
06/07/2025
এ এই জামাল হোসেন?
কি তার ক্ষমতার উৎস? কোন রাজনৈতিক দলের হাত আছে তার মাথার উপরে? বিগত দিনে সে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে পরিচিত ছিল। ছিল তার ক্ষমতার দাপট। ক্ষমতার দাপটে সে করেছে বাড়ি গাড়ি সহ বিভিন্ন অর্থ সম্পদ। পুলিশ কেন তাকে ধরছে না। ৫ ই আগস্ট গণঅভ্যন্তরের আগে সে ১৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মমিনের এজেন্ট হিসেবে পরিচিত ছিল। তাহলে কি পুলিশ টাকা খেয়ে এখনো তার কিছু করছে না? সে কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তিনি রাজশাহীর একটি ওয়ার্ড এর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। তাও কেন সেই ভাবে দাপটে ঘুরে বেড়াচ্ছে?
এমনই সব প্রশ্ন তুলে ধরেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।নাম প্রকাশে অইচ্ছু সেই নেতা আমাদের নতুন মাত্রাকে জানান ৫ তারিখের আগে তার অত্যাচারে বাসায় থাকতে পারত না। এই জামাল হোসেনের বাসা নিউ মার্কেট ইসলামী ব্যাংকের অপজিটে। এত জুলুম করার পরেও কিভাবে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷ তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সেই স্বেচ্ছাসেবক দল নেতা।
তার বিভিন্ন ভিডিও ফুটেজ আওয়ামী লীগ করার সমস্ত প্রমাণ থাকছে পরের ভিডিওতে।
জুই সরকার
নতুন মাত্রা রাজশাহী