Trisha's-কথনমালাツ゚

Trisha's-কথনমালাツ゚ Student
University of Rajshahi

30/05/2023

আমাদের সমাজে প্রচলিত কিছু চরম বাস্তবাদী কথা যা আমাদের নিকৃষ্ট মনের প্রতিনিধিত্বই করে..😊

কালো🖤
Vocal: Trisha | lines: Tanha Ruby

22/05/2023

২৫ টাকাই স্বর্গ সদাই🌸💙

Vocal: Trisha | line: Roman Ahmed Badhan

21/05/2023

💙🌸

18/05/2023

ব্যবধানের একতরফা ভালোবাসা💙🖤

Vocal: Trisha | lines: Barik | Video: collected

17/05/2023

আসলে ওপর থেকে কাউকেই জাজমেন্ট করা যায় না,করা উচিত ও না।
সে কি রকম সে কেমন আছে তার মধ্যে কেমন..
আমরা জাস্ট ওপর থেকে দেখেই জাজমেন্ট করি🙂 সেটা ফ্রেন্ড এর ক্ষেত্রেই হোক বা ফ্যামিলি বা others😊
তার ভেতরে কি চলে আমরা সেটা কেউ বুঝতে পারিনা/বুঝার try করিনা।
মানুষ জাতিটাই আমরা এমন..🖤🥀

তুমি কি ভাবছো? আমি গহীন অন্ধকার পথে হাটতে ভয় পায়? তবে তুমি তা ভেবনা আর আমি এখন জ্বলন্ত প্রদীপ। তুমি কি ভাবছো? সমুদ্রের গ...
10/05/2023

তুমি কি ভাবছো?
আমি গহীন অন্ধকার পথে হাটতে ভয় পায়?
তবে তুমি তা ভেবনা আর
আমি এখন জ্বলন্ত প্রদীপ।

তুমি কি ভাবছো?
সমুদ্রের গভীরতা আমায় স্পর্শ করবে?
তুমি কি ভাবছো?
অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাবো?

তবে তুমি তা ভেবনা, তুমি যা ভাবছো তা আর কখনো ভেবনা।
আমায় বলতে দাও মৃত্যুকে আলিঙ্গন করার সেই অনুভূতি।

তুমি কি আমায় বিশ্বাস করছো না?
আমার ‌শ্বাসপ্রশ্বাসে অবিচ্ছিন্ন নীরবতা তোমার হৃদয়ে কি তরঙ্গ আকারে প্রবেশ করে না??
কি করে বাতাস হৃদয়ে অবিচ্ছিন্ন তরঙ্গের সাথে যুদ্ধ করতে পারে। সেই বাতাসই কি আমার অশ্রু নীলিমাকে মেঘের কাছে বয়ে নিয়ে যায়নি?
শুন্য পথে নির্জনতা আমার ছায়া কে স্পর্শ করতে পারেনি, তবে তুমি কিভাবে ভাবলে তোমার অশান্ত আবেগে বিমোহিত হয়ে আমার নয়নের নীরে ভালোবাসার ভেলা ডুবে যাবে??

তুমি কি কখনো অনুভব করেছো আমার অশ্রুর গভীরতা??

সে দিন সব শেষ হয়ে যাবে!
হৃদয়ের উত্তাপে বিগলিত হবে অঝোর অশ্রু, অশান্ত আবেগে বিমোহিত উন্মাদনা, অক্লান্ত নীরবতার দীপ্ত প্রভা অসহ্য উষ্ণ নিঃশ্বাসের আদ্রতা।

পারবেতো তুমি সেদিন ফেরাতে??

---সুপ্ত চিঠি 🖤
--তৃষা মনি ✍️

09/05/2023

জীবন পাতায় চোখ দিয়ে
ভালোবাসা আপন করে
চলে যেতে পারলে ক্ষতি কোথায়..

নিজের পাপের ফল যখন
নিজেকেই ভোগ করতে হয়
তখন সব কিছু উল্টে যায় হেথায়।

আর এভাবেই কিছু ফুল ঝরে যায়
আর এভাবেই হয়তো থেকে যায় মুকুল
আর এভাবেই হয়তো আমার আমিত্ব হয়ে যায়
ঝরে যাওয়া ফুল......

তৃষা মনি✍️

07/05/2023

আমি তোমার আকাশের চাঁদ হবো...😌🖤

Vocal: Trisha | lines: Abu Ubaida

03/05/2023

তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে
তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে।💙

Address

Binodpur
Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trisha's-কথনমালাツ゚ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share