অতঃপর বিচ্ছেদ

অতঃপর বিচ্ছেদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অতঃপর বিচ্ছেদ, Digital creator, Bagmara, Rajshahi.

05/05/2024

পছন্দের মানুষ থাকা দরকার ....

প্রেম হোক বা না হোক, জীবনে একজন পছন্দের মানুষ থাকাটা সুন্দর।আকস্মিকভাবে বিধ্বস্ত লাগলে তার কথা মনে করে একটু হেসে ফেলা যায়। শত ব্যস্ততায় তার প্রোফাইল চেক করে একটু শান্তি পাওয়া যায়।

প্রেম হোক বা না হোক জীবনে একজন পছন্দের মানুষ থাকা দরকার ......।।

Mention your favorite person .......

07/04/2024

এখন আর কিছুই হারানোর নাই ...👇
শুধু আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্তি 🤘

এখন হাত বাড়ালেই নতুন মানুষ পাওয়া যায়...!সেখানে আমি তোমাকে পাওয়ার জন্যই বারবার বেহায়া হয়ে যায় ...।।
01/04/2024

এখন হাত বাড়ালেই নতুন মানুষ পাওয়া যায়...!
সেখানে আমি তোমাকে পাওয়ার জন্যই বারবার বেহায়া হয়ে যায় ...।।

কেন, থাকা যায়না চিরকাল একসাথে ??🤝তোমাকে ছাড়া একটা আস্ত'জীবন কিভাবে কাটাবো আমি 🥲🥲
29/03/2024

কেন, থাকা যায়না চিরকাল একসাথে ??🤝
তোমাকে ছাড়া একটা আস্ত'জীবন কিভাবে কাটাবো আমি 🥲🥲

যে যারে চায় তারে পায় না 🥲     করে কতই আরাধনা 😘সাগরে তো মানিক চায় না ;পরশ দিলে পাষাণের বুকে  🫶🫶
26/03/2024

যে যারে চায় তারে পায় না 🥲
করে কতই আরাধনা 😘
সাগরে তো মানিক চায় না ;
পরশ দিলে পাষাণের বুকে 🫶🫶

আমার পাপের রাজত্বে তোমার আগমন         ছিল ভূমিকম্পের মতো👽👽 যখনই দেখি তুমি দাড়িয়ে আছো;      আমার হৃৎপিণ্ড থমকে যায় 💔💔
25/03/2024

আমার পাপের রাজত্বে তোমার আগমন
ছিল ভূমিকম্পের মতো👽👽
যখনই দেখি তুমি দাড়িয়ে আছো;
আমার হৃৎপিণ্ড থমকে যায় 💔💔

সবশেষে যে তোমারে পাইলো–সে যেনো তোমারে কিন্ন্যা দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল, কয়েক জোড়া রেশমি চুরি,সাথে নীল শ...
24/03/2024

সবশেষে যে তোমারে পাইলো–সে যেনো তোমারে কিন্ন্যা দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল, কয়েক জোড়া রেশমি চুরি,সাথে নীল শাড়ী,সে যেনো বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে থাকার পার্থক্য।

সে যেনো ফুল ভালোবাসে, সে যেনো তোমারে সামলায় ঠাণ্ডা মেজাজে, যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘুড়ির নাটাই, অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় শাহাদাত আঙুল।

সে যেনো হয় বই। বাংলা বই, লাল মলাট। তুমি যেনো তারে পড়তে পারো সহজে। মুখস্থ কইরা নিবার পারো দ্রুত, সে যেনো তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা।

অনেকেই তো তোমারে পায় নাই–
ইরাকের বদশাহ, মন্ত্রীর চরিত্রহীন পোলা, মেম্বারের নেশাখোর চাওয়াল, স্কুলের জুনিয়র, কলেজে বিজ্ঞান বিভাগের ছেলেটা, ভার্সিটির বড় ভাই, অথবা কয়েক শত কিলোমিটার দূরে অপেক্ষাতে থাকা হতভাগা আমি।

সবাইরে হারাইয়া যে তোমারে সবশেষে পাইলো......

সে যেনো তোমারে পাইয়া খুশি হয়,যেমন খুশি হয় কাঙ্গাল জেলে, শূন্য জালে হঠাৎ আটকাইয়া গেলে একঝাঁক ইলিশ ❤️❤️🥰🥰❤️❤️

24/03/2024

তুমি চাও বা না চাও
পরপারে দেখা হলে আমি
আবার তোমার পিছু নেব 🥰

18/03/2024

এতটাই জঘন্যভাবে নীরবে ঠকিয়েছে সে😰
সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানলোই না 🥲🥲

15/03/2024

মনের গভীরে আঘাত করে 👊
ভেবেছ জিতে গেলে !! 🤔
নির্বোধ তুমি... 😎😎
যেখানে আঘাত করেছো
সেখানে তো তুমিই ছিলে 💔💔

01/03/2024

-- ছায়া কখনও ছেড়ে যায় না 😘😘
-- আর মায়া কখনও ঘুমাতে দেয় না 😢😢

26/02/2024

-অপেক্ষা দুই জনের😇
-এক তোমার 😍😍
-আর এক মরণের ☠️
😘ভালো তো দুইজনেই বাসে😘
-এখন দেখার পালা 😔
কার আগে কে আসে 😎😎

21/02/2024

পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় 🙏🙏
সময়ের কাছে, বাস্তবতার দামে 🥲🥲

Address

Bagmara
Rajshahi
6202

Website

Alerts

Be the first to know and let us send you an email when অতঃপর বিচ্ছেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অতঃপর বিচ্ছেদ:

Share