10/05/2025
নিজ বাড়িতে থেকে চাকরি করে তাদের যদি বেতন ১২০০০ টাকা হয়, এবং বাড়ি ভাড়া এবং আরও অনেক রকম ভাতা মিলিয়ে ২৩০০০ টাকার বেশি বেতন পায় চাকরির শুরু থেকে, এবং সরকারি সকল ছুটি ভোগ করে, সব মিলিয়ে বছরে ৩ মাস স্কুল ছুটি থাকে, সপ্তাহের ছুটি তো আছে, গরু, মুরগী,ছাগল,হাস পালন তো আছে ই। সাথে নিজের জমি নিজে চাষ করা। আলাদা ব্যবসা করা। নিজ ইচ্ছে যখন মন চায় ছুটি যাওয়া। মন না চাইলে স্কুলে না যাওয়া।
এতে যদি তাদের না হয়,???
তাহলে যে সকল মানুষ সৈনিক এর চাকরি করে যেমন সেনা বাহিনী,বিমান বাহিনী, নৌ বাহিনী, বিজিবি বাহিনী, পুলিশ বাহিনী,আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, এ চাকরি করে ১৭ তম গ্রেড তাদের বেতন ৯০০০ টাকা, সকল ভাতা মিলিয়ে তারা পায় ১৫০০০ টাকা, এবং তারা চাকরি করে অনেক দুরে তাদেরকে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। তাহলে তাদের অবস্থ্যা কেমন হয়?
তারা কি ভাবে চলে?
নাকি তারা আইন অনুযায়ী আন্দোলন করতে পারে না --বলে তাদের কষ্টের কথা বলা যাবে না!!!
বিশেষ করে গ্রাউন্ড কর্মচারী এর চাকরি কথা বলি, এদের না আছে কোনো শুক্রবার, শনিবার, না আছে কোনো সরকারি ছুটির দিন---না আছে কোনো বড় দিবস এর বন্ধ, আবার ডিউটি তো ১২/১৬ ঘন্টা হয় যেখানে সরকারি অন্য কোনো চাকরি তে এতো লং টাইম ডিউটি নেই, এবং এই ৮ ঘন্টা সময় এর পারে অতিরিক্ত ডিউটি করার জন্য কোনো ওভার টাইম ভাতা ও নেই।
সরকারি ছুটির দিন এ ডিউটি তে ও কোনো ভাতা নেই, এবং ***-
যে কোন সময় একটি বুলেট বা বোমা কেড়ে নিতে পাড়ে নিজের প্রাণ।
শিক্ষক যদি হয় জাতি গড়ার কারিগর
তবে---
আমরা দেশ ও জাতি রক্ষার অকুতোভয় রক্ষক!!!
!
তাহলে তাদের কথা কেউ বলে না কেন???
শিক্ষক দের কথা আপনারা যে ভাবে বলছেন।
বাকি সবার কথা ও আপনাদের চিন্তা ভাবনা করা উচিৎ, কেউ আবার মনে কইরেন না আমি শিক্ষক দের বিরুদ্ধে বলছি,
আমি শুধু সবার কষ্ট টা তুলে ধরেছি!!!???
😭😭😭😭😭
আর মনের কষ্টটা বললাম।।।