Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো

Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ারে ভাল কিছু করুন

65k Member's Done 🎉Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো
05/05/2024

65k Member's Done 🎉

Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো

গত ১৮ই জুন ২০২৩ সালে, বাংলাদেশে পেওনিয়ারের নতুন এনুয়াল ফী আপডেট করা হয়। আগে পেওনিয়ারে ১২ মাসে কোন লেনদেন না হলে চার্জ কা...
21/09/2023

গত ১৮ই জুন ২০২৩ সালে, বাংলাদেশে পেওনিয়ারের নতুন এনুয়াল ফী আপডেট করা হয়। আগে পেওনিয়ারে ১২ মাসে কোন লেনদেন না হলে চার্জ কাটা হতো। তবে এখন নতুন নিয়মানুসারে, ১২ মাসে যদি ২০০০ ডলারের কম বা এর সমপরিমাণ এমাউন্ট লেনদেন করা হয়, তাহলে এনুয়াল ফী হিসেবে চার্জ কাটা হবে।
এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, তাই আপনাদের সুবিধার্থে নিচে কিছু তথ্য দেওয়া হলো,
ধন্যবাদ!

মার্কেটপ্লেস এর বাইরে ক্লায়েন্ট পাচ্ছেন না? ক্লায়েন্ট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম টিপস :আমরা অনেকেই শুধু মার্কেটপ্লেস এ কাজ ...
20/04/2023

মার্কেটপ্লেস এর বাইরে ক্লায়েন্ট পাচ্ছেন না? ক্লায়েন্ট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম টিপস :
আমরা অনেকেই শুধু মার্কেটপ্লেস এ কাজ এর জন্য চেষ্টা করি। অনেকেই হয়তো জানি না, মার্কেটপ্লেস এর বাহিরেও রয়েছে আরেক জগৎ যেখান থেকে আমরা অনেক ক্লায়েন্ট পেতে পারি।
---
📍 ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। আমি খুব সহজে ১৫ টি পয়েন্ট এর মাধ্যমে ইনস্টাগ্রাম প্রোফাইল খোলা থেকে শুরু করে, একাউন্ট সাজানো, আপনার কাজ রিলেটেড পোস্ট, রীল, স্টোরি, ফলোয়ার বাড়ানো সহ আদ্যোপান্ত সব বলার চেষ্টা করেছি ।
---
📍 📍 আমাদের অনেকেই মনে করি, ইনস্টাগ্রাম শুধু মাত্র সেলেব্রেটি দের জন্য, আসলে তা নয়। ইনস্টাগ্রাম যেকোনো প্রোডাক্ট / সার্ভিস সেল করার জন্য এফেক্টিভ একটা মার্কেটিং প্লাটফর্ম। e-Market এর 2019 সালের গবেষণা অনুসারে, 202৪ সালের মধ্যে ৯৩% ব্যবসায়ের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে বলে প্রেডিক্ট করছে । তো আমরা কেন বসে থাকবো ?
---
🎯🎯আসুন জেনে নেই কিভাবে স্টার্ট করা যাবে ?
————————————————–
১. মোবাইল এ অথবা ডেস্কটপ এ ইনস্টাগ্রাম app টি ডাউনলোড করে ফেলুন ।
---
২. একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করুন এবং একটি ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো বেছে নিন । যদি বিসনেস প্রোফাইল থাকে বিসনেস লোগো আপলোড করুন।
---
৩. আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সম্পূর্ণ করুন আর অবশ্যই আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা দিতে ভুলবেন না, অথবা আপনার যদি কোনো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এ যথেষ্ট রিভিউ থাকে, আপনি আপনার মার্কেটপ্লেস এর প্রোফাইল লিংক দিতে পারেন।
---
৪. ৭ দিন পর আপনার বেসিক ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে Business Profile এ কনভার্ট করুন। ইনস্টাগ্রামে একটি Business Profile আপনাকে আপনার ব্র্যান্ডটিকে পরিচালনা ও বাড়ানোর জন্য আরও অনেক Tools দিবে, যা আপনি পার্সোনাল প্রোফাইল এ পাবেন না।
---
ইনস্টাগ্রামে এ ফেইসবুক এর মতো পেজ হয় না, তাই পার্সোনাল প্রোফাইল কে সেটিংস থেকে Business Profile এ কনভার্ট করে নিন। (Settings > Account > Switch to Professional Account) প্রফেশনাল একাউন্ট এ আপনি অনেক ডিটেল এ ডাটা ও এনালিটিক্স ও আপনার গ্রোথ দেখতে পাবেন।
---
৫. এখন প্রোফাইল টি আপনার সার্ভিস গুলো শোকেস করে সাজান সময় নিয়ে, আপনার সাথে যোগাযোগ এর জন্য ফোন নম্বর, ইমেল এবং লোকেশন অ্যাড করুন। আপনার সার্ভিস ক্যাটাগরি সিলেক্ট করুন। যেমন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।
---
৬. এখন ইনস্টাগ্রাম সেটিংস থেকে আপনার ফেইসবুক পেজ কে লিক করে দিন ইনস্টাগ্রাম একাউন্ট এর সাথে, এতে আপনি ইনস্টাগ্রাম এ কিছু পোস্ট করলে ফেইসবুক পেজ ও দেখা যাবে, এছাড়া আপনি ইনস্টাগ্রাম এর মেসেজ গুলো ফেইসবুক পেজ এর ইনবক্স দিয়ে reply করতে পারবেন।
---
৭. আপনার ইনস্টাগ্রাম ফিডে আপনার সার্ভিস রিলেটেড ফটো এবং ভিডিও পোস্ট করুন। ভিডিও অবশ্যই ৯০ সেকেন্ড এর কম হতে হবে । ভিডিও আপনার প্রোফাইল এর REACH অনেক বাড়িয়ে দিবে।
অন্তত ২০-৩০ টি পোস্ট করে রাখুন । যাতে যখন ফলোয়ার্স আসবে তারা যেন খালি প্রোফাইল না দেখে ।
---
৮. ইনস্টাগ্রাম প্রোফাইল টি এখন এখনো আপনার কোনো ফলোয়ার নাই, এখন কাজ হচ্ছে ফলোয়ার বাড়ানো ।
---
🍥 প্রথমে, আপনার ফোন কন্টাক্টস আর ফেইসবুক কন্টাক্টস দের ফলো করুন, যেহেতু তারা আপনার পরিচিত তারা ফলো ব্যাক করবে ।
---
🍥 দ্বিতীয়ত, এইবার আপনি ইনস্টাগ্রাম এর সার্চ এ আপনার সার্ভিস রিলেটেড হ্যাশ ট্যাগ ( #) দিয়ে সার্চ করে, রিলেটেড পিপল দের ফলো করুন, ৩০% ফলো ব্যাক পাবেন শিওর, যদি ফলো ব্যাক না করলে তাহলে তাদের Unfollow করে দিন। এছাড়াও আপনার সার্ভিস নিতে পারে এমন মানুষ দের ফলো করুন। আপনি leadstal টুল ব্যবহার করে আপনার niche এর মানুষদের সহজে খুঁজে পেতে পারেন।
---
🍥 তৃতীয়ত, আপনার কম্পিটিটর কে খুঁজে বের করুন, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এ ঢুকে তাদের followers দের follow করুন, কারণ তাদের ইন্টারেস্ট ও অবশ্যই আপনার সার্ভিস অনুযায়ী হবে, তাই তারাই আপনার প্রকৃত কাস্টমার হবেই হবে 🙂
---
এই ৩ ভাবে আপনি অনেক দ্রুত followers পেয়ে যাবেন। কিন্তু আমরা followers পেতে অনেক তাড়াহুড়া করি যেটা ঠিক না, অনেক বেশি ফলো করতে গেলে ইনস্টাগ্রাম ভাববে আপনি স্প্যাম করছেন। ভয় নেই আমি বলে দিচ্ছি, প্রতিদিন ৫০ জন কে ফলো করুন, এভাবে ৭ দিন যাওয়ার পর আপনি ১০০ করে ফলো করুন প্রতিদিন। এক মাস পর ইনস্টাগ্রাম আপনাকে যতক্ষণ ফলো করতে দিচ্ছে ততক্ষন ফলো করতে থাকুন ।
খুব বেশি ফলো করতে থাকলে আপনার প্রোফাইল এর REACH কমে যাবে । যারা ফলো ব্যাক করবে না, কিছু দিন পর তাদের unfollow করে দিন ।
---
৯. ইনস্টাগ্রাম এ আপনার নতুন সার্ভিস এর স্টোরি তৈরী করুন, আর আপনার রিসেন্ট সার্ভিস গুলোকে highlight করে রাখুন ।
---
১০. সপ্তাহে অন্তত একটা লাইভ ইভেন্ট করুন, যেটা আপনার সব ফলোয়ার এর নোটিফিকেশন বক্স এ চলে যাবে, মনে রাখবেন, লাইভ ইভেন্ট / ভিডিও এর REACH অনেক বেশে হয় সাধারণ পোস্ট / ভিডিও থেকে ।
---
১১. ভিডিও রেকর্ড এর জন্য ইনস্টাগ্রাম টিভি (IGTV) এবং Instagram Reels ব্যবহার করুন।
🍥 IGTV সাধারণত বড় ভিডিও এর জন্য, আপনাকে মোবাইলের মাধ্যমে 15 মিনিট এবং PC এর মাদ্ধমে ৬০ মিনিটের ভিডিও আপলোড করতে দেয়।
🍥 Instagram Reels সাধারণত ১৫-৯০ সেকেন্ডের মাল্টি-ক্লিপ আপলোড করতে পারবেন, TikTok এর ভিডিও এর মতো ।
---
১২. প্রতিদিন ই আপনার সার্ভিস রিলেটেড কিছু না কিছু পোস্ট করুন । সব সময় সার্ভিস পোস্ট করতে হবে এমন না, আসুন উদহারণ দেই, ধরা যাক আপনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকেন। এটার উপর আজকে একটা পোস্ট করলেন। আগামী কাল ইনফোরমেটিভ কিছু পোস্ট করুন, যেমন কেন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস অন্যদের থেকে ভালো, কেন php বা লারাভেল দিয়ে ওয়েবসাইট করা উচিত, ওয়ার্ডপ্রেস এর সুবিধাগুলো কি কি .. bla..bla..bla.
---
এতে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এ সার্ভিস না কিনলেও কিছু ভালো ফলোয়ার পাবেন, যারা প্রতিদিন আপনার পোস্ট পড়ার জন্য অপেক্ষা করবে, একদিন পোস্ট পড়তে পড়তে তারা আপনার সার্ভিস টি কিনবেই, কারণ ততদিন এ আপনি তাদের মনে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছেন, তারা আপনার কথা trust করে এবং আপনার থেকে শুনতে চায় ।
---
১৩. অবশ্যই প্রতিটি পোস্ট এ ৫-৮ টি রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন(অবশ্যই ১০ টির বেশি হ্যাশট্যাগ দিবেন না, এতে হ্যাশট্যাগ গুলোর গুরুত্ব কমে যায়) এতে যারা আপনার ফলোয়ার না, তারাও সার্চ এর মাধ্যমে আপনার পোস্ট খুঁজে পাবে। এতে পোস্ট এর রিচ বেড়ে যাবে।
এভাবে প্রতিদিন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এ রেগুলার পোস্ট করুন । প্রতিদিন ফলোয়ার বাড়ান, স্টোরি এবং highlight তৈরী করুন, সপ্তাহে লাইভ এ কিছু প্রোডাক্ট show করুন অথবা লাইভ এ।
---
১৪. এছাড়াও কিছু রীল পোস্ট করুন আপনার সার্ভিস রিলেটেড ইনফোরমেটিভ শর্ট ভিডিও দিয়ে(Duration ৩০-৬০ সেকেন্ড), যেমন কেন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়, FIGMA VS ADOBE ইত্যাদি। আপনি chatgpt কে জিজ্ঞাসা করে কিছু ইনফরমেশন পাবেন রীল তৈরী করার জন্য। ইনস্টাগ্রাম ইদানিং রীল কে প্রচুর প্রোমোটে করছে, তাই আপনার সার্ভিস কে অনেকের মাঝে পৌঁছে দেয়ার জন্য রীল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
---
১৫. অবশ্যই আপনার ইনস্টাগ্রাম এর ইনবক্স রেগুলার চেক করবেন। যারা আপনার সার্ভিস কিনতে চায়, তারা আপনাকে ইনবক্স এ যোগাযোগ করবে। তাছাড়াও আপনি তাদের ফ্রি এপয়েন্টমেন্ট/ কন্সালটেন্সি সার্ভিস অফার করতে পারেন, যেখানে আপনি তার সাথে ৩০ মিনিট কথা বলবেন তাকে কিভাবে হেল্প করবেন সাজেশন দিয়ে তার একটা ট্রাস্ট বিল্ড করতে পারবেন। পরবর্তীতে সে আপনার থেকে সার্ভিস নিবেই।
---
এবার আসল কথায় আসি। আমি অনেককেই দেখেছি এভাবে ইনস্টাগ্রাম এ ১-২ মাস চেষ্টা করে ধর্যহারা হয়ে যায়। মনে রাখবেন এই ১৫ টি প্রসেস এ আপনাকে ৬-৮ মাস কাজ করে যেতে হবে আপনার একাউন্ট গ্রো করতে, ফলোয়ারদের ট্রাস্ট বিল্ড আপ করতে, পোস্ট এর রিচ বাড়াতে, তারপর আস্তে আস্তে আপনি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন।
---
শুভকামনা সবাই-কে।

🎯 "Fiverr" নতুন আপডেটঃ কিভাবে আপনার ডিসপ্লে নাম পরিবর্তন করবেন-এখন থেকে আপনার প্রফাইলে আপনার নাম ডিসপ্লে করতে পারবেন। এট...
20/03/2023

🎯 "Fiverr" নতুন আপডেটঃ কিভাবে আপনার ডিসপ্লে নাম পরিবর্তন করবেন-
এখন থেকে আপনার প্রফাইলে আপনার নাম ডিসপ্লে করতে পারবেন। এটা সবার জন্য বাধ্যতামূলক। যারা যারা স্ক্রিনশটের মত নোটিফিকেশন পেয়েছেন, তারা তাতে ক্লিক করে ডিসপ্লে নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রফাইলে যেয়ে নিচের ছবির মত প্রফাইল পিকচারের নিচে পেন্সিল আইকনে ক্লিক করেও, এই কাজটা করতে পারবেন।
🎯 কিভাবে এটা কাজ করে:
আপনার প্রদর্শনের নাম হল আপনার নাম বা একটি প্রতিনিধি নাম যা ক্রেতাদের কাছে প্রদর্শিত হবে এবং তাদের সাথে আপনার মিথস্ক্রিয়া যেমন আপনার গিগ পৃষ্ঠা, ইনবক্স বার্তা, আপনার বিক্রেতার প্রোফাইল এবং আরও অনেক কিছুতে প্রদর্শিত হবে৷
আপনি প্রথমবার আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ব্যবহারকারীর নামটি প্রথমে বাছাই করেছিলেন তা লগ ইন করার জন্য আপনার ব্যবহারকারীর নামই থাকবে।
🎯 আপনার প্রদর্শন নাম সম্পাদনা করতে:
Log in > Switch to selling.
Click on your Profile Picture > Profile > click on the pencil icon next to your display name.
Edit your display name > Save Changes.

🎯 নির্দেশিকা:
একটি সাধারণ নির্দেশিকা হিসাবে, "Fiverr" সুপারিশ করে যে আপনি আপনার প্রথম নাম এবং আপনার শেষ নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে আপনার প্রদর্শন নাম তৈরি করুন৷
👉 For example: If your name is "Daniel Zee" and you're known as "Danny", your display name can be "Daniel Z" or "Danny Z".

মনে রাখবেন যে প্রদর্শন নামের ক্ষেত্রটি বাধ্যতামূলক, এবং মার্কেটপ্লেসে সমস্ত বিক্রেতাদের এটি আপডেট করতে হবে।

02/03/2023

Power of Ai Technology 😱🤩🔥

14/02/2023

ফ্রিল্যান্সার এর জীবনে প্রেম 😀

CSS Media QueriesFollow Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো
12/02/2023

CSS Media Queries

Follow Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো

Complete JavaScript RoadmapFollow Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো
11/02/2023

Complete JavaScript Roadmap

Follow Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো

Top 36 VS Code Shortcuts
11/02/2023

Top 36 VS Code Shortcuts

18/01/2023

সপ্তাহে ৭০০ ডলার আয় করছেন দেশের ফ্রিল্যান্সাররা | Freelance Jobs and Contests | Freelancer
Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো

13/01/2023

চাকরির পিছনে না ছুটে নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে হয়ে উঠুন সফল ফ্রিল্যান্সার।
পড়াশোনার পাসা পাসি কিংবা চাকুরির পাসা পাসি।
যারা মন থেকে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ারে ভাল কিছু করতে চান।
এরকম কিছু ব্যাক্তি ইনবক্সে যোগাযোগ করেন। আমি হেল্প করব ইনশাআল্লাহ। ধন্যবাদ🥰🥰

13/01/2023

চাকরির পিছনে না ছুটে নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে হয়ে উঠুন সফল ফ্রিল্যান্সার। পড়াশোনার পাসা পাসি কিংবা চাকুরির পাসা পাসি। যারা মন থেকে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ারে ভাল কিছু করতে চান। ধন্যবাদ🥰🥰
https://www.facebook.com/groups/freelancingshikhbo/

22/10/2022

ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম?

আপনি কি একজন  #উদ্যোক্তা❓নিজের নামে অথবা,প্রতিষ্ঠানের নামে  #উইকি_প্রোফাইল তৈরি চাচ্ছেন...⁉️উইকিআলফা – কী ও কেনো...❓উইকি...
15/10/2022

আপনি কি একজন #উদ্যোক্তা❓নিজের নামে অথবা,
প্রতিষ্ঠানের নামে #উইকি_প্রোফাইল তৈরি চাচ্ছেন...⁉️
উইকিআলফা – কী ও কেনো...❓
উইকিআলফা হলো ইন্টারনেট ভিত্তিক একটি জ্ঞানকোষ, যা গড়ে উঠেছে পৃথিবীর লাখ লাখ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। উইকিআলফা অনেকটা উইকিপিডিয়া এর মতই।
✔আপনি কি একজন উদ্যোক্তা..?
✔আপনি কি একজন অভিনেতা..?
✔আপনি কি একজন শিল্পী বা গায়ক..?
✔আপনার কি একটি নিজস্ব প্রতিষ্ঠান আছে..?
তাহলে উইকিআলফায় আপনার একটি প্রোফাইল করে নিতে পারেন। উইকিআলফায় আপনার একটি প্রোফাইল থাকা মানে আপনার নিজের অথবা আপনার প্রতিষ্ঠান বিশ্বস্থতা বৃদ্ধি পাবে। এতে করে আপনার নিজের ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার কোম্পানির গুগল সার্চ র‍্যাঙ্কিং বৃদ্ধি করবে।
নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে, একটি পার্সোনাল প্রোফাইল ও একটি কোম্পানির সম্পূর্ণ উইকিআলফা প্রোফাইল সাজানো আছে। আপনিও যদি চান আপনার নিজের নামে অথবা কোম্পানির নামে একটি প্রোফাইল ওপেন করতে তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।
✉ এখনই #ইনবক্স করুন, অথবা -
☎ ফোন করুনঃ 01303511712

Address

Zero Point
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing Shikhbo - ফ্রিল্যান্সিং শিখবো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share