19/02/2025
বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ মেয়েরা বেকার বয়ফ্রেন্ড কে বিয়ের আগে সতীত্ব দেয়!! পরবর্তীতে ব্রেকআপ হয়, তারপর বিয়ের সময় জামাই খুঁজতে তাদের ডিমান্ড হয় বিসিএস ক্যাডার, জাপান/ইউরোপ সিটিজেন !! দিনশেষে বয়স ২৫ /৩০/৩৫/৪০ হয় করো বিয়ে হয় আবার কেউ অবিবাহিত থেকে যায় কারো বা বিয়ে হলেও ডিভোর্স হয়।
দেখা যায় চলমান যুগের সাথে সবাই গা ভাসিয়ে দিতে যেয়ে নিজের অজান্তে টিন এজ থেকে মৃত্যুর আগে পর্যন্ত শত শত ভুলের মাঝে ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে পরবর্তীতে ব্রেইন তার ধারণক্ষমতা , শয্যশক্তি নষ্ট করে ফেলছে । একটু ভেবে দেখবেন যেটাকে আপনি জীবনের সফলতা মনে করছেন এটা কি আসলেই জীবনের সফলতা ?
নিজের চিন্তাশক্তি জাগ্রত করুন , নিজে স্বপ্ন দেখুন দেখবেন জীবন সুন্দর । জীবনে হয়তো ভাবছেন বন্ধু বান্ধবী নিয়ে শান্তিতে কাটিয়ে দিচ্ছেন কিন্ত জীবনের এক পর্যায়ে এসে যখন এগুলো পাবেন না তখন হতাশ হয়ে যাবেন ।
✅আল্লাহ কোরআনে হতাশা , ধৈর্যধারণ নিয়ে অনেক আয়াত পেশ করেছেন ।
🌱 আল্লাহ বলেন , তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব”। ' (সুরা ৪০ মুমিন, আয়াত: ৬০)।
🌱 আল্লাহ আরও বলেন, 'তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। ' (সুরা ৩ আলে ইমরান, আয়াত: ১৩৯)।
🌱আল্লাহ বলেন , উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। (সূরা বাকারা, আয়াত: ১৯৫)
🌱 আল্লাহ আরও বলেন , তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ( সুরা আলে ইমরান, আয়াত: ২০০)।
( নোট-- যে সব ছেলে /মেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় পড়াশোনা করেননি অথবা হালাল হারাম মেইনটেইন করে জীবন এই পর্যন্ত অতিবাহিত করেছেন বা করছেন তাদের বলবো বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে সিদ্ধান্ত নিবেন । উদাহরণস্বরূপ পাবলিক/প্রাইভেট/যেকোন বিশ্ববিদ্যালয় এ ফ্রি মিক্সিং এ বেড়ে ওঠে ছেলে /মেয়ে বিয়ে করতে হলে অনেকখানি ভেবে নিবেন। নতুবা এডজাস্ট করতে পারবেন না। অন্তত খেয়াল রাখবেন যাকে বিয়ে করছেন আপনি মেয়ে হলে দেখবেন ছেলের মেয়ে জাস্ট ফ্রেন্ড , মেয়ে বেস্ট ফ্রেন্ড , মেয়ে গুড ফ্রেন্ড আছে কিনা । আপনি ছেলে হলে দেখবেন ছেলে জাস্ট ফ্রেন্ড, অপরিচিত কিন্তু জাস্ট বড় ভাই, মিশে যাওয়া ছেলে বন্ধু এগুলোর পরিমাণ কতটা এবং তাদের চরিত্র কেমন । )
কথাগুলো গ্রহণ করবেন কি না এটা তো আপনার ব্যাপার কিন্তু সতর্ক করতে চেষ্টা করলাম ।
ধন্যবাদ
মো: সাকলাইন