27/11/2025
কাকের সংখ্যা ও গোপাল
একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁর রাজসভায় সভাসদদের হঠাৎ একটি অদ্ভুত প্রশ্ন করলেন, "বলুন তো, আমাদের এই রাজ্যে মোট কতগুলো কাক আছে?"
প্রশ্ন শুনে সবাই তো চুপ! কারো জানা নেই। সবাই যখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, তখন গোপাল ভাঁড় মুচকি হেসে এগিয়ে এসে বললেন, "মহারাজ, এর উত্তর আমার জানা আছে। আমাদের রাজ্যে ঠিক ১০,৫০০টি কাক আছে।"
রাজা অবাক হয়ে বললেন, "তুমি এত নিশ্চিত হলে কী করে? যদি গুনে দেখা যায় এর চেয়ে বেশি আছে?"
গোপাল উত্তর দিল, "তাহলে বুঝবেন বাইরের রাজ্য থেকে ওদের আত্মীয়রা বেড়াতে এসেছে।"
রাজা আবার বললেন, "আর যদি কম থাকে?"
গোপাল চটপট বলল, "তাহলে বুঝবেন এখানকার কিছু কাক অন্য রাজ্যে আত্মীয় বাড়ি বেড়াতে গেছে!"
গোপালের এমন উপস্থিত বুদ্ধি দেখে মহারাজ ও সভাসদরা হাসতে হাসতে গড়িয়ে পড়লেন এবং রাজা খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন।