Nayem Islam

Nayem Islam I'm a Digital creator

09/05/2025

জীবনের কিছু কথা,,

11/11/2024

আমরা কাজ করে যাচ্ছি সারাদেশের প্রত্যেন্ত অঞ্চলে, মিডিয়ার ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা পাশে আছেন, বিভিন্ন জেলায় অসহায় মানুষের সন্ধান দিচ্ছেন, এবং নিউজ কাভারেজ করছেন।
সারা দেশে আমরা সবাই মিলে যেনো একটি টিম, একটি আর্ন এন্ড লিভ প্লাটফর্ম। একতাই বল। যে যেখানে থেকেই পারছেন এই বোন টির পাশে দাড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সহায়ক।
আল্লাহ আমাদের সবার প্রচেষ্টা সবার দান কবুল করুক।
#বৃক্ষরোপ #জয়পুরহাট #নিউজ #সাংবাদিক

আবরার ইলেকট্রনিক্স, তালন্দ বাজার, তানোর, রাজশাহী আয়োজিত ওয়ালটন ফুটবল টুর্নামেন্ট এ রয়েছে লক্ষ টাকার পুরস্কার খেলায় প্...
10/11/2024

আবরার ইলেকট্রনিক্স, তালন্দ বাজার, তানোর, রাজশাহী আয়োজিত ওয়ালটন ফুটবল টুর্নামেন্ট এ রয়েছে লক্ষ টাকার পুরস্কার খেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক আমিন খান
৭/১১/২০২৪ ও ৮/১১/২০২৪ তারিখ রোজ: বৃহস্পতিবার ও শুক্রবার। দ্বিতীয় বারের মতো পা রাখলেন তানোরের বুকে চলোচিত্র নায়ক আমিন খান।

31/10/2024

আমি যদি একজন মা হই পৃথিবীর সব সন্তান ই আমার সন্তান। দুরে কোথাও যখন একজন মা কাদে, আমার অন্তর কাদে তার সাথে।
চলুন মায়েরা শুধু আমার সন্তান আমার সন্তান বলে বিলাপ না করি। বলি আমাদের সন্তান। আমাদের সব সন্তানেরা থাকে যেনো দুধে ভাতে।
অসহায় সব সন্তানের পাশে দাড়াই। আর্ন এন্ড লিভ এর সাথে থাকি। আমরা কাজ করছি ৬৪ টি জেলায়। সাথে থাকুন সামর্থ অনুযায়ী অথবা সেচ্ছাসেবী হিসাবে।

স্বাবলম্বী- Shabolombi #সেচ্ছাসেবী #সামাজিক #গবাদিপশু #জীবনেরকথা

আলহামদুলিল্লাহ, 🤲Earn N Live এর স্বাবলম্বী প্রজেক্ট পৌছে গেছে সুদূর উত্তরবঙ্গের রাজশাহী জেলায়। Earn N Live এর প্রতিষ্ঠাত...
04/10/2024

আলহামদুলিল্লাহ, 🤲
Earn N Live এর স্বাবলম্বী প্রজেক্ট পৌছে গেছে সুদূর উত্তরবঙ্গের রাজশাহী জেলায়। Earn N Live এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি আপুকে কৃতজ্ঞতা জানায়, ফরিদা ইয়াসমিন জেসি আপু Earn N live এর পক্ষ থেকে, Earn N Live তানোর-রাজশাহী টিমের মাধ্যমে রাজশাহী জেলার তানোর উপজেলা, কালনা, চাপড়া ও চাঁদপুর গ্রামের মোট ৬ টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে তাদের প্রতিটি পরিবারের মাঝে ২ টি করে মোট ১২ টি ছাগল প্রদান করেন।
আল্লাহ তায়ালা এই প্রজেক্টকে কবুল করুন।
Earn N Live এর এই সহায়তার মধ্য দিয়ে এই পরিবার ৬টি শুরু করল তাদের স্বপ্ন পূরনের পথচলা।
এভাবেই Earn N Live তাদের বিভিন্ন প্রকল্প ও প্রজেক্টের মাধ্যমে হয়ে উঠছেন বাংলাদেশে ৬৪ টি জেলার হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের স্বপ্ন পূরনের সঙ্গী।

তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের কে তোমার পিছনেই রাখো !!🤙কারণ তারা তোমার আশেপাশে আসার যোগ্যতাও রাখে না !...
24/09/2024

তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে
তাদের কে তোমার পিছনেই রাখো !!🤙

কারণ তারা তোমার আশেপাশে আসার যোগ্যতাও রাখে না !🥱🤟

💕 সবার সাথে ভদ্রতা বজায়       রাখতে পারবো নাহ!🥱      কারণ ভদ্রতার মান সবাই দিতে             জানে না 😈
22/09/2024

💕 সবার সাথে ভদ্রতা বজায়
রাখতে পারবো নাহ!🥱

কারণ ভদ্রতার মান সবাই দিতে
জানে না 😈

কেউ তোমাকে ধোকা দিলে ভেবো না           তুমি হেরে গেছো..ভালো কিছু করে তাকে দেখিয়ে দাও,     সে তোমার যোগ্য ছিলো না! @ hig...
19/09/2024

কেউ তোমাকে ধোকা দিলে ভেবো না
তুমি হেরে গেছো..

ভালো কিছু করে তাকে দেখিয়ে দাও,
সে তোমার যোগ্য ছিলো না! @ highlights

14/09/2024
আমি পরিবর্তন হই নি,তবে যারা আমার সাথে যেমন ব্যবহার করে তাদের কে,ঠিক তেমন টাই দেখানোর চেষ্টা করি ✌️
12/09/2024

আমি পরিবর্তন হই নি,
তবে যারা আমার সাথে
যেমন ব্যবহার করে তাদের কে,
ঠিক তেমন টাই দেখানোর চেষ্টা করি ✌️

11/09/2024

মাদক সম্রাট ফকির ও তার পরিবারের সকলের
উচ্ছেদ এবং বিক্রয়ের বিরুদ্ধে , "" মানববন্ধন ও প্রতিবাদ ””✊

👉👉Order to get the services .
06/12/2023

👉👉Order to get the services .

Address

Tanore
Rajshahi
6230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share