18/02/2025
আল-গাফূর এবং আল-গাফফার নামের অর্থ
________________________________________
আল্লাহ্ তাআ’লা ক্বুরআনুল কারীমে ৯১ বার উল্লেখ করেছেন, তিনি হচ্ছেনঃ
আল-গাফূর (ٱلْغَفُورُ) - অত্যন্ত ক্ষমাশীল, মার্জনাকারী।
অপরদিকে তিনি ক্বুরআনুল কারীমে ৪ বার উল্লেখ করেছেন, তিনি হচ্ছেনঃ
আল-গাফফার (الغَفَّارُ) - পুনঃপুনঃ মার্জনাকারী।
________________________________________
সাধারণভাবে আল্লাহ্ তাআ’লার দুইটি নাম আল-গাফূর এবং আল-গাফফার-এর অর্থ করা হয় অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। কিন্তু এর দ্বারা আল্লাহ্র এই দুইটি নামের পূর্ণ অর্থ প্রকাশ পায় না।
আল-গাফূর এবং আল-গাফফার শব্দের মূল উৎস হচ্ছে গাফারা (غَفَرَ), যা শুধুমাত্র ক্ষমা করা বুঝায় না। বরং গাফারা শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দেওয়া, হিফাযত করা, এবং ঢেকে রাখা। এ কারণে যুদ্ধের সময় সৈনিকেরা মাথাকে শত্রুর আক্রমন থেকে নিরাপদ রাখার জন্য যে হেলমেট বা শিরস্ত্রাণ ব্যবহার করে আরবীতে তাকে ‘মিগফার’ বলা হয়।
যাই হোক, গাফারা (غَفَرَ) শব্দের তিনটি অর্থ রয়েছেঃ
(ক) প্রথম অর্থঃ ঢেকে রাখা, গোপন করা, আড়ালে রাখা।
(খ) দ্বিতীয় অর্থঃ ক্ষমা করে দেওয়া, মাফ করা, সংশোধন বা সঠিক করে নেওয়া।
(গ) কোন কিছুকে ধূলা-বালি বা ক্ষয়-ক্ষতি থেকে নিরাপদ রাখা কিংবা হিফাযত করার জন্য ঢেকে রাখা।
সুতরাং আল্লাহ তাআ’লার নাম আল-গাফূর নামের অর্থ হচ্ছে, মহান আল্লাহ্ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু, অত্যন্ত মেহেরবান, যিনি তাঁর বান্দাদের গুনাহ মাফ করেন, গুনাহকে ঢেকে রাখেন বা গোপন করেন এবং কৃত গুনাহর ক্ষতি থেকে বান্দাকে নিরাপদ রাখেন।
________________________________________
আল-গাফূর এবং আল-গাফফার এই দুইটি নামের মধ্যে পার্থক্য
এতোক্ষণ আমরা আল-গাফূর নামের অর্থ জানলাম। অপরদিকে, আল-গাফফার নাম দ্বারা আল-গাফূর এর চেয়ে অধিক এবং বারংবার ক্ষমা, দয়া ও ঔদার্য নির্দেশ করে। আল-গাফফার অর্থ আল্লাহ্ তাআ’লা এমন ক্ষমাশীল, দয়ালু ও উদার, বান্দা বারবার গুনাহ করার পরেও তিনি পুনঃ পুনঃ ক্ষমা বা মার্জনাকারী।
________________________________________
সর্বশেষ, আল্লাহ্ তাআ’লার ক্ষমা নিয়ে অসাধারণ একটি হাদীস দিয়ে শেষ করছি।
আবূ যর আল-গিফারী রাদিয়াল্লাহু আ’নহু হতে বর্ণিত। তিনি বলেন, “নবী ﷺ তাঁর বরকতময় ও সুমহান রব্ব (আল্লাহ্র) নিকট হতে বর্ণনা করেন যে, আল্লাহ্ বলেনঃ
يَا عِبَادِي! إنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا؛ فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ.
“হে আমার বান্দারা! তোমরা রাতদিন গুনাহ্ করছ, আর আমি তোমাদের গুনাহ্ ক্ষমা করে দেই। সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব।” [সহীহ মুসলিমঃ ২৫৭৭]
___________________________