Notify Me

Notify Me "আমরা তরুণ, আমরাই পারি, আমরাই পারবো"
মোটিভেশন, দক্ষতা, মেধা , কর্মশক্তি নিয়ে এগিয়ে আসুন!!

ফুচকাবন্ধু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট  স্থান: বামন্দি বাজার , ইসার মার্কেট মোড়, গাংনী , মেহেরপুরপরিষ্কার পরিচ্ছন্ন ফুচকার ...
19/07/2025

ফুচকাবন্ধু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট

স্থান: বামন্দি বাজার , ইসার মার্কেট মোড়, গাংনী , মেহেরপুর

পরিষ্কার পরিচ্ছন্ন ফুচকার টেস্ট শুধু এখানেই পাবেন .......

ফুচকাবন্ধু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট,,,, " বন্ধুত্ব হবে ফুচকার টানে "

শুভ উদ্ভোধন: শীঘ্রই.............

আপনাদের বামন্ডিতে...................

23/06/2025

ই/গ/রা/ই/লি বিমান হা*ম*লার পর জ্বলছে ই*রা*নের রাষ্ট্রীয় মিড়িয়া ভবন।

ভিডিওতে ইরা*নের রেডিও টেলিভিশন (আইআরআইবি)-এর সাংবাদিক ইউনেস শাদলু ই*রা*নি সংবাদ সংস্থা আইএসএনএ-কে বলেন, "আমি জানি না আমার কতজন সহকর্মী ভেতরে ছিলেন। আমি প্রথম তলায় ছিলাম। আমি ঠিক জানি না কতজন শ/হীদ হয়েছেন বা আহত হয়েছেন।"

ভিডিও: ISNA

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন... কিছুক্ষণ আগে কুনজেরহাট বাজারের দক্ষিণ মাথায় গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা ব...
19/06/2025

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন... কিছুক্ষণ আগে কুনজেরহাট বাজারের দক্ষিণ মাথায় গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা ব্লাষ্ট হয়ে মাথার খুলি আলাদা হয়ে গেছে 😭😭

18/06/2025

Lower Rate People equal Lower Demand and Higher Rate people equal Higher Demand in Our society . But to Allah, all His servants are equal. So love and fear Allah.

সমাজের কাছে দেশে উচু শ্রেনীর মানুষের চাহিদা অনেক বেশি নিম্ন শ্রেনীর মানুষ অবহেলিত হলেও আল্লাহর কাছে তার বান্দা সকলেই সমান মর্যাদার অধিকারী । তাই আল্লাহ কে ভালবাসুন এবং ভয় করুন ।

Everyonegoals

17/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

17/06/2025
🥲সারাদেশে রোড এক্সিডেন্ট বেড়ে গেছে।🥲🥲মারা গেলেন বাঘায় বাস-মোটরসাকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া স্কুল ছাত্রীর বাবা,। এব...
16/06/2025

🥲সারাদেশে রোড এক্সিডেন্ট বেড়ে গেছে।🥲

🥲মারা গেলেন বাঘায় বাস-মোটরসাকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া স্কুল ছাত্রীর বাবা,। এবার মেয়ে এক পা বিচ্ছিন্ন হয়েছে। বাবা মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।🥲

🥲দিনাজপুর বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস নাকি সংঘর্ষে মোট ৩জন নিহত হয়েছেন ।🥲

😥আজ দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনা স্থলেই ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ১জন মোট ৩জন নিহত হয়েছেন।😥

🥲 এছাড়া আহত হয়েছেন আরো ৫ জন।এছাড়াও পাবনা (একদন্ত) মোটরসাইকেল সাথে ড্রামট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।হাসপাতালে নেওয়ার সময় ৩য় জন মারা যায়।😥

এছাড়াও মেহেরপুর , কাতলামারি , গাংনী সহ অনেক জায়গাই এক্সিডেন্ট জনিত কারণে মৃত্যুর হার অনেক বেশি ।

😥নিহতদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা এবং যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।😭😭😭

Topic 1 : Simple, Complex, Compound Topic 2 : Degree Comparison with degree Short Note for Class 6 to 10 যারা সহজে ইংলিশ...
15/06/2025

Topic 1 : Simple, Complex, Compound
Topic 2 : Degree Comparison with degree

Short Note for Class 6 to 10

যারা সহজে ইংলিশ গ্রামারের ডিগ্রি সম্পর্কে জানতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ্।

19/02/2025

বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ মেয়েরা বেকার বয়ফ্রেন্ড কে বিয়ের আগে সতীত্ব দেয়!! পরবর্তীতে ব্রেকআপ হয়, তারপর বিয়ের সময় জামাই খুঁজতে তাদের ডিমান্ড হয় বিসিএস ক্যাডার, জাপান/ইউরোপ সিটিজেন !! দিনশেষে বয়স ২৫ /৩০/৩৫/৪০ হয় করো বিয়ে হয় আবার কেউ অবিবাহিত থেকে যায় কারো বা বিয়ে হলেও ডিভোর্স হয়।

দেখা যায় চলমান যুগের সাথে সবাই গা ভাসিয়ে দিতে যেয়ে নিজের অজান্তে টিন এজ থেকে মৃত্যুর আগে পর্যন্ত শত শত ভুলের মাঝে ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে পরবর্তীতে ব্রেইন তার ধারণক্ষমতা , শয্যশক্তি নষ্ট করে ফেলছে । একটু ভেবে দেখবেন যেটাকে আপনি জীবনের সফলতা মনে করছেন এটা কি আসলেই জীবনের সফলতা ?

নিজের চিন্তাশক্তি জাগ্রত করুন , নিজে স্বপ্ন দেখুন দেখবেন জীবন সুন্দর । জীবনে হয়তো ভাবছেন বন্ধু বান্ধবী নিয়ে শান্তিতে কাটিয়ে দিচ্ছেন কিন্ত জীবনের এক পর্যায়ে এসে যখন এগুলো পাবেন না তখন হতাশ হয়ে যাবেন ।

✅আল্লাহ কোরআনে হতাশা , ধৈর্যধারণ নিয়ে অনেক আয়াত পেশ করেছেন ।

🌱 আল্লাহ বলেন , তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব”। ' (সুরা ৪০ মুমিন, আয়াত: ৬০)।

🌱 আল্লাহ আরও বলেন, 'তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। ' (সুরা ৩ আলে ইমরান, আয়াত: ১৩৯)।

🌱আল্লাহ বলেন , উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। (সূরা বাকারা, আয়াত: ১৯৫)

🌱 আল্লাহ আরও বলেন , তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ( সুরা আলে ইমরান, আয়াত: ২০০)।

( নোট-- যে সব ছেলে /মেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় পড়াশোনা করেননি অথবা হালাল হারাম মেইনটেইন করে জীবন এই পর্যন্ত অতিবাহিত করেছেন বা করছেন তাদের বলবো বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে সিদ্ধান্ত নিবেন । উদাহরণস্বরূপ পাবলিক/প্রাইভেট/যেকোন বিশ্ববিদ্যালয় এ ফ্রি মিক্সিং এ বেড়ে ওঠে ছেলে /মেয়ে বিয়ে করতে হলে অনেকখানি ভেবে নিবেন। নতুবা এডজাস্ট করতে পারবেন না। অন্তত খেয়াল রাখবেন যাকে বিয়ে করছেন আপনি মেয়ে হলে দেখবেন ছেলের মেয়ে জাস্ট ফ্রেন্ড , মেয়ে বেস্ট ফ্রেন্ড , মেয়ে গুড ফ্রেন্ড আছে কিনা । আপনি ছেলে হলে দেখবেন ছেলে জাস্ট ফ্রেন্ড, অপরিচিত কিন্তু জাস্ট বড় ভাই, মিশে যাওয়া ছেলে বন্ধু এগুলোর পরিমাণ কতটা এবং তাদের চরিত্র কেমন । )

কথাগুলো গ্রহণ করবেন কি না এটা তো আপনার ব্যাপার কিন্তু সতর্ক করতে চেষ্টা করলাম ।

ধন্যবাদ
মো: সাকলাইন

27/08/2024

মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয়,

তারাই সবচেয়ে বুদ্ধিমান।”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

https://youtu.be/fJWhb8iKRiY
09/02/2024

https://youtu.be/fJWhb8iKRiY

14 February, Valentine's Day | বিশ্ব ভালোবাসা দিবস| অশ্লীলতা ও অসামাজিকতা | ইসলাম কি বলে? | Romanceবিশ্ব ভালব...

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Notify Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Notify Me:

Share