06/09/2025
𝐔𝐥𝐚𝐧𝐳𝐢 𝐌𝐓𝟒𝟒 𝐄𝐱𝐭𝐞𝐧𝐝𝐚𝐛𝐥𝐞 𝐕𝐥𝐨𝐠 𝐓𝐫𝐢𝐩𝐨𝐝 𝐖𝐢𝐭𝐡 𝟑𝟔𝟎° 𝐁𝐚𝐥𝐥 𝐇𝐞𝐚𝐝
আমরা দিচ্ছি একদম অফার প্রাইজে🔥
যারা ভাবছেন সামনে ট্যুরে জানেব কিংবা ব্লগিং করেন বা প্রোডাক্ট রিভিউ করেন, তাদের জন্য একটি দারুন আইটেম এটি।
কি না আছে এর? আকাশের মতো লম্বা হতে পারে, ঠিক যেমন আপনার স্বপ্ন! বল মাথার মতো 360° ঘুরে, যেন সবকিছু আপনার দিকে তাকিয়ে আছে! এবং সঠিক উচ্চতায় দাঁড়িয়ে, যেন বলছেন, "দেখো, আমি কি করতে পারি!"😊 সহজে যেকোন জায়গায় ক্যারি করা যায়, ওজনে হালকা কিন্তু বেশ মজবুত, ফলে ফোন কিংবা ক্যামেরা যেকোনটিই ক্যারি করতে পারে এই ট্রাইপড + সেলফি স্টিক।