Islamic Random

Islamic Random Allahu akbar--✨----_freepalestine _gaza _palestine---- _palestine _allahuakbar _
(1)

26/06/2025
রাত ২টা।এক তরুণ তার ল্যাপটপে বসে "শুধু ৫ মিনিট" পর্ন দেখার সিদ্ধান্ত নেয়।ঘণ্টাখানেক কেটে যায়।ঘুম ভেঙে ওঠে দুপুরে।মাথা ভ...
13/04/2025

রাত ২টা।
এক তরুণ তার ল্যাপটপে বসে "শুধু ৫ মিনিট" পর্ন দেখার সিদ্ধান্ত নেয়।
ঘণ্টাখানেক কেটে যায়।
ঘুম ভেঙে ওঠে দুপুরে।
মাথা ভারী, শরীর নিস্তেজ, কাজে মন নেই।
পরদিন আবার একই চক্র।

🔯এভাবেই হাজারো সম্ভাবনাময় জীবন নষ্ট হচ্ছে প্রতিদিন।
🔸️এটাই আজকের সত্য।
🔸️পুরুষ আজ যুদ্ধ করছে—শত্রুর সাথে নয়, নিজের ভেতরের পশুর সাথে।

🔯🔯২. যৌন প্রশ্রয়: সস্তা আনন্দ, কিন্তু দামি ক্ষতি

তুমি ভাবছ—
🔸️🔸️“একটু পর্ন, একটু মেসেজ, একটু চ্যাট—এতেই বা ক্ষতি কী?”

👉ক্ষতি আছে, গভীরভাবে।
👉তোমার মস্তিষ্ক সেই সহজ আনন্দে এতটা অভ্যস্ত হয়ে পড়ে যে,
👉জয় করার আনন্দ, কঠোর পরিশ্রমের সুখ, লক্ষ্য পূরণের তৃপ্তি—সবই তোমার কাছে ম্লান হয়ে যায়।

🔯🔯৩. সফলতা আসলে ‘না’ বলতে শেখার ক্ষমতা

👉আলেকজান্ডার দ্য গ্রেট কি নারীর পিছনে সময় নষ্ট করতেন?
🔸️না, তাই তিনি ৩০ বছরেই সাম্রাজ্য গড়েছিলেন।

👉মুহাম্মদ আলী কী করতেন বড় ফাইটের আগে?
যৌনতা থেকে বিরত থাকতেন।
কারণ তিনি জানতেন, শৃঙ্খলা মানেই শক্তি।

👉এমনকি ইলন মাস্কও, সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করে—
নারী টেক্সট করার পেছনে সময় নষ্ট করেন না।

🔯🔯৪. তুমি এখন যা হারাচ্ছো, তা ভবিষ্যতের দামি সম্পদ

🔸️প্রতিদিন তুমি যেই সময়টা খরচ করছো—
🔸️সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি স্ক্রল করতে,
🔸️ইনবক্সে 'Hi' পাঠাতে,
🔸️পর্নে বুঁদ হয়ে থাকতে,

সে সময়ে কেউ একজন:
🔸️নতুন স্কিল শিখছে,
🔸️শরীর গঠন করছে,
🔸️একটা বিজনেস প্ল্যান বানাচ্ছে।

👉তুমি একদিন তার চাকরি চাইবে, সে তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে।

🔯🔯৫. নারী সম্মান করে বিজয়ীকে, ভিক্ষুককে নয়

👉তুমি যদি নিজেকে প্রশ্ন করো—
"আমি কি এমন পুরুষ, যার জন্য নারী গর্ববোধ করে?"

👉উত্তর যদি হয় না—
তবে এখনই সময়, নিজের চরিত্র বদলানোর।

🔸️নারী কেবল তার প্রতি নিবেদিত পুরুষকে নয়,
একজন উদ্দেশ্যবান পুরুষকে সম্মান করে।
🔸️যার চোখে আগুন আছে, হাতে কাজ আছে, হৃদয়ে দায়িত্ব আছে।

🔯🔯৬. ইতিহাসের ধ্বংসস্তূপে পড়ে আছে অনেক ‘লালসাগ্রস্ত মহান’

🔸️রাজা সলোমন: জ্ঞানী ছিলেন, নারীদের পেছনে ধ্বংস হলেন।
🔸️টাইগার উডস: সেক্স স্ক্যান্ডাল তার ক্যারিয়ার ভেঙে দিলো।
🔸️বিল ক্লিনটন: এক নারীর কারণে প্রায় রাষ্ট্রপতি পদ থেকে বিতাড়িত।

⭐️তারা নিজেদের চালকের আসন থেকে নামিয়ে এনে ইচ্ছার দাস হয়েছিলেন।
তুমি কি একই পথে হাঁটবে?

🔯🔯৭. আত্ম-নিয়ন্ত্রণ: পুরুষত্বের প্রকৃত সংজ্ঞা

🔸️সফল পুরুষের চেহারা নির্ধারণ হয় না তার সিক্স প্যাকে,
বরং নির্ধারণ হয়,
🔸️সে নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে।
🔸️সে কি ৭ দিনে একটিবারও পর্ন না দেখে থাকতে পারে?
🔸️সে কি নারীর ইনস্টাগ্রাম পোস্ট না দেখে কাজে মন দিতে পারে?
🔸️সে কি একজন পুরুষ হিসেবে নিজের ভবিষ্যতের প্রতি সৎ?

👉যদি পারে, তাহলে সে একজন নেতা।
না পারলে, সে একজন পলাতক সৈনিক—নিজের যুদ্ধে।

🔯🔯৮. নারী আসবে, যদি তুমি কিছু হয়ে ওঠো

🔸️তুমি নারীর পেছনে ছুটো—সে দূরে যাবে।
তুমি নিজেকে গড়ো—সে নিজেই ফিরে আসবে।

🔸️এটাই প্রকৃতির নিয়ম।
👉Power attracts. Purpose attracts. Masculinity attracts.

☮️তাই তুমি যদি সত্যিই প্রেম চাও,
👉প্রথমে নিজেকে ভালোবাসো।
👉নিজেকে শাসন করো।
👉নিজেকে বিজয়ী করো।

🔸️সুখ খোঁজো না, শক্তি তৈরি করো।
আনন্দ খোঁজো না, অর্থপূর্ণ জীবন গড়ো।
নিজেকে জয় করো—বিশ্ব তোমার হবে।

⭐️“যে পুরুষ লালসা জয় করে, সে ভাগ্যও জয় করে।”

🔯🔯🔯Follow: Counselling Psychologist

👉পোস্টটি আপনার ভাল লেগে থাকলে এবং মনে হয় অন্যদেরও উপকারে আসবে, তবে শেয়ার করতে ভুলবেন না!

☮️ মানসিক স্বাস্থ্যের যত্নে ও নিয়মিত সাইকোলজিক্যাল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন:
👉 https://t.me/+kKmEVfSbT8g4NzZl

07/04/2025

Follow to follow back

08/08/2024

শুধু পুলিশ বিভাগেই চাকরি করতো ভারতের ৮০ হাজার লোক। 🙂

সূত্র: যমুনা টিভি

Address

Rajshahi
0000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Random posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Random:

Share