
31/07/2025
উত্তরবঙ্গের পরিচিতি মুখ Pronoy Enosent Marandi আমি তার কোনদিন খেলা দেখি নাই , তবে একটা সুযোগ হয়েছিল একটা ম্যাচ খেলা দেখার। সবাই বলে সে নাকি ভালো খেলে , তবে আমি বলবো আদিবাসী ছেলে হিসেবে শুধু ভালো খেলে এটা বললে ভুল হবে। অনেক অনেক ভালো খেলে এবং তার খেলার প্রতি যে টান সেটা না দেখলে হয় তো কোনদিন বুঝতে পারবেন না। সে খেলোয়াড় হিসেবে যেমন দক্ষ তেমন গোলকিপার হিসেবেও একজন দক্ষ খেলোয়াড় আমি মনে করি। সেইদিনের খেলায় হয়তো নিজের টিমকে জিতানো কষ্টে হলেও সে তার টিকমে ঠিকই সুন্দরভাবে পরিচালনা করেছিলো। আমরা আদিবাসী হিসেবে পিছিয়ে পড়ে থাকলেও আজকে কিন্ত অনেকটা এগিয়ে আছি।
কে কে Pronoy Enosent Marandi খেলা পছন্দ করি তারা তারা কমেন্টে করে যান ধন্যবাদ 🥰🥰
আর শেয়ার করতে ভুলে যাবেন না কিন্ত