17/07/2025
এক রাত, তোমার বা-চ্চার জন্য তোমাকে পাঁচবার উঠতে হয়।
তারপর তিনবার।
তারপর হয়তো একবারই।
এরপর কয়েক স-প্তাহ তারা প্রতি-দিন ঠিক ভোর ৫টায় জেগে ওঠে।
কি-ন্তু একদিন, তারা একটু দেরিতে ঘুম থেকে ওঠে।
তারপর আরও একটু দেরিতে।
এভাবে একসময় দেখা যায়, তোমরা দু’জনেই ভালোভাবে ঘুমিয়ে নিয়েছো—
আর মনে হয়, বুঝি এই ক-ষ্টে-র দিন-গু-লো পার হয়ে গেছে।
সবকিছুই সাময়িক।
এই দীর্ঘ রাত আর ভোরবেলা জেগে ওঠা-র সময়টাও একদিন কেটে যাবে।
এই দিনগু-লো চিরকাল থাকবে না। 🤍
হু-ট করেই আমাদের বা-চ্চা গুলো- অনেক বড় হয়ে যাবে।
একটা সময় একা একা ঘুমানোও শি-খে যাবে।।
নিজের জী-বন নিয়ে নিজেরা ব্য-স্ত হয়ে যাবে।।।
আর আমাদের কাছে থেকে যাবে তাদের সেই স্মৃতিগুলো।।।🥹🥹🥹