SM JOB CARE

SM JOB CARE Govt job is my dream.If you want to fill your desire for getting a good job please stay with me and follow my page.

দেখি কারা কারা পারে
18/05/2025

দেখি কারা কারা পারে

15/05/2025

💥💥💥হ্যালো সিনিয়র অফিসার (part-2)
পার্ট-৩ লাগলে জানাবেন...
✓ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার হলো- অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড
✓ ৯৭তম অস্কারজয়ী চলচ্চিত্র- আনোরা
✓ Global Terrorism Index 2025 অনুযায়ী শীর্ষ দেশ- বুরকিনা ফাসো (বাংলাদেশের অবস্থান: ৩৫তম)
✓ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী বায়ু দূষণে শীর্ষ দেশ- শাদ (বাংলাদেশের অবস্থান: দ্বিতীয়)
© Banking and BCS journey with ASF
✓ শীর্ষ দূষিত রাজধানী: নয়াদিল্লি, ভারত (ঢাকার অবস্থান: তৃতীয়)

✓ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন প্রকাশ করে- সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা IQ Air
✓ বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
✓ 'অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ-
ইউক্রেন

✓ হাতি কূটনীতির সাথে সম্পৃক্ত যে দেশ - মিয়ানমার (মিয়ানমারের জান্তাপ্রধান ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দেন)
✓ কানাডার নতুন প্রধানমন্ত্রী- সাবেক গভর্নর মার্ক কার্নি

✓ ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম- ‘বিজয় দুর্গ’ (১৭৮১ সালে নির্মিত)
✓ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK) যে দেশ ভিত্তিক সংগঠন - তুরস্ক
স্বাধীনতা পুরস্কার ২০২৫
© Banking and BCS journey with ASF

✓ বাংলাদেশ সরকারকর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা- স্বাধীনতা পুরস্কার।
✓ স্বাধীনতা পুরস্কার চালু হয়- ১৯৭৭সালে (সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন)

✓ ২০২৫ সালে বিজয়ী:
∆বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
∆সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
∆সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
∆সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
∆মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খন ওরফে আজম খান (মরণোত্তর)
∆শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
∆প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
© Banking and BCS journey with ASF

✓ এ পর্যন্ত কতজন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করেন - ০৫ জন (১৩-১৬ মার্চ ২০২৫ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন)

✓দুর্নীতির ধারণা সূচক ২০২৪
∆ প্রকাশক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)
∆ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ: দক্ষিণ সুদান
∆ কম দুর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক
∆ বাংলাদেশের অবস্থান: ১৪ তম

✓ বাশার আল-আসাদের দল- বাথ পার্টি
✓ ডিপসিক কী- চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানী
✓DeepSeek এর উদ্ভাবক- লিয়াং ওয়েনফেং ডিপসিক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান

✓ "গুয়ান্তানামো বে" কারাগার অবস্থিত - কিউবায় (গুয়ান্তানামো উপসাগরে)
© Banking and BCS journey with ASF
✓ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুযায়ী দারিদ্র্যের হার- ১৯.২%
∆গ্রামে: ২০.৩%
∆শহরে: ১৬.৫%

∆ দারিদ্র্যের হারে শীর্ষ:
বিভাগ: বরিশাল
জেলা: মাদারীপুর

∆দারিদ্র্যের হারে সর্বনিম্ন:
বিভাগ: চট্টগ্রাম
জেলা: নোয়াখালী

✓ ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি - ৪.২২%
✓ মাথাপিছু জিডিপি - ২৬২৫ USD
✓ মাথাপিছু জাতীয় আয় - ২৭৩৮ USD

✓ খাত ভিত্তিক জিডিপির হার:
∆কৃষি - ১১.১৯%
∆শিল্প -৩৭.৩৭%
∆সেবা - ৫১.৪৪%

✓ সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান -
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
© Banking and BCS journey with ASF
✓ দেশের দীর্ঘতম রেলসেতু- যমুনা রেলসেতু
✓ চা উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে- অষ্টম

✓ IRENA এর পূর্ণরূপ -International Renewable Energy Agency (সদর দপ্তর - আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

✓ BRICS এর বর্তমান সদস্য -১০ টি (সর্বশেষ - ইন্দোনেশিয়া)
দেশগুলোর নাম -রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া

✓ ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের (Gulf of Mexico) নাম পরিবর্তন করে রাখেন - আমেরিকা উপসাগর (Gulf of America)
© Banking and BCS journey with ASF
✓ বর্তমানে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা- ২৯টি (EU ভুক্ত 25 টি+ আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নর‌ওয়ে ও লিচেস্টাইন)

✓ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ অবস্থিত- চীন

✓ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট- ৪৭তম
✓ বিশ্বের বৃহত্তম দ্বীপ- গ্রিনল্যান্ড (গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত এবং এর মালিক ডেনমার্ক)

✓ দেশের প্রথম কৃত্রিম বন- 'মিয়াওয়াকি ফরেস্ট' অবস্থিত- মিরসরাইয়ে
∆উদ্ভাবক - জাপানের বিখ্যাত উদ্ভিদ গবেষক আকিরা মিয়াওয়াকি
© Banking and BCS journey with ASF
✓ ২০২৫ সালের জন্য বর্ষপণ্য ঘোষণা করা হয়- ফার্নিচার বা আসবাবপত্র
✓ কাজি নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হয় - ১৫ ডিসেম্বর ২০২৪ কবি (গেজেটে ৪ মে ১৯৭২ থেকে থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়)

Edited and Compiled by,
আশরাফুল ইসলাম,
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
সিনিয়র অফিসার, পিকেবি(সু.প্রা.)

15/05/2025

💥 এই যে সিনিয়র অফিসারেরা -এই নিন পার্ট -03
আর লাগবে? পড়া শেষে Done লিখুন

✓ United Nations Conference on Trade and Development (UNCTAD) বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা এর নতুন নাম- UN Trade and Development (প্রতিষ্ঠা-১৯৬৪)
✓ UNCTAD-এর সদর দপ্তর- সুইজারল্যান্ডের জেনেভা
© Banking and BCS journey with ASF

✓ বিশ্বের সর্ববৃহৎ সোনার খনি- চীনের হুনান প্রদেশে
✓ ২০৩৪ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজক- সৌদি আরব
✓ দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম- সুখী
✓ জাতিসংঘ পার্ক অবস্থিত - পাচলাইশ, চট্টগ্রাম
✓ ২য় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়ার সিমেট্রি এর অবস্থান - চট্টগ্রাম ও কুমিল্লা
✓ দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর- সন্দ্বীপ
✓ ২০২৪ সালের বুকার পুরস্কার লাভ করেন- সামান্থা হার্ভে (UK) অরবিটাল (Orbital) উপন্যাসের জন্য

✓ মায়া সভ্যতার অবস্থান- মেক্সিকো
✓ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP29 অনুষ্ঠিত হয়-আজারবাইজানের বাকুতে
✓ COP30 আয়োজক দেশ হবে- বেলেম, ব্রাজিল
© Banking and BCS journey with ASF

✓ বিভিন্ন দেশের বিমান সংস্থা-
∆ বাংলাদেশ- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.
∆ যুক্তরাজ্য- ব্রিটিশ এয়ারওয়েজ
∆ যুক্তরাষ্ট্র- আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ার লাইন্স, ফেড এক্স
∆ জার্মানি- লুফথানসা
∆ ইন্দোনেশিয়া- গারুদা
∆ স্পেন- ইবিরিয়া
∆ রাশিয়া- এরোফ্লোট
∆ পানামা- কোপা

✓ বিশ্বের বিখ্যাত বিমান প্রস্তুতকারক কোম্পানি-
∆ বোয়িং- যুক্তরাষ্ট্র
∆ এয়ারবাস- ফ্রান্স, জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্য (মূলতঃ ফ্রান্স)
∆ লকহিড মার্টিন- যুক্তরাষ্ট্র

✓ রাফায়েল যুদ্ধ বিমান যে দেশের তৈরি- ফ্রান্স
✓ F 35 যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান - লকহিড মার্টিন
✓ বিশ্বের সর্ববৃহৎ বইমেলা- ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
✓ বাংলাদেশ বিশ্বের অন্তত কতটি দেশে ওষুধ রপ্তানি করে- ১৫৭টি
✓ নোবেল শান্তি ২০২৪ পান- নিহন হিদানকিও (জাপান)
© Banking and BCS journey with ASF

✓ নোবেল সাহিত্য ২০২৪ পান- হান ক্যাং (দ. কোরিয়া)
✓ নোবেল অর্থনীতি ২০২৪- ড্যারস আসেমোগলু, সাইমন জনসন ও জেমস রবিনসন (USA)

✓ বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা- ৪৪টি
✓ সর্বশেষ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়- সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে
✓ LDC 'র পূর্ণরূপ- Least Developed Countries
✓ বাংলাদেশ LDC থেকে বের হবে - ২৪ নভেম্বর ২০২৬
© Banking and BCS journey with ASF

✓ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর- এ. এন. এম. হামিদুল্লাহ
✓ কোন আইনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গঠিত হয় - বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২
✓ বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ডিজাইন করেন- শিল্পী কামরুল হাসান
✓ বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী -
কার্যাবলি
~ মুদ্রানীতি ও ঋণনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন
~ ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ
~ দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে
~ বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্ধারণ
~ মুদ্রা ইস্যু করা
~ পরিশোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান
~ টাকা পাচার প্রতিরোধ ঋণের তথ্য সংগ্রহ করা
~বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা
~ আমানত বীমা প্রকল্প পরিচালনা
~ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে
~ ব্যাংকের অভিভাবক এবং শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে
© Banking and BCS journey with ASF

✓ গোলান মালভূমির অবস্থান- সিরিয়া (বর্তমানে ইজজরায়েলল এর দখলে)
✓ ১৯৭৮ মিসর ও ইসরায়েলের মাঝে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
✓ ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ- THE TEARS THAT BLAZE
∆ লেখক: হেলাল হাফিজ

✓‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়; এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়,’ এর রচয়িতা - হেলাল হাফিজ (নিষিদ্ধ সম্পাদকীয়)

✓ ডি-৮-এর নবম সদস্য- আজারবাইজান (সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক)
✓ ২০২৩-২৪ বাংলাদেশি তৈরি পোশাক ক্রয়ে শীর্ষ প্রতিষ্ঠান- এইচ অ্যান্ড এম(সুইডিশ কোম্পানি)
© Banking and BCS journey with ASF

✓ ২০২৪ সালের টাইম ম্যাগাজিনের
বর্ষসেরা ব্যক্তিত্ব- ডোনাল্ড ট্রাম্প

✓ বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৪ অনুযায়ী বিভিন্ন খাদ্য সূচকে শীর্ষ দেশ-
∆খাদ্য আমদানি- চীন
∆খাদ্য রপ্তানি- যুক্তরাষ্ট্র
∆ধান উৎপাদনে- চীন (বাংলাদেশ -৩য়)
∆চাল আমদানি- চীন
∆চাল রপ্তানি- ভারত
∆চিনি উৎপাদনে- ব্রাজিল
∆আলু উৎপাদনে- চীন (বাংলাদেশ- সপ্তম)
© Banking and BCS journey with ASF

Edited and Compiled by
আশরাফুল ইসলাম,
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

10/05/2025

আসল কাহিনি এটাই!

বাবাকে কু*পিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাঁধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না।

বাবা আব্দুস সাত্তার ভাবতেন- থাক মেয়ে বড় হয়েছে এখন আর এতকিছু না বলি।

এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে।

আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি।ভেবেছিলেন মেয়ের বান্ধবীই হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি।

আব্দুস সাত্তার তাদের জন্যে রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন।

মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না।

তার কিছুদিন পর বাবা লক্ষ করেন মেয়েসহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান।

মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন। সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন।

বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়। কথা কাটাকাটি হয় এমনকি মেয়ে একপর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে।

বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন। মেয়ের নামে জিডি করিয়েছিলেন যাতে অন্তত এ বিপথ থেকে মেয়েটা ফিরে আসে।

কিন্তু মেয়ের কোন উন্নতি ঘটে না। দিনদিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন।

এভাবেই আরও কিছু দিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে।

তিনি একরাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল। ছেলেদের প্রতি কোন আকর্ষণ ছিল না তাদের।
বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা।

এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়।

মেয়ে এবারেরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

আব্দুর সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোন সুরাহা হয়না।

অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যে বাঁধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়।

সেই প্ল্যানমাফিক গতকাল ভোর ৪ টার দিকে বাবাকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে ।

পাশাপাশি একটা ধ*র্ষণের একটা মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়।

এমনকি হ*ত্যার করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে- জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয়। কেননা তার উদ্দেশ্যই ছিল এটা।

এর আগে ২০২৩ সালেও বাবার নামে ধ*র্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেনসিক টিম কোনরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল।

বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক, এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক।

কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুস সাত্তারের। সবশেষে নিজের আদরের মেয়ের হাতেই নৃশংসভাবে খুন হতে হলো ৫৬ বছর বয়সী এ বাবাকে।

( সামনে আরও বেশকিছু আপডেট জানাব)
তথ্য সংগ্রহ এবং লেখা- Ibrahim Khalil Shawon

দুই বিঘা জমি- রবীন্দ্রনাথ ঠাকুর [১৮৬১-১৯৪১]শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে।বাবু বলিলেন, 'বুঝেছ উপেন, এ জমি ল...
05/05/2025

দুই বিঘা জমি
- রবীন্দ্রনাথ ঠাকুর [১৮৬১-১৯৪১]

শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, 'বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।'
কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই
চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে,বাপু জান,তো হে করেছি বাগান খানা
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা-
ওটা দিতে হবে।' কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি সজল চক্ষে, 'করুন রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!'
আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, 'আচ্ছা, সে দেখা যাবে।

পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে-
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে,
তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে।
সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য!
ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি।
হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো-ষোলো-
একদিন শেষে ফিরিবারে দেশে বড়োই বাসনা হলো।
নমোনমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি। পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথশীতল স্নেহ। বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজগ্রামে-
কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে,
রাখি হাটখোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে তৃষাতুর শেষে পঁহুছিনু এসে আমার বাড়ির কাছে।
ধিক ধিক ওরে, শত ধিক তোরে, নিলাজ কুলটা ভূমি!
যখনি যাহার তখনি তাহার, এই কী জননী তুমি!
সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রমাতা
আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা!
আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ-
পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ।

আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন-
তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন!
ধনীর আদরে গরব না ধরে। এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন!
কল্যাণময়ী ছিলে তুমি অয়ি, ক্ষুধাহরা সুধারাশি!
যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী, হলে দাসী।
বিদীর্ণ-হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি-
প্রাচীরের কাছে এখনো যে আছে, সেই আমগাছ,
এ কি!
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিল স্মরণে বালক-কালের কথা।
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন-
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন!
সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে,
দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে।
ভাবিলাম মনে বুঝি এতখনে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।
হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এল মালি, ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, 'আমি তো নীরবে দিয়েছি আমার সব-
দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব!' চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন, 'মারিয়া করিব খুন।'
বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।
আমি কহিলাম, 'শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!'
বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।'
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!"

03/05/2025

অনুপাত লসাগু থেকে গুরুত্বপূর্ণ একটি অংক। ভালো লাগলে শেয়ার করবেন।

02/05/2025

সরকারি চাকরির জন্য বড়জোর ৩ বছর চেষ্টা করা উচিত। তার বেশি নয়। কারণ- ৫/৭ বছর চেষ্টা করে বাই চান্স সরকারি চাকরি না হলে আপনি সারাজীবন এই ৫/৭ বছরের জন্য আফসোস করবেন।
আর এই ৩ বছর জাস্ট মেসে হলে বসে বসে রিলাক্সে পড়লে হবে না। কঠোর পড়াশোনা করতে হবে। শুধু কঠোর পড়াশোনা করলেও হবে না। পরিকল্পনা ও সঠিক গাইডলাইন অনুযায়ী পড়তে হবে। গণিত ও ইংরেজতে জোর দিয়ে পড়তে হবে। না হয় ব্যর্থ হতেও পারেন

Follow din update nin
05/04/2025

Follow din update nin

আপডেট নতুন নতুন তথ্য পেতে ফলো দিয়ে রাখুন সবাই
05/04/2025

আপডেট নতুন নতুন তথ্য পেতে ফলো দিয়ে রাখুন সবাই

New dress for eid
30/03/2025

New dress for eid

এই লোককে চেনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে সিন্ডিকেট ব্যবসায়ীরা। যাদের চোখের ঘুম হারাম করে দিয়েছেন। এমন ...
28/03/2025

এই লোককে চেনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে সিন্ডিকেট ব্যবসায়ীরা। যাদের চোখের ঘুম হারাম করে দিয়েছেন। এমন সাহসী ব্যক্তি যার
কথায় আছে মধু।তার একটা ঘটনার কথা আমাকে ভালো লেগেছিল । যখন পিঁয়াজের দাম নিয়ে বিতর্ক তখন এক পাইকারি দোকানে গিয়ে বলেছেন পিঁয়াজের তো গাজা বের হয়েছে মুরব্বি আপনার পিঁয়াজে দ্বিগুণ লাভ হবে। হাসতে হাসতে বললেন।মোঃ আব্দুল জাব্বার মন্ডল। এইবার রমযানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হারাম করা কারিগর। আমার অনেক পছন্দের একজন মানুষ। এই মানুষটা আর কে কে পছন্দ করেন দেখতে চাই...

Address

Sirajgonj
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when SM JOB CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share