Miftah Ibn Shahid

Miftah Ibn Shahid Educator

14/02/2025

বইয়ের নাম: ছালাত পরিত্যাগের ভয়াবহতা ও জামা‘আতে ছালাতের গুরুত্ব
লেখক: মুহাম্মাদ আব্দুর রহীম
প্রকাশনী: হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
মূল্য: ১০০৳ (আমি ২০% ছাড়ে ৮০৳ তে কিনেছি আলহামদুলিল্লাহ)

15/11/2024

Day 2: 100 Hadith Series || MiftahIbnShahid

15/11/2024

Day 3: 100 Ayah Series - Surah Fatiha, Ayah 3 || MiftahIbnShahid

14/11/2024

Day 2: 100 Ayah Series || MiftahIbnShahid

14/11/2024

Day 1: 100 Hadith Series | Miftah Ibn Shahid

21/08/2024

কিছুক্ষণ আগে এক ছোট ভাই কল করে জিজ্ঞেস করছে যে দাড়ি সাইজ করা যাবে কিনা। তার অভিযোগ হচ্ছে যে তার দাড়িগুলো দুই দিকে সমান না। আবার কোথাও আছে কোথাও নেই। তাকে আমি বললাম, দেখো আমরা দাড়ি রাখি কারণ রাসূল ﷺ অসংখ্য হাদীছে দাড়ি রাখতে বলেছেন। আর মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে, সামি'না- ওয়া আত্ব'না- (আমরা শুনলাম এবং মান্য করলাম, সূরা আল-বাক্বারাহ, ২/২৮৫)

এক্ষেত্রে সকল মাজহাবের আলেমগণ একমত যে দাড়ি কমপক্ষে একমুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। না রাখলে প্রতিনিয়ত গোনাহ হতে থাকবে। সুতরাং যাদের নতুন দাড়ি গজাচ্ছে বা দাড়ি গজিয়ে গেছে কিন্তু মনমতো হয়নি তাদের উদ্দেশ্যে বলব আল্লাহর সন্তুষ্টির জন্য দাড়ি রেখে দিন। আপনার দৃষ্টিতে হয়তো তা দেখতে সুন্দর না। কিন্তু আল্লাহর কাছে তা অতীব পছন্দনীয়। এখন এটা আপনার উপর, আল্লাহর সন্তুষ্টি চান নাকি মানুষের সন্তুষ্টি?

19/08/2024

আকাশের চাঁদ কী সুন্দর। মা শা আল্লাহ। অনেকদিন পর ছাদে গিয়ে মেঘের লুকোচুরির মাঝে চাঁদ খেলা করছিল। অনেক্ষণ তাকিয়ে থাকলাম। কী বিশাল আল্লাহর সৃষ্টি। কী নিখুঁত। কত সুন্দর। সুব্‌হা-নাল্লহি ওয়া বিহামদিহী। সুব্‌হা-নাল্লহিল্‌ 'আজীম্‌।

27/06/2024

এশার সালাত পড়ে অটোতে করে বাড়ি ফিরছিলাম। অটোতে উঠে দেখি অটোওয়ালা গান বাজাচ্ছে স্পিকারে করে। এভাবে গান বাজালে ড্রাইভারকে বললে কোনোদিন না করেনি সবাই অফ করে দেয়। আলহামদুলিল্লাহ। আজকেও অফ করে দিল।

কিন্তু ঘটনায় একটা টুইস্ট আছে। এতক্ষণ পিছনে তাকাইনি। গান বন্ধ করার পর পিছনে তাকায় দেখি একজন মুরুব্বি দিব্যি তসবি টিপছেন। সেই জিকিরে মগ্ন। আহা! দুনিয়া উলটে যাক তাকে জিকির করতে হবে।

শুনে রাখুন প্রিয় ভাইয়েরা। যে জিকির সৎকাজে আদেশ আর অসৎকাজে নিষেধে উদ্বুদ্ধ করে না তা জিকরুল্লাহ তথা আল্লাহর জিকির নয়। ওটা কেবলই মেকি।

১। গেঞ্জি পরুক আর যাই পরুক ইসলামের নিয়ম হচ্ছে মাহরামের সামনে শালীনতা। দেহের আকার আকৃতি দেখায় ঘুরে বেড়ানো ইসলামে নিষেধ আছ...
25/06/2024

১। গেঞ্জি পরুক আর যাই পরুক ইসলামের নিয়ম হচ্ছে মাহরামের সামনে শালীনতা। দেহের আকার আকৃতি দেখায় ঘুরে বেড়ানো ইসলামে নিষেধ আছে। আর পোশাকের অন্যান্য নিয়মকানুনগুলোও মেন্ব চলতে হবে।

২। একজন আংশিকভাবে ইসলাম পালন করে দেখে তাকে কীভাবে তুইতোকারি করছে দেখুন একবার।

আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে মেয়েটা এভাবে অসৌজন্যমূলক আচরণ করছে সে নিজে পর্দা না করলেও সে কিন্তু পর্দার নিয়ম ঠিকই জানে।

ওইতো- আল্লাহর বিধিনিষেধ জানি। কিন্তু মানব না টাইপ মানসিকতা।

৩। মেয়েটাকে থ্রেট দেওয়া শুরু করে বিভিন্নজন এক পর্যায়ে। কী নোংরা কর্মকাণ্ড।

একটা কথাই বলব বর্তমান যুবসমাজের অনেকে অনৈসলামিক সংস্কৃতিতে আসক্ত হওয়ার কারণে ইসলাম থেকে দিন দিন দূরে সরে যায়। একসময় ছিটকে পড়ে। এরা কিন্তু ঠিকই ইসলাম বুঝে। কিন্তু মানে না। কেউ কেউ মানতে চায়, কিন্তু পারে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আ-মীন।

10/06/2024

কোকাকোলা পেপসি সেভেন-আপসহ এ ধরনের পণ্যগুলো সব বয়কট করে চলেছি এবং করতে থাকব ইন শা আল্লাহ। জালেমদের অর্থ দিয়ে গণহত্যায় সহায়তা করব না আমরা। করতে পারিনা।

সব জায়গায় রঙ্ধনু। কওমে লূতের বংশধর এরা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই যৌন বিকৃতি ধরে রেখেছে। এরা তাদেরই উত্তরসূরী।
05/06/2024

সব জায়গায় রঙ্ধনু। কওমে লূতের বংশধর এরা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই যৌন বিকৃতি ধরে রেখেছে। এরা তাদেরই উত্তরসূরী।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Miftah Ibn Shahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share