23/08/2023
মিটমাট চাইলে ঝগড়া করা যায়, রাগ করা যায়,অভিমান করা যায় কিন্তু বিচ্ছেদ চাইলে শান্তিপূর্ণ উপায় ই ভালো।
কেউ একজন আপনার একটু খানি অবহেলায়ও অভিমান করে, ছোট্ট ছোট্ট বিষয় গুলোনিয়েও রোজ রোজ ঝগড়া করে, অমূলক বিষয়গুলো নিয়েও রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকে এর মানে এই না যে আপনি তার কাছে বিরক্তকর বা সে আপনাকে চায় না!আসলে মানুষটার কাছে আপনি একটু বেশিই স্পেশাল তাই আপনার একটুখানি অবহেলাও তার সহ্য হয় না, আর সহ্য হয় না আপনার তার থেকে বেশি অন্য কাউকে গুরুত্ব দেয়া। ঐ যে লোকে বলে না "তোমার সমুদ্র সমান ভালোবাসা না বুজলেও বিন্দু বিন্দু পানির ফোঁটা সমান অবহেলাও কিন্তু ঠিকই বুজি"।আসলে হয় কি জানেন লোকটা আপনার সমুদ্রসমান ভালোবাসার বিপরীতে আপনাকে মহাসমুদ্রসমান ভালোবাসতে জানে। যার জন্য আপনার বিন্দু সমান অবহেলাও তাকে এড়িয়ে যেতে পারে না।
যেই মানুষগুলো আপনার অবহেলার মধ্যেও মায়া খুজে,আপনার অভিমান এর মধ্যেও ভালোবাসা খুজে আর রাগের মধ্যেও খুজে একটুখানি আশ্রয়।
বিশ্বাস করেন এই মানুষ গুলো ঠিকই বুজে যায় আপনার জীবনে তার প্রয়োজন ঠিক কতটুকু বা আদৌ কি আপনার জীবনে তার আর প্রয়োজন আছে কিনা?অর্থাৎ আপনার অবহেলা গুলোতে যদি হয় ধূরে যাওয়ার বাহানা,রাগ গুলো যদি হয় তিক্ততার বহিঃপ্রকাশ বিশ্বাস করুন এই মানুষ গুলো তাও ঠিক ই বুজে যাবে হয়তো আপনার ভালোবাসা, মায়া এইগুলোর চেয়েও আরো ভালোভাবেই বুজে যাবে।
এই মানুষ গুলোর জন্যই হয়তো জন্ম হয়েছে"আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র"কথাটির।
এই মানুষ গুলো ভালোবাসা কিংবা মায়ায় জামেলা প্রিয় হলেও মানে কথায় কথায় রাগ,অভিমান করলেও বিচ্ছেদের বেলায় কিন্তু এরা ঠিকই শান্তি প্রিয়।এই মানুষ গুলো আপনার জীবন থেকে কখন কি ভাবে হারিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। কারণ তারা জানে "যারা থাকতে চায় তাদের সাথে ঝগড়া মানায় কিন্তু যারা চলে যেতে চায় তাদের সাথে নিরবতাই ভালো মানায়।❤️❤️