গুজরাটেই ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রাণ হারান কয়েক হাজার মানুষ, আহত হয় অসংখ্য। হিন্দুদের হাতে হতাহতদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। কিন্তু এখন সেই মুসলিমরাই হিন্দুসহ সব ধর্মের মানুষদের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এ যেন অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই হাঁসি নিয়ে বিজয় ভেসে তিনি ফিরবেন ইনশাআল্লাহ্‌ ।মুহাম্মাদ মামুনুল হক Mamunul Haque
19/04/2021

এই হাঁসি নিয়ে বিজয় ভেসে তিনি ফিরবেন ইনশাআল্লাহ্‌ ।

মুহাম্মাদ মামুনুল হক Mamunul Haque

Address

Bohorampur, Rajpara
Rajshahi
6000

Telephone

+8801760116012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shishir ahamed taleb #Sat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shishir ahamed taleb #Sat:

Share